নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু জুনে

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

চলতি বছরের জুন মাস থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করার কথা জানিয়েছে নেপাল। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, জুন থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসের জন্য বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হবে। ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী এই বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে জানিয়েছে নেপালের সংবাদমাধ্যম নেপাল মনিটর ।

সংবাদমাধ্যমটি জানায়, গত বছর বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যুৎবিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ওই চুক্তির আওতায় চলতি বছরের জুন মাস থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করতে শুরু করবে নেপাল সরকার।

এ ছাড়া বাংলাদেশে নিযুক্ত নেপালি রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি গতকাল রোববার অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিনের সঙ্গে বৈঠকেও বিদ্যুৎ রপ্তানির বিষয়টি নিশ্চিত করেছেন। ঘনশ্যাম ভাণ্ডারি বলেন, ‘আমাদের বিদ্যুৎ সক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশেও বিদ্যুৎ রপ্তানি বাড়িয়ে দেব। এতে শুধু বাংলাদেশই উপকৃত হবে না, বরং নেপালও তার সম্পদকে যথাযথভাবে ব্যবহার করতে পারবে।’

নেপাল মনিটরের প্রতিবেদন থেকে আরও জানা যায়, বাংলাদেশ, নেপাল এবং ভারতের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে গত বছরের ৩ অক্টোবর এই বিদ্যুৎ রপ্তানিচুক্তি স্বাক্ষরিত হয়।

ত্রিপক্ষীয় এই চুক্তিতে বলা হয়েছে, নেপাল ২০২৫ সাল থেকে ২০২৯ সাল পর্যন্ত প্রতি বছরের ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিশ্ববাণিজ্য নিয়ে আরও পড়ুন

বাংলাদেশের ওষুধ শিল্পে রপ্তানি বাজার আরও সম্প্রসারণের লক্ষ্যে তিন বছরের মধ্যে নতুন করে আরও ১০টি দেশে রপ্তানি শুরুর পরিকল্পনায় নতুন মাইলফলক যোগ করতে যাচ্ছে ওয়ান ফার্মা লিমিটেড। এর অংশ হিসেবে প্রায় ৫০০ কোটি টাকার নতুন বিনিয়োগ করছে প্রতিষ্ঠান‌টি।

৯ ঘণ্টা আগে

ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন থেকে জানা গেছে বিশ্বখ্যাত অডিট ফার্ম পিডব্লিউসি এবারে কেলেঙ্কারি এড়াতে বিভিন্ন দেশ থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে।

৯ ঘণ্টা আগে

দেশজুড়ে চরম ক্ষতির মুখে পড়া প্রান্তিক ডিম ও মুরগির খামারিরা পহেলা মে থেকে খামার বন্ধের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)।

২ দিন আগে

বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। বড় উত্থানের পর বড় দরপতন, এরপর আবার বড় উত্থান এমন ধারাবাহিকতায় নতুন অস্থিরতা দেখা দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও চীনের পালটাপালটি শুল্ক আরোপের পরিপ্রেক্ষিতে এ ঘটনা ঘটছে।

৩ দিন আগে