নাইজেরিয়ায় সশস্ত্র বাহিনীর হামলায় নিহত ৫৫

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো প্রদেশে এক গ্রামে সশস্ত্র বাহিনীর হামলায় কমপক্ষে ৫৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সেনা সদস্যও রয়েছেন। খবর আল জাজিরার।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে ক্যামেরুন সীমান্তের কাছে দারুল জামা গ্রামে এ হামলা চালানো হয়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সশস্ত্র যোদ্ধারা মোটরবাইকে চড়ে গ্রামে প্রবেশ করে নির্বিচারে গুলি চালায় এবং ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়।

বেসরকারি গণমাধ্যমের তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন হিসাব পাওয়া যাচ্ছে। সরকারপন্থী একটি মিলিশিয়ার কমান্ডার বাবাগানা ইব্রাহিম এএফপি সংবাদ সংস্থাকে জানান, হামলায় অন্তত ৫৫ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জন সেনা সদস্য রয়েছেন।

অন্যদিকে দারুল জামার ঐতিহ্যবাহী প্রধান রয়টার্সকে জানান, শনিবার(৬ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত কমপক্ষে ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরো অনেকে নিখোঁজ রয়েছেন।

তিনি বলেন, ওরা বাড়ি বাড়ি গিয়ে পুরুষদের হত্যা করেছে, নারীদের ছেড়ে দিয়েছে। প্রায় প্রতিটি পরিবারই ক্ষতিগ্রস্ত। ২০টির বেশি বাড়ি ও অন্তত ১০টি বাস ধ্বংস করা হয়েছে।

নাইজেরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, সম্প্রতি তারা বর্নো প্রদেশে অভিযান জোরদার করেছে, যাতে বোকো হারাম ও এর ভিন্নমতাবলম্বী দল আইএসডব্লিউএপি- এর তৎপরতা দমন করা যায়।

এএফপি সূত্রে জানা গেছে, এ হামলার নেতৃত্ব দিয়েছেন বোকো হারামের স্থানীয় কমান্ডার আলি নগুলদে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

আফ্রিকা নিয়ে আরও পড়ুন

দুবাইতে ‘এন্ডিউরেন্স’মোটর রেসিংয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের মোটর রেসার অভিক আনোয়ার। অভিক আনোয়ারের সঙ্গে আরও তিনজন ক্রু (পিট ক্রু) ছিলেন এবং গাড়িতে ড্রাইভার হিসেবে অভিক আনোয়ার একাই ছিলেন। অতিরিক্ত পয়েন্ট সংগ্রহ করে অভিক আনোয়ার ও তাঁর দল গালফ প্রো চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান অর্জন করেন।

১৩ ঘণ্টা আগে

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকরের পর ওড়িশা রাজ্যে নতুন করে ৩৫ জন বাংলাদেশি অভিবাসী ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। ভারতীয় দৈনিক দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে।

১৬ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের এক পরীক্ষা কেন্দ্রে বন্দুকধারীর হামলায় দুইজন নিহত ও আটজন গুরুতর আহত হয়েছেন। হামলাকারী এখনও আটক হয়নি।

২ দিন আগে

ওমান উপসাগরে ছয় মিলিয়ন লিটার চোরাচালানকৃত ডিজেল বহনকারী একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে ইরান। জাহাজটিতে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার মোট ১৮ জন নাবিক রয়েছেন বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।

৩ দিন আগে