মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ইউনিভার্সিটি সুলতান ইদ্রিসের ১৫ ছাত্র-ছাত্রী নিহত

প্রতিনিধি
Thumbnail image

মালয়েশিয়ায় মধ্যরাতে গেরিকের পূর্ব-পশ্চিম মহাসড়কে একটি পেরোদুয়া আলজা গাড়ি ও ছাত্রদের বহনকারী বাসের ভয়াবহ সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছে।

বাসটি তেরেঙ্গানু রাজ্যের জেরতিহ থেকে পেরাকের তানজুং মালিমের দিকে যাচ্ছিল বলে জানা গেছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন এবং প্রধানমন্ত্রী উচ্চশিক্ষা মন্ত্রণালয়কে সার্বিক সহায়তা সমন্বয়ের নির্দেশ দিয়েছেন।

রোববার (৮ জুন) দিবাগত রাতে গেরিকের বানুনে পূর্ব-পশ্চিম মহাসড়কে সুলতান ইদ্রিস শিক্ষা বিশ্ববিদ্যালয়ের (ইউপিএসআই) শিক্ষার্থীদের বহনকারী একটি বাস ও পেরোদুয়া আলজা গাড়ির সংঘর্ষে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। তবে এ দুর্ঘটনায় কোনো বাংলাদেশি আহত বা নিহত হয়েছে কি না তা জানা সম্ভব হয়নি।

দেশটির জাতীয় সংবাদ সংস্থা বার্নামা জানিয়েছে, সিভিল ডিফেন্স ফোর্সের (এপিএম) হুলু পেরাক অপারেশন কন্ট্রোল সেন্টারে রাত ১টা ১০ মিনিটে সংঘর্ষের বিষয়ে গেরিক হাসপাতাল থেকে জরুরি কল আসে। এপিএম এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে দুর্ঘটনার সময় গাড়িতে ৪৮ জন ছিলেন, যাদের মধ্যে ১৩ জনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়েছে। এরপর হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক ফেসবুক পোস্টে বলেন,

আমি উচ্চশিক্ষা মন্ত্রণালয়কে ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে যথাযথ সহায়তার সমন্বয় করার নির্দেশ দিয়েছি। এ ধরনের ঘটনা হৃদয়বিদারক, যা সকলের জন্য একটি শিক্ষা হিসেবে কাজ করা উচিত– সর্বদা সতর্ক থাকুন এবং গন্তব্যে যেতে তাড়াহুড়ো করবেন না। আপনাদের জীবন অনেক মূল্যবান।

উচ্চশিক্ষামন্ত্রী দাতুক সেরি জাম্ব্রি আবদ কাদির পৃথক ফেসবুক পোস্টে বলেছেন, "তার মন্ত্রণালয় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সব প্রয়োজনীয় সহায়তা দেবে।" তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

এশিয়া নিয়ে আরও পড়ুন

তিনি ‘অ্যাম্বাসেডর এক্সট্রাঅর্ডিনারি অ্যান্ড প্লেনিপোটেনশিয়ারি’ মর্যাদা পাবেন এবং একইসঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও দায়িত্ব পালন করবে

১ ঘণ্টা আগে

নতুন করে চিনা শিক্ষার্থীদের ভিসা নয়। প্রবল সমালোচনার মুখে পড়ে ৪৮ ঘণ্টার মধ্যেই ‘ডিগবাজি’ খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! তাঁর বক্তব্যের ‘ভুল ব্যাখ্যা’ করা হচ্ছে বলে ইতিমধ্যেই বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস। নজিরবিহীন ভাবে নিজের সমাজমাধ্যম প্ল্যাটফর্মে এই ইস্যুতে কোনও পোস্ট করেননি যুক্তরাষ্ট্র

১৮ ঘণ্টা আগে

গত দুই বছর ধরে সেনাবাহিনী ও প্যারামিলিটারি বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে সংঘাতের কারণে দারফুরসহ বিভিন্ন এলাকায় গৃহযুদ্ধ চলছে। লাখো মানুষ বাস্তুচ্যুত হয়ে নিরাপত্তার আশায় আশ্রয় নিয়েছিলেন মাররার প্রত্যন্ত গ্রামে। কিন্তু শেষ পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগেই প্রাণ গেল তাদের

১ দিন আগে

এই বছর ডিসেম্বরে আমাদের ২৩তম শীর্ষ সম্মেলনের জন্য, ১৪০ কোটি ভারতীয় আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে

২ দিন আগে