আফগানিস্তান-পাকিস্তান-৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের তালেবান সরকারের অনুরোধে পাকিস্তান ও তালেবান পক্ষ পরস্পরের সম্মতিতে ৪৮ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করেছে। বুধবার ( ১৫ অক্টোবর) এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, ‘আফগান তালেবান সরকারের অনুরোধে এবং পারস্পরিক সম্মতির ভিত্তিতে পাকিস্তান ও তালেবান বুধবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’ এই সময়ের মধ্যে উভয় পক্ষ গঠনমূলক আলোচনায় বসবে, যার লক্ষ্য হবে ‘ইতিবাচক ও টেকসই সমাধান খুঁজে বের করা।’

এই ঘোষণাটি আসে এমন সময়, যখন পাকিস্তান সেনাবাহিনী আফগানিস্তানের কান্দাহারে তালেবান অবস্থানগুলোর ওপর নির্ভুল হামলা চালিয়ে তাদের বেশ কয়েকটি ঘাঁটি ধ্বংস করেছে বলে নিরাপত্তা সূত্রে জানা গেছে।

সূত্রগুলোর বরাতে জানা যায়, হামলার লক্ষ্যবস্তু ছিল তালেবান ব্যাটালিয়ন নম্বর ৪ ও বর্ডার ব্রিগেড নম্বর ৬-যার দুটি উভয়ই সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।

এতে ডজনখানেক তালেবান যোদ্ধা ও বিদেশি অপারেটিভ নিহত হয়েছে বলে সূত্রগুলো নিশ্চিত করেছে। পাকিস্তানি সেনাবাহিনী জানায়, সাম্প্রতিক সীমান্ত আগ্রাসনের জবাবে এই হামলাগুলো চালানো হয়। ‘তালেবানের প্রধান ব্রিগেডগুলো ধ্বংস করা পাকিস্তানের জন্য কৌশলগত সাফল্য,’ - বলেছে এক নিরাপত্তা কর্মকর্তা।

সূত্র আরও জানায়, তুরকমজাই এলাকা থেকে তালেবানরা পাকিস্তান সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করেছিল, যা সেনাবাহিনী সফলভাবে প্রতিহত করে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

এশিয়া নিয়ে আরও পড়ুন

দুবাইতে ‘এন্ডিউরেন্স’মোটর রেসিংয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের মোটর রেসার অভিক আনোয়ার। অভিক আনোয়ারের সঙ্গে আরও তিনজন ক্রু (পিট ক্রু) ছিলেন এবং গাড়িতে ড্রাইভার হিসেবে অভিক আনোয়ার একাই ছিলেন। অতিরিক্ত পয়েন্ট সংগ্রহ করে অভিক আনোয়ার ও তাঁর দল গালফ প্রো চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান অর্জন করেন।

২ দিন আগে

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকরের পর ওড়িশা রাজ্যে নতুন করে ৩৫ জন বাংলাদেশি অভিবাসী ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। ভারতীয় দৈনিক দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে।

২ দিন আগে

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের এক পরীক্ষা কেন্দ্রে বন্দুকধারীর হামলায় দুইজন নিহত ও আটজন গুরুতর আহত হয়েছেন। হামলাকারী এখনও আটক হয়নি।

৩ দিন আগে

ওমান উপসাগরে ছয় মিলিয়ন লিটার চোরাচালানকৃত ডিজেল বহনকারী একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে ইরান। জাহাজটিতে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার মোট ১৮ জন নাবিক রয়েছেন বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।

৪ দিন আগে