নিখাদ খবর ডেস্ক
আফগানিস্তানে পূর্বাঞ্চলে ৬ দশমিক শূন্য মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ২৫০ জনের মৃত্যু হয়েছে । আহত প্রায় ৫০০ জনের মত। মৃত্যুর সংখ্যা বাড়ার সম্ভবনা বেশি। কারণ ক্ষতিগ্রস্ত প্রদেশগুলো দুর্গম পার্বত্য এলাকায় অবস্থিত এবং সেখানে ঘরবাড়িগুলো ভূমিকম্প-সহনশীল নয়।
যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ৮ কিলোমিটার গভীরে। স্থানীয় সময় রোববার (৩১ আগস্ট) রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্প হয়। এরপর অন্তত আরও তিনটি কম্পন হয়েছে, সেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২ পর্যন্ত।
ফ্রান্সের সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ভূমিকম্পের ঝাঁকুনি কয়েক সেকেন্ড ধরে আফগানিস্তানের রাজধানী কাবুলে (যা উৎপত্তিস্থল থেকে প্রায় ২০০ কিমি দূরে) এবং পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও (প্রায় ৪০০ কিমি দূরে) অনুভূত হয়।
তালেবান সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধারকাজে সহায়তা দিতে ত্রাণ সংস্থাগুলোর এগিয়ে আসা প্রয়োজন।
তালেবান সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধার তৎপরতা চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এজন্য তারা আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে সহায়তার আবেদন জানিয়েছেন। বিশেষ করে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে হেলিকপ্টার ও জরুরি সরঞ্জামের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন।
কুনার প্রদেশের পুলিশ প্রধান জানিয়েছেন, ভূমিকম্পের পর পরবর্তী কম্পন ও প্রবল বর্ষণে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অনেক এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর ফলে উদ্ধারকাজ আরও জটিল হয়ে দাঁড়িয়েছে।
আফগানিস্তানে পূর্বাঞ্চলে ৬ দশমিক শূন্য মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ২৫০ জনের মৃত্যু হয়েছে । আহত প্রায় ৫০০ জনের মত। মৃত্যুর সংখ্যা বাড়ার সম্ভবনা বেশি। কারণ ক্ষতিগ্রস্ত প্রদেশগুলো দুর্গম পার্বত্য এলাকায় অবস্থিত এবং সেখানে ঘরবাড়িগুলো ভূমিকম্প-সহনশীল নয়।
যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ৮ কিলোমিটার গভীরে। স্থানীয় সময় রোববার (৩১ আগস্ট) রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্প হয়। এরপর অন্তত আরও তিনটি কম্পন হয়েছে, সেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২ পর্যন্ত।
ফ্রান্সের সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ভূমিকম্পের ঝাঁকুনি কয়েক সেকেন্ড ধরে আফগানিস্তানের রাজধানী কাবুলে (যা উৎপত্তিস্থল থেকে প্রায় ২০০ কিমি দূরে) এবং পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও (প্রায় ৪০০ কিমি দূরে) অনুভূত হয়।
তালেবান সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধারকাজে সহায়তা দিতে ত্রাণ সংস্থাগুলোর এগিয়ে আসা প্রয়োজন।
তালেবান সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধার তৎপরতা চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এজন্য তারা আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে সহায়তার আবেদন জানিয়েছেন। বিশেষ করে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে হেলিকপ্টার ও জরুরি সরঞ্জামের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন।
কুনার প্রদেশের পুলিশ প্রধান জানিয়েছেন, ভূমিকম্পের পর পরবর্তী কম্পন ও প্রবল বর্ষণে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অনেক এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর ফলে উদ্ধারকাজ আরও জটিল হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় সূত্রগুলো বলছেন, শুধু কুনার প্রদেশেই নিহতের সংখ্যা কয়েক শত ছাড়িয়ে যাবে। এ অবস্থায় সেনাবাহিনীর হেলিকপ্টার উদ্ধার অভিযানে নামানো হয়েছে। আহতদের উদ্ধার করে নেয়া হচ্ছে বিভিন্ন হাসপাতালে।
৪ ঘণ্টা আগেহুতি শীর্ষ নেতা মাহদি আল-মাশাত এক ভিডিও বার্তায় বলেন, ‘আমরা প্রতিশোধ নেবো। আমাদের ক্ষতের গভীর থেকে আমরা বিজয় গড়ে তুলব।’
১ দিন আগেঅনুষ্ঠানে প্রবাসী নেতৃবৃন্দ ফেনী প্রবাসী ফোরামের ঐক্য ও ভ্রাতৃত্ব সুদৃঢ় করার আহ্বান জানান এবং প্রবাসীদের কল্যাণে সংগঠনের ভূমিকা আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন
১ দিন আগেআগস্টের শুরু থেকে ইসরায়েলি সেনারা টানা হামলা চালাচ্ছে গাজা নগরীতে। শহর দখল ও প্রায় ১০ লাখ মানুষকে বাস্তুচ্যুত করার লক্ষ্যেই এই অভিযান— এমন আশঙ্কা জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ)
১ দিন আগেস্থানীয় সূত্রগুলো বলছেন, শুধু কুনার প্রদেশেই নিহতের সংখ্যা কয়েক শত ছাড়িয়ে যাবে। এ অবস্থায় সেনাবাহিনীর হেলিকপ্টার উদ্ধার অভিযানে নামানো হয়েছে। আহতদের উদ্ধার করে নেয়া হচ্ছে বিভিন্ন হাসপাতালে।
দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধার তৎপরতা চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এজন্য তারা আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে সহায়তার আবেদন জানিয়েছেন। বিশেষ করে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে হেলিকপ্টার ও জরুরি সরঞ্জামের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন
হুতি শীর্ষ নেতা মাহদি আল-মাশাত এক ভিডিও বার্তায় বলেন, ‘আমরা প্রতিশোধ নেবো। আমাদের ক্ষতের গভীর থেকে আমরা বিজয় গড়ে তুলব।’
অনুষ্ঠানে প্রবাসী নেতৃবৃন্দ ফেনী প্রবাসী ফোরামের ঐক্য ও ভ্রাতৃত্ব সুদৃঢ় করার আহ্বান জানান এবং প্রবাসীদের কল্যাণে সংগঠনের ভূমিকা আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন