কম্বোডিয়ান ও থাই সেনাদের মধ্যে গোলাগুলি-রকেট হামলা, আহত ৩

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

বিরোধপূর্ণ সীমান্তে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত তিন জন আহত হয়েছেন। তারা থাইল্যান্ডের নাগরিক বলে দাবি করা হয়েছে। আন্তজার্তিক সংবাদ মাধ্যম বিবিসি মাধ্যমে আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) এ খবর জানা গেছে।

থাই সেনাবাহিনী একটি ফেসবুক পোস্টে জানিয়েছে, কম্বোডিয়ান রকেট হামলায় সুরিন প্রদেশের কাপ চোয়েং জেলায় তিনজন আহত হয়েছেন। এটি দুই দেশের সীমান্তবর্তী একটি এলাকা। ঘটনাস্থল থেকে ওই ছবি শেয়ার করেছে তারা। তবে বিবিসি এসব ছবির সত্যতা যাচাই করতে পারেনি।

থাই সেনাবাহিনী এক্স (সাবেক টুইটার) পোস্টে জানায়, সংঘর্ষে অন্তত তিন জন থাই বেসামরিক নাগরিক আহত হয়েছেন। কম্বোডিয়ান বাহিনী উদ্দেশ্যমূলক বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। দুটি বিএম-টোয়েন্টি ওয়ান রকেট কাপ চোয়েং জেলার আবাসিক এলাকায় আঘাত হানে।

থাই সেনাবাহিনী জানিয়েছে, তারা ওই এলাকায় ছয়টি এফ-১৬ ফাইটার জেট মোতায়েন করেছে।

কম্বোডিয়া এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর প্রকাশ করেনি। তবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে, কারণ থাই সেনারা প্রথমে গুলি চালায়।

এর আগে মে মাসে দুই দেশের সশস্ত্র সংঘর্ষে এক কম্বোডিয়ান সেনা নিহত হওয়ার পর, থাইল্যান্ড ও কম্বোডিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক এক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছায়।

গত দুই মাসে উভয় দেশই পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা দিয়েছে এবং সীমান্তে সেনা সংখ্যা বাড়িয়েছে।

আজ বৃহস্পতিবারের এই নতুন সংঘর্ষটি ঘটে একদিন পর, যখন থাইল্যান্ড কম্বোডিয়ায় নিযুক্ত তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয়। এর আগে সীমান্তে একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে এক থাই সেনা আহত হন।

গতকাল(২৩ জুলাই) বুধবার ব্যাংকক আরও ঘোষণা দেয় যে তারা কম্বোডিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

এশিয়া নিয়ে আরও পড়ুন

বিতর্কের সূত্রপাত হয় যখন কংগ্রেস নেতা বিদ্যু ভূষণ দাস কংগ্রেস সেবা দলের এক সভায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গেয়ে শোনান। গানটি ১৯০৫ সালে বৃটিশ আমলে বঙ্গভঙ্গের বিরোধিতায় স্বদেশি আন্দোলনের সময় লেখা হয়েছিল এবং ১৯৭১ সালে বাংলাদেশ এটি জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করে

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (২৯ অক্টোবর) রাতে ঘোষণা করেছেন, দেশটি আবার পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করছে

১ দিন আগে

৮০ থেকে ৯০ শতাংশ বাড়ির ছাদ উড়ে গেছে এবং সরকারি স্থাপনাগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। হাইতিতে ভয়াবহ বন্যায় আরও ২০ জন নিহত হয়েছেন, তাদের মধ্যে ১০ জন শিশু

১ দিন আগে

অস্ত্রবিরতি পুনরায় কার্যকর করার দাবি জানিয়েও নতুন করে গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার সন্ধ্যায় উত্তর গাজার বেইত লাহিয়ায় চালানো ওই হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে আল-শিফা হাসপাতাল কর্তৃপক্ষ

১ দিন আগে