ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তে গ্রেফতার

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে ম্যানিলা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আজ মঙ্গলবার তিনি ম্যানিলা বিমানবন্দরে পৌঁছালে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। খবর রয়টার্স ও বিবিসির

হংকং থেকে দেশে ফেরার পরই পুলিশ রদ্রিগো দুতার্তেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়। দেশটির বর্তমান প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্তাতে ক্ষমতায় থাকাকালীন অবৈধভাবে মাদক পাচারের অভিযোগে দেশে গণহত্যা চালায়। আদালত এ বিষয়ে তদন্ত করবে।

আজ মঙ্গলবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানান, প্রেসিডেন্ট থাকার সময় মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন তিনি। সেই ঘটনারই তদন্ত করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। এরপর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি।

২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত দক্ষিণ-পূর্ব এশীয় দেশটির প্রেসিডেন্ট থাকাকালীন দুতার্তের নৃশংস মাদকবিরোধী অভিযানে হাজার হাজার মানুষ নিহত হন।

এর আগে ৭৯ বছর বয়সি দুতার্তে বলেছিলেন, তিনি কারাগারে যেতে প্রস্তুত। তার সম্ভাব্য গ্রেফতারের খবরের প্রতিক্রিয়ায় এই কথা বলেন সাবেক প্রেসিডেন্ট।

এদিকে ফিলিপাইনের সরকার জানিয়েছে, মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ আদালতের নির্দেশে ম্যানিলার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

এরইমধ্যে আইসিসির নির্দেশে পুলিশ তাকে হেফাজতে নিয়েছে বলেও জানা গেছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

এশিয়া নিয়ে আরও পড়ুন

ভারতে এবার এক ব্রিটিশ নারী ধর্ষণের শিকার হয়েছেন। তিনি দিল্লির একটি হোটেলে ধর্ষিত হন বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে পুলিশের বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

১ দিন আগে

যুক্তরাজ্য সরকার নতুন ভিসানীতি বাস্তবায়ন করেছে, যা স্বাস্থ্যসেবা প্রদানকারী, ওয়ার্ক পার‌মিট, নির্ভরশীল ও শিক্ষার্থীদের ওপর প্রভাব ফেলবে।

১ দিন আগে

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ট্রেনে জঙ্গিদের হাতে জিম্মি দেড় শতাধিক যাত্রীকে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ সময় অভিযানে নিহত বিচ্ছিন্নতাবাদীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। এক প্রতিবেদনে জিও নিউজ এ তথ্য জানায়।

২ দিন আগে

পাকিস্তানের বেলুচিস্তানে গুলিবর্ষণের পর একটি যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক করা হয়েছে। এ সময় হামলায় ট্রেনচালকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া নিরাপত্তাবাহিনীর সদস্যসহ অন্তত শতাধিক যাত্রীকে জিম্মি করা হয়েছে।

৩ দিন আগে