মিয়ানমার নিয়ে খেলছে চীন : গার্ডিয়ান

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

কখনও সেনা সরকার আবার কখনও জাতিগত বিদ্রোহীদের সমর্থন দিয়ে মিয়ানমারকে নিয়ে ‘ভয়ানক এক খেলায়’ মেতেছে চীন। এতে পরাশক্তি হিসেবে দায়িত্বশীল আচরণ না করে বেইজিং এই অঞ্চলে এবং এর বাইরেও লাখ লাখ মানুষের জীবন ঝুঁকিতে ফেলছে। এমনটাই অভিযোগ করা হয়েছে প্রভাবশালী ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের সাময়িকী অবজারভারের এক সম্পাদকীয়তে।

মিয়ানমারে সাম্প্রতিক সংঘাতের মধ্যে রোববার গার্ডিয়ানের সাপ্তাহিক প্রকাশনায় এই সম্পাদকীয় প্রতাশিত হয়। এই সংঘাতের আঁচ বাংলাদেশেও লাগছে, উড়ে আসছে গোলা-বুলেট, তাতে দুজন প্রাণও হারিয়েছে।

অবজার্ভারের সম্পাদকীয়তে বলা হয়, সামরিক অভ্যুত্থান ও স্বৈরাচার সাধারণত খুব কমই কোনও দেশের উপকারে আসে। তবে, ২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর মিয়ানমারে যে বিপর্যয় নেমে এসেছে তার নজির মেলা ভার। এতে অবশ্য দেশটির সেনাবাহিনীও ১৯৬২ সালে ক্ষমতা দখলের পর এই প্রথম সবচেয়ে তীব্র প্রতিরোধের মুখোমুখি হয়েছে।

গত বছরের অক্টোবরের শেষদিক থেকে জাতিগত সশস্ত্র বিদ্রোহীদের জোট থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স ও বেসামরিক নেতৃত্বাধীন জাতীয় ঐক্য সরকারের (এনডিএ) সামরিক বাহিনী পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) মিয়ানমারজুড়ে সেনা সরকারের বিরুদ্ধে একযোগে হামলা শুরু করে। এতে সরকারি বাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক সেনা আত্মসমর্পণ করে কিংবা যুদ্ধের ময়দান ছেড়ে পালাতে বাধ্য হয়।

এসব ধাক্কা সেনাবাহিনীর আত্মবিশ্বাসকে নাড়িয়ে দিয়েছে। সেনা সরকারের মনোবল উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলেও জানা যাচ্ছে। জান্তার সমর্থকদের মধ্যেও অনেকে প্রকাশ্যে তাদের সমালোচনা করছে।

তবে জেনারেলরা তাতে হাল ছাড়ছেন না। পশ্চিমাদের নতুন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই জান্তা সরকার গত সপ্তাহে দেশটিতে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়ায়। জান্তা বেসামরিক নাগরিকদের উপর নির্বিচারে বিমান এবং গোলা হামলাও বাড়িয়েছে বলেও অভিযোগ উঠেছে। এতে তাদের যুদ্ধাপরাধের তালিকাটি আরও বড় হচ্ছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

এশিয়া নিয়ে আরও পড়ুন

বিতর্কের সূত্রপাত হয় যখন কংগ্রেস নেতা বিদ্যু ভূষণ দাস কংগ্রেস সেবা দলের এক সভায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গেয়ে শোনান। গানটি ১৯০৫ সালে বৃটিশ আমলে বঙ্গভঙ্গের বিরোধিতায় স্বদেশি আন্দোলনের সময় লেখা হয়েছিল এবং ১৯৭১ সালে বাংলাদেশ এটি জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করে

২ দিন আগে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (২৯ অক্টোবর) রাতে ঘোষণা করেছেন, দেশটি আবার পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করছে

২ দিন আগে

৮০ থেকে ৯০ শতাংশ বাড়ির ছাদ উড়ে গেছে এবং সরকারি স্থাপনাগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। হাইতিতে ভয়াবহ বন্যায় আরও ২০ জন নিহত হয়েছেন, তাদের মধ্যে ১০ জন শিশু

২ দিন আগে

অস্ত্রবিরতি পুনরায় কার্যকর করার দাবি জানিয়েও নতুন করে গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার সন্ধ্যায় উত্তর গাজার বেইত লাহিয়ায় চালানো ওই হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে আল-শিফা হাসপাতাল কর্তৃপক্ষ

২ দিন আগে