শুল্ক বৃদ্ধির জবাবে চীনের ‘বাণিজ্যযুদ্ধ’, ভারতের সমর্থন প্রত্যাশা

প্রতিনিধি
আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১৫: ৩৬
Thumbnail image

যুক্তরাষ্ট্রের ‘অপমানজনক’ রপ্তানি শুল্কের বিরুদ্ধে ইতোমধ্যে ‘বাণিজ্যযুদ্ধ’ ঘোষণা করেছে চীন। আর এ যুদ্ধে ভারতকে নিজেদের পাশে প্রত্যাশা করছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি।

ভারতে চীনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং বুধবার (১০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। বার্তায় ইউ জিং বলেন,

চীনের অর্থনীতি ধারাবাহিক ও ইতিবাচকভাবে বড় হচ্ছে এবং দীর্ঘ দিন ধরে চীনের শিল্পখাতের উৎপাদন পুরোপুরি সর্বাধুনিক প্রযুক্তিভিত্তিক। এছাড়া চীন অর্থনৈতিক বিশ্বায়ন এবং বহুপাক্ষিকতাবাদেরও দৃঢ় সমর্থক। বৈশ্বিক অর্থনীতির যে বার্ষিক প্রবৃদ্ধি, তার ৩০ শতাংশই আসে বিশ্ব বাণিজ্য সংস্থা নির্দেশিত বহুপাক্ষিক বাণিজ্যের মাধ্যমে।

চীন এবং ভারতের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক পরিপূরকতা এবং পারস্পরিক লাভেরও ওপর নির্ভরশীল। যুক্তরাষ্ট্রের এই অপমানজনক শুল্কনীতি, যা বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে বিশ্বের দক্ষিণাঞ্চলীয় দেশগুলোকে উন্নত হওয়ার অধিকার থেকে বঞ্চিত করছে, তার বিরুদ্ধে বিশ্বের দুই বৃহত্তম উন্নয়নশীল দেশ চীন এবং ভারত একাট্টা হতে পারে এবং একসঙ্গে যাবতীয় বাধা অতিক্রম করতে পারে।’

গত ২ এপ্রিল হোয়াইট হাউসে দেওয়া এক ঘোষণায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে- এমন সব দেশের ওপর বর্ধিত রপ্তানি শুল্ক আরোপ করেন ট্রাম্প। সে সময় চীনের ৩৪ শতাংশ ও ভারতের ওপর ২৬ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করা হয়েছিল।

শুল্ক আরোপের পর ভারত নিশ্চুপ থাকলেও পাল্টা পদক্ষেপ তার পরের দিনই মার্কিন পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৩৪ শতাংশে উন্নীত করে চীন। এতে ব্যাপক ক্ষুব্ধ ট্রাম্প গত ৮ এপ্রিল চীনের ওপর ধার্যকৃত শুল্ক ৫০ শতাংশ বাড়িয়ে দেন। পরের দিন চীনও মার্কিন পণ্যের ওপর আরোপিত শুল্ক ৫০ শতাংশ বৃদ্ধি করে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

চীন নিয়ে আরও পড়ুন

ইসরায়েল-গাজা যুদ্ধ ইস্যুতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ দমনে হোয়াইট হাউসের শর্ত পূরণে অস্বীকৃতি জানানোর কারণে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ ২ দশমিক ২ বিলিয়ন (২২০ কোটি) ডলারের ফেডারেল তহবিল স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন।

১ ঘণ্টা আগে

অবরুদ্ধ গাজা উপত্যকায় যেন কোনোভাবেই থামছে না মৃত্যুর মিছিল। ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় ফিলিস্তিনিদের মৃত্যু মিছিলে গত ২৪ ঘণ্টায় আরও কমপক্ষে ৩৯ জন ফিলিস্তিনির নাম যুক্ত হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১১৮ জন।

৪ ঘণ্টা আগে

বিশ্বে দীর্ঘ সময় ধরে চলা সবচেয়ে সহিংস সংঘাতগুলোর মধ্যে একটি ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ। এই যুদ্ধে সবচেয়ে নিষ্ঠুর মানবিক বিপর্যয়ের মধ্যে পড়েছেন ফিলিস্তিনিরা। ফিলিস্তিনিদের ওপর চলমান জুলুম নির্যাতনের বিরুদ্ধে সংহতি ও সমর্থন জানিয়ে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে রাস্তায় নামছেন সারা বিশ্বের ন্যায়পরায়ণ মানুষ।

১৮ ঘণ্টা আগে

থাইল্যান্ডে রোববার থেকে শুরু হয়েছে নতুন বছর, যেটিকে থাই জনগণ ঐতিহ্যবাহী নববর্ষের উৎসব হিসেবে পালন করে থাকেন। আর এই উৎসবের নাম সংক্রান। সৌর ক্যালেন্ডার অনুযায়ী এটি থাইল্যান্ডের একমাত্র সরকারি ছুটির দিন হিসেবে বিবেচিত হয়ে থাকে এবং প্রতিবছর এপ্রিল মাসের ১৩ থেকে ১৫ তারিখ পর্যন্ত এই উৎসব পালিত হয়।

১৯ ঘণ্টা আগে