শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রতি নতুন আহ্বান চীনের

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image

চীনের পক্ষ থেকে দেশটির কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার পাল্টা শুল্ক সম্পূর্ণ বাতিল করার আহবান জানিয়েছেন। চীনের বাণিজ্য মন্ত্রণালয় থেকে শুল্ক ইস্যুতে এক বিবৃতিতে এমনটা জানিয়েছে।

এতে বলা হয়েছে, ‘এই ভুল সংশোধন করে নেওয়ার জন্য আমরা যুক্তরাষ্ট্রকে বড় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। পাল্টা শুল্কের ভুল ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করুন এবং পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শনের সঠিক পথে ফিরে আসুন।’

এর আগে গত ২ এপ্রিল বিশ্বের বেশ কয়েকটি দেশের ওপর ১০ থেকে ৫০ শতাংশের বেশি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। পরে ৯ এপ্রিল থেকে ট্রাম্পের ওই শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও একেবারে শেষ মুহূর্তে ট্রাম্প শুল্কারোপ ৯০ দিনের জন্য স্থগিত করেন। তবে ব্যতিক্রম চীন। চীনা পণ্যের ওপর শুল্ক বজায় রাখার পাশপাশি দেশটি থেকে যুক্তরাষ্ট্রে পণ্য আমদানিতে এখন থেকে দিতে হবে ১৪৫ শতাংশ শুল্ক।

যদিও শুক্রবার ট্রাম্প প্রশাসনের কথায় মনে হয়েছে, যুক্তরাষ্ট্র কিছু ইলেকট্রনিক পণ্যের ওপর করছাড়ের প্রস্তাব দিতে প্রস্তুত আছে, এর মধ্যে চীনে উৎপাদিত পণ্যও থাকতে পারে।

এদিকে রোববার মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটকিন এবিসি নিউজকে বলেন, এই ছাড় কেবল সাময়িক সময়ের জন্য। কারণ, ট্রাম্প প্রশাসন ‘সেমিকন্ডাক্টরের’ ওপর আলাদা শুল্ক আরোপের পরিকল্পনা করেছে এবং পরে কোনো একদিন ওই শুল্ক ঘোষণা করা হবে।

লুটকিন আরও বলেন, ‘আমাদের এগুলো অবশ্যই আমেরিকায় তৈরি করতে হবে।’

অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পও সেমিকন্ডাক্টরের ওপর কর ছাড়ের খবরকে মিথ্যা ও গুজব বলে উড়িয়ে দিয়েছেন। এ বিষয়ে প্রেসিডেন্ট বলেন, সেগুলোকে শুধু শুল্কের আলাদা ঝুড়িতে সরিয়ে নেওয়া হবে।

ট্রাম্প লিখেন, ‘আসন্ন জাতীয় নিরাপত্তা শুল্ক তদন্তে আমরা সেমিকন্ডাক্টর এবং পুরো বৈদ্যুতিক পণ্য সরবরাহ শৃঙ্খলের দিকে নজর দিচ্ছি।’

এদিকে ট্রাম্পের এমন মন্তব্য স্মার্টফোন, কম্পিউটার, সেমিকন্ডাক্টরসহ প্রযুক্তিপণ্যে শুল্কছাড়ের ঘোষণাকে অনিশ্চয়তায় ফেলে দিয়েছে।

বিবিসি

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

চীন নিয়ে আরও পড়ুন

বিতর্কের সূত্রপাত হয় যখন কংগ্রেস নেতা বিদ্যু ভূষণ দাস কংগ্রেস সেবা দলের এক সভায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গেয়ে শোনান। গানটি ১৯০৫ সালে বৃটিশ আমলে বঙ্গভঙ্গের বিরোধিতায় স্বদেশি আন্দোলনের সময় লেখা হয়েছিল এবং ১৯৭১ সালে বাংলাদেশ এটি জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করে

১৮ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (২৯ অক্টোবর) রাতে ঘোষণা করেছেন, দেশটি আবার পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করছে

১৯ ঘণ্টা আগে

৮০ থেকে ৯০ শতাংশ বাড়ির ছাদ উড়ে গেছে এবং সরকারি স্থাপনাগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। হাইতিতে ভয়াবহ বন্যায় আরও ২০ জন নিহত হয়েছেন, তাদের মধ্যে ১০ জন শিশু

২০ ঘণ্টা আগে

অস্ত্রবিরতি পুনরায় কার্যকর করার দাবি জানিয়েও নতুন করে গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার সন্ধ্যায় উত্তর গাজার বেইত লাহিয়ায় চালানো ওই হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে আল-শিফা হাসপাতাল কর্তৃপক্ষ

১ দিন আগে