ইরান কখনোই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না

জি–৭ এর যৌথ বিবৃতি

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
জি–৭ সম্মেলনে বিশ্বনেতারা। ছবি: এক্স থেকে নেওয়া

অর্থনৈতিক জোট জি-৭ ইরানের পারমাণবিক অস্ত্র রাখা নিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, ইরান কখনওই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। আজ মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এমন মন্তব্য করেছে এই জোট। খবর আল জাজিরার

ইরান ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে এমন আহ্বান জানাল জি-৭ জোট। এই জোটে রয়েছে- কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাজ্য।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এমন এক সময়ে জি–৭ এর বিবৃতিটি এল যখন ইরান ও ইসরায়েল স্মরণকালের সবচেয়ে তীব্র সংঘাতে জড়িয়েছে। এই সংঘাতে ইসরায়েলই পক্ষ নিল জি–৭।

এ দিকে জি–৭ সম্মেলন থেকে তড়িঘড়ি করে দেশে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হোয়াইট হাউসের ‘সিচুয়েশন রুমে’ নিজের জাতীয় নিরাপত্তা দলের সদস্যদের নিয়ে একটি জরুরি বৈঠক ডেকেছেন।

একই সঙ্গে ট্রাম্প তেহরানে থাকা সব মার্কিনিদের যত তাড়াতাড়ি সম্ভব ইরান ছাড়ার নির্দেশ দিয়েছেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জি-৭ সম্মেলনে ইউক্রেন সংকট এবং ইসরায়েল-ইরান সংঘাত নিয়ে ঐক্য খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। কারণ ট্রাম্প প্রকাশ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি সমর্থন জানিয়েছেন এবং সেখানে উপস্থিত বহু মিত্র দেশের ওপর শুল্ক আরোপ করেছেন।

একজন মার্কিন কর্মকর্তা জানান, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত কমানোর লক্ষ্যে ট্রাম্পকে একটি খসড়া বিবৃতিতে স্বাক্ষর করার আহ্বান জানানো হলেও তিনি তা করেননি। তারপরও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির জন্য ট্রাম্প উদ্যোগ নিতে পারেন।

গত ১৩ জুন ভোররাত ৩টার দিকে ইরানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি পক্ষে বলা হয়েছে, অদূর ভবিষ্যতে ইসরায়েল ও এর বেসামরিক জনগণের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্রসহ ড্রোন হামলার আশঙ্কা থেকে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় আগাম প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে। ওই হামলা এখনো অব্যাহত রয়েছে। জবাবে ইসরায়েলে পাল্টা হামলা চালাচ্ছে ইরানও।

আজ পঞ্চম দিনে গড়াল ইসরায়েল–ইরান সংঘাত। আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের হামলায় ইরানে এখন পর্যন্ত অন্তত ২২৪ জন নিহত হয়েছে। আর ইসরায়েলে ইরানের হামলায় নিহত হয়েছে অন্তত ২৪ জন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ইউরোপ নিয়ে আরও পড়ুন

কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে ফাঁস হওয়া একটি ফোনালাপকে কেন্দ্র করে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে বরখাস্ত করা হয়েছে।

১ ঘণ্টা আগে

ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতে নিহত ইরানি সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের স্মরণে তেহরানে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে হাজার হাজার শোকহত মানুষের ঢল নেমেছিল।

৩ দিন আগে

ইরানের সাধারণ মানুষকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘মহান ইরানি জাতি ভুয়া জায়নবাদী শাসনের ওপর বিজয় অর্জন করেছে।’

৫ দিন আগে

খামেনির আর্কাইভ অফিসের প্রধান মেহদি ফাজায়েলি স্পষ্ট কোনো উত্তর না দিয়ে বলেন, “আমিও অনেক ফোন কল ও বার্তা পেয়েছি। সবাই দোয়া করছেন, আল্লাহ চাইলে বিজয়ের মুহূর্তে নেতার পাশে আমরা থাকব।”

৫ দিন আগে