গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করছে ইসরায়েল

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
আপডেট : ১০ মার্চ ২০২৫, ১৬: ১৩
Thumbnail image
ফাইল ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ‘অবিলম্বে’ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করবে ইসরায়েল। গতকাল রোববার ইসরায়েলি জ্বালানিমন্ত্রী এলি কোহেন এ ঘোষণা দেন। গাজার অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হামাসের ওপর চাপ সৃষ্টি করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক প্রতিবেদনে এ তথ্য জনিয়েছে জেরুজালেম পোস্ট।

এলি কোহেন বলেন, ‘সব জিম্মিকে বাড়ি ফেরাতে এবং যুদ্ধ শেষে গাজায় যেন হামাস আর না থাকে তা নিশ্চিত করতে আমরা সকল উপায় অবলম্বন করব। ’

গাজায় সকল ত্রাণ সরবরাহ বন্ধ করে দেওয়ার এক সপ্তাহ পর জ্বালানিমন্ত্রী ইলি কোহেনের এই ঘোষণা আসে। গাজায় ২০ লাখেরও বেশি মানুষ বসবাস করে।

রোববার এক ভিডিও বার্তায় কোহেন বলেন, আমরা সব ধরনের উপায় ব্যবহার করব আমাদের বন্দিদের ফিরিয়ে আনতে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার এই সিদ্ধান্ত প্রধানত পানীয় জলের জন্য অপরিহার্য কার্যক্রমকে প্রভাবিত করবে বলে ধারণা করা হচ্ছে। সরকার বলেছে, তারা পানি সরবরাহ বন্ধ করার বিষয়টিও উড়িয়ে দেয়নি।

যুদ্ধের শুরুতেই গাজায় বিদ্যুৎ সরবরাহের বেশিরভাগটাই বন্ধ করে দিয়েছিল ইসরায়েল। যুদ্ধের কারণে গাজার উপকূলীয় এলাকা এবং অবকাঠামো বিপর্যস্ত। ফলে কিছু বিদ্যুৎ সরবরাহের জন্য জেনারেটর ও সৌর প্যানেল ব্যবহার করা হচ্ছে।

ইসরায়েল গাজার সরবরাহ বন্ধ করায় আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখে পড়েছে।

এদিকে সোমবার কাতারে গাজা যুদ্ধবিরতি দীর্ঘায়িত করার বিষয়ে আলোচনা পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে।

ইসরায়েল চায় হামাস প্রথম ধাপের যুদ্ধবিরতি বাড়ানোর জন্য সম্মত হোক। কিন্তু হামাস চায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা হোক। এই আলোচনায় অবশিষ্ট বন্দিদের মুক্তি, ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার এবং স্থায়ী যুদ্ধবিরতি অন্তর্ভুক্ত থাকবে।

ধারণা করা হচ্ছে, হামাসের হাতে বর্তমানে ২৪ জন জীবিত বন্দি রয়েছে, পাশাপাশি আরও ৩৫ জনের মরদেহও তাদের কাছে রয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

মধ্যপ্রাচ্য নিয়ে আরও পড়ুন

উত্তর গাজায় নিজের বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় পরিবারের দশ সদস্যসহ নিহত হন ফিলিস্তিনি ফটোসাংবাদিক ফাতিমা হাসোনা। তবে হাসোনার জীবনের পথ থামিয়ে দিলেও এখনও তার পথ চলা থামানো যায়নি। আগামী মাসে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে তার একটি তথ্যচিত্র।

১০ ঘণ্টা আগে

সৌদিতে ভিসা জালিয়াতির অভিযোগে ৫ শতাধিক মিসরীয় হজযাত্রীকে আটক করা হয়েছে। জেদ্দার কিং আব্দুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের আটক করা হয়। বৈধ হজ ভিসার পরিবর্তে ট্রানজিট এবং ভিজিট ভিসা ব্যবহারের অভিয়োগে শুক্রবার তাদের আটক করা হয়েছে। খবর: গালফ নিউজের

১৪ ঘণ্টা আগে

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের মেদান ইম্বিতে বৃহস্পতিবার রাতে ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। অভিযানে ৫০৬ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১৬৫ জন বাংলাদেশি রয়েছেন বলে জানা গেছে।

১৬ ঘণ্টা আগে

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সহিংসতা নিয়ে বাংলাদেশের মন্তব্য প্রত্যাখ্যান করেছে ভারত। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানিয়েছেন। আজ শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুকে এটি প্রকাশ করা হয়েছে।

১৬ ঘণ্টা আগে