নেতানিয়াহুকে নিয়ে যা বললেন প্রাক্তন গোয়েন্দা প্রধান

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

ইসরায়ইল সিকিউরিটি এজেন্সি (ISA)-এর প্রাক্তন পরিচালক এবং নৌবাহিনীর প্রাক্তন কমান্ডার-ইন-চিফ আমি আয়ালন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে তার শঙ্কার কথা জানিয়েছেন। নেতানিয়াহুকে নিয়ে তিনি বলেন, দেশের নিয়ন্ত্রণ ও ভারসাম্য ব্যবস্থা নষ্ট করার পদক্ষেপের কারণে ইসরায়েল তীব্র রাজনৈতিক সংকটের মুখোমুখি হতে পারে।

এ প্রসঙ্গে ব্রিটিশ ফিনান্সিয়াল টাইমসকে তিনি বলেন, চার বছর পর ইসরাইল কেমন হবে, তা আমি বর্ণনা করতে পারব না। পুরো দেশের সমাজের মধ্যে একটি পরিচয় সংকট রয়েছে। আর এই কারণেই, যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, আমরা এখন যা কিছুর সম্মুখীন হচ্ছি, তা হল একটি অস্তিত্বগত সংকট।

তার মতে, নেতানিয়াহুর সবচেয়ে বিপজ্জনক পদক্ষেপের মধ্যে রয়েছে ইসরাইলি বিচার ব্যবস্থার সংস্কারের পদক্ষেপ, যা বিচারক নিয়োগ সংশ্লিষ্ট বিষয়ে সরকারকে আরও নিয়ন্ত্রণ দেবে।

সেই সঙ্গে আইএসএ পরিচালক রোনেন বারকে দ্রুত বরখাস্ত করা এবং নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী তদন্তের মধ্যে অ্যাটর্নি জেনারেল গালি বাহারভ-মিয়ারাকে প্রতিস্থাপনের জন্য একটি প্রক্রিয়া চালু করার কথাও উল্লেখ করেন আয়ালন।

আইএসএ'র প্রাক্তন পরিচালক বিশ্বাস করেন, নেতানিয়েহু তার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য গাজা যুদ্ধকে কাজে লাগানোর লক্ষ্যে কাজ করছেন। কারণ তিনি বুঝতে পারেন, শান্তি প্রতিষ্ঠিত হলে তার ডানপন্থী জোট সরকার ভেঙে পড়বে।

উল্লেখ্য, গত ১৮ মার্চ থেকে ইসরাইলি বাহিনী গাজায় পুনরায় আগ্রাসন শুরু করে নৃশংসভাবে গণহত্যা সংঘটিত করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

মধ্যপ্রাচ্য নিয়ে আরও পড়ুন

জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর থেকেই ভারত ও পাকিস্তান সম্পর্ক তলানিতে পৌঁছার পাশপাশি বিরাজ করছে উভয় দেশের মধ্যে চরম উত্তেজনা। এমনকি এ উত্তেজনা এখন সামরিক সংঘাতে রূপ নিতে পারে বলেও আশঙ্কা রয়েছে।

১৪ ঘণ্টা আগে

কিম জং উনের আদেশে ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ায় সেনা পাঠানো হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানায়, ওই সেনারা ইউক্রেনের দখলে থাকা রাশিয়ার ভূখণ্ড কুরস্ক পুনরুদ্ধারে সহায়তা করেছে। তাদেরকে বীর বলেও আখ্যায়িত করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

১৬ ঘণ্টা আগে

চীন রোববার পাকিস্তানের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছে এবং উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।

১৬ ঘণ্টা আগে

সোমালি অঞ্চলের পুন্টল্যান্ডে একটি সামরিক রাডার স্থাপন করেছে সংযুক্ত আরব আমিরাত। রোববার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে লন্ডন-ভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।

১৬ ঘণ্টা আগে