ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৯১

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

দখলদার ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় শনিবার (২৭ সেপ্টেম্বর) একদিনে আরও ৯১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা অ্যারাবিক। এই নিহতদের মধ্যে ৪৮ জনই গাজা সিটির বাসিন্দা, যাদের মধ্যে ছয়জন ত্রাণ নেওয়ার সময় মারা যান।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দখলদার ইসরায়েল মধ্য গাজার সারায়া এলাকায় বেসামরিক মানুষের ওপর বোমাবর্ষণ করেছে। ফিলিস্তিনে প্রতিদিন প্রায় ১০০ মানুষ নিহত হলেও, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হুমকি দিয়েছেন যে, সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত গাজায় তারা যুদ্ধ থামাবেন না। একইসঙ্গে, তিনি গাজায় বর্বরতা বাড়ানোরও হুমকি দিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধবিরতি নিয়ে একটি পরিকল্পনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের কাছে ট্রাম্প বলেন, ‘গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে বলে মনে হচ্ছে।’ তবে তিনি চুক্তির বিষয়বস্তু বা সময়সূচির কোনো বিবরণ দেননি।

তবে আল জাজিরার সঙ্গে কথা বলা এক নাম প্রকাশে অনিচ্ছুক হামাস কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, ফিলিস্তিনি গোষ্ঠীটিকে এখন পর্যন্ত কোনো যুদ্ধবিরতির পরিকল্পনা উপস্থাপন করা হয়নি। ট্রাম্পের মন্তব্যের বিষয়ে ইসরায়েল এখনো কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া জানায়নি। ট্রাম্প আগামী সোমবার (২৯ সেপ্টেম্বর) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করার কথা রয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের এই যুদ্ধে এ পর্যন্ত গাজায় কমপক্ষে ৬৫ হাজার ৫৪৯ জন নিহত ও ১ লাখ ৬৭ হাজার ৫১৮ জন আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, আরও হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের হামলায় ইসরায়েলে মোট ১ হাজার ১৩৯ জন নিহত ও প্রায় ২০০ জনকে বন্দি করা হয়েছিল।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

মধ্যপ্রাচ্য নিয়ে আরও পড়ুন

দুবাইতে ‘এন্ডিউরেন্স’মোটর রেসিংয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের মোটর রেসার অভিক আনোয়ার। অভিক আনোয়ারের সঙ্গে আরও তিনজন ক্রু (পিট ক্রু) ছিলেন এবং গাড়িতে ড্রাইভার হিসেবে অভিক আনোয়ার একাই ছিলেন। অতিরিক্ত পয়েন্ট সংগ্রহ করে অভিক আনোয়ার ও তাঁর দল গালফ প্রো চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান অর্জন করেন।

২ দিন আগে

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকরের পর ওড়িশা রাজ্যে নতুন করে ৩৫ জন বাংলাদেশি অভিবাসী ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। ভারতীয় দৈনিক দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে।

২ দিন আগে

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের এক পরীক্ষা কেন্দ্রে বন্দুকধারীর হামলায় দুইজন নিহত ও আটজন গুরুতর আহত হয়েছেন। হামলাকারী এখনও আটক হয়নি।

৩ দিন আগে

ওমান উপসাগরে ছয় মিলিয়ন লিটার চোরাচালানকৃত ডিজেল বহনকারী একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে ইরান। জাহাজটিতে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার মোট ১৮ জন নাবিক রয়েছেন বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।

৪ দিন আগে