গাজা পুনরুদ্ধারে কয়েক দশকের সাথে ৭০ বিলিয়ন ডলার লাগবে : জাতিসংঘ

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) জানিয়েছেন দুই বছরের ইসরায়েলি গণহত্যামূলক যুদ্ধের পর গাজা পুনর্গঠনে প্রয়োজন অন্তত ৭০ বিলিয়ন ডলার । এছাড়া যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ড সম্পূর্ণভাবে ঘুরে দাঁড়াতে সময় লাগতে পারে একাধিক দশক ।

জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন (ইউ) এবং বিশ্বব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, গাজা পুনর্গঠনে বিপুল পরিমাণ অর্থ প্রয়োজন হবে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে এই হিসাব প্রকাশ করা হয়। এই হিসাব গত ফেব্রুয়ারির ৫৩ বিলিয়ন ডলারের অনুমান থেকে অনেক বেশি।

সম্প্রতি গাজা যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে ইসরায়েলি বোমা হামলা বন্ধ হয়েছে। এই হামলায় এখন পর্যন্ত ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। গাজার বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার প্রায় ৯০ শতাংশ মানুষ বাস্তুচ্যুত। চিকিৎসা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। ঘরবাড়ি এবং অবকাঠামো চূর্ণবিচূর্ণ, কৃষিজমি ধ্বংস এবং খাদ্যসংকট তীব্র আকার ধারণ করেছে।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বিশেষ প্রতিনিধি জ্যাকো সিলার্স জানান, ‘গাজা জুড়ে আনুমানিক ৫৫ মিলিয়ন টন ধ্বংসাবশেষ রয়েছে। এই পরিমাণ ধ্বংসাবশেষ নিউইয়র্কের সেন্ট্রাল পার্কজুড়ে ৪০ ফুট উচ্চতায় স্তূপ করা সম্ভব বা মিশরের গিজায় ১৩টি বৃহৎ পিরামিড তৈরির জন্য যথেষ্ট।’

তিনি বলেন, আগামী তিন বছরের জন্য প্রাথমিকভাবে ২০ বিলিয়ন ডলার প্রয়োজন হবে। বাকি অর্থ সময়ের সঙ্গে সঙ্গে প্রয়োজন হবে। এটি কয়েক দশক জুড়ে চলতে পারে।

জাতিসংঘের স্যাটেলাইট সেন্টার (ইউএনওএসএটি) অনুযায়ী, শুধুমাত্র গাজা শহরে প্রায় ৮৩ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউএনডিপি এখন পর্যন্ত গাজা থেকে ৮১ হাজার টন ধ্বংসাবশেষ পরিষ্কার করেছে বলে জানিয়েছে।

জ্যাকো সিলার্স আরও জানান, আরব বিশ্ব, ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের মতো দাতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। যদিও নির্দিষ্ট করে কোনো নাম উল্লেখ করেননি।

অন্যদিকে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, গাজা পুনর্গঠনের জন্য উপসাগরীয় দেশ, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর সমর্থন চাইবেন তিনি।

মিশরের শারম এল-শেখ থেকে ফেরার পথে সাংবাদিকদের তিনি বলেন, তার সরকার মানবিক সহায়তা ও পুনর্গঠন নিয়ে কাজ করছে, পাশাপাশি গাজায় কনটেইনার ঘর পাঠানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিশ্ব নিয়ে আরও পড়ুন

দুবাইতে ‘এন্ডিউরেন্স’মোটর রেসিংয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের মোটর রেসার অভিক আনোয়ার। অভিক আনোয়ারের সঙ্গে আরও তিনজন ক্রু (পিট ক্রু) ছিলেন এবং গাড়িতে ড্রাইভার হিসেবে অভিক আনোয়ার একাই ছিলেন। অতিরিক্ত পয়েন্ট সংগ্রহ করে অভিক আনোয়ার ও তাঁর দল গালফ প্রো চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান অর্জন করেন।

২ দিন আগে

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকরের পর ওড়িশা রাজ্যে নতুন করে ৩৫ জন বাংলাদেশি অভিবাসী ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। ভারতীয় দৈনিক দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে।

২ দিন আগে

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের এক পরীক্ষা কেন্দ্রে বন্দুকধারীর হামলায় দুইজন নিহত ও আটজন গুরুতর আহত হয়েছেন। হামলাকারী এখনও আটক হয়নি।

৩ দিন আগে

ওমান উপসাগরে ছয় মিলিয়ন লিটার চোরাচালানকৃত ডিজেল বহনকারী একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে ইরান। জাহাজটিতে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার মোট ১৮ জন নাবিক রয়েছেন বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।

৪ দিন আগে