গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের চুক্তি স্বাগত জানালো জাতিসংঘ

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ১৩: ৩৩
Thumbnail image
ছবি: সংগৃহীত

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসগাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে গুতেরেস বলেন, ‘গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের বিষয়ে ঘোষিত চুক্তিকে স্বাগত জানাই। এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের ভিত্তিতে সম্পন্ন হয়েছে।’

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন, ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজা চুক্তির প্রথম ধাপে সই করেছে।

গুতেরেস বলেন, ‘যুক্তরাষ্ট্র, কাতার, মিসর ও তুরস্কের কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এই বহু প্রতীক্ষিত অগ্রগতি সম্ভব হয়েছে। আমি সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছি, চুক্তির শর্তাবলি পুরোপুরি মেনে চলতে।’

জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ‘সব বন্দিকে মর্যাদার সঙ্গে মুক্তি দিতে হবে এবং একটি স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে। যুদ্ধ এখনই এবং চিরতরে থামাতে হবে। গাজায় মানবিক সহায়তা ও বাণিজ্যিক পণ্য প্রবেশে অবাধ সুযোগ দিতে হবে। এই অবর্ণনীয় কষ্টের অবসান ঘটাতে হবে।’

গুতেরেস জানান, জাতিসংঘ এই চুক্তি বাস্তবায়নে পূর্ণ সহায়তা দেবে এবং গাজায় টেকসই মানবিক সহায়তা, পুনরুদ্ধার ও পুনর্গঠন কার্যক্রম আরও জোরদার করবে।

তিনি বলেন, ‘এ মুহূর্তটি কাজে লাগিয়ে রাজনৈতিক সমাধানের পথে এগিয়ে যেতে হবে—যা দখলদারিত্বের অবসান ঘটাবে, ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকৃতি দেবে এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের শান্তি ও নিরাপত্তায় বসবাসের সুযোগ সৃষ্টি করবে।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিশ্ব নিয়ে আরও পড়ুন

সৌদি আরবে এক ফিটনেস স্টুডিওতে নারীরা আরবি সুরে বেলি ড্যান্স অনুশীলন করছেন, যা এখনও সমাজে গোপনীয়তা ও সংশয়ের বিষয়

২০ ঘণ্টা আগে

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাতের জন্য প্রস্তুত আছেন। তবে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে রাশিয়ার স্বার্থকে বিবেচনায় নিতে হবে। রবিবার (৯ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে

৩ দিন আগে

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানান, আফগানিস্তানের সঙ্গে আলোচনা স্থগিত হয়েছে এবং নতুন তারিখ বা সময়সূচিও এখনো নির্ধারিত হয়নি। জিও নিউজ ও ডন এর খবরের মাধ্যমে জিানা যায়

৪ দিন আগে

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতে, নিউইয়র্কে বামপন্থী জোহরান মামদানির মেয়র নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্র সার্বভৌমত্ব হারিয়েছে

৬ দিন আগে