গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের চুক্তি স্বাগত জানালো জাতিসংঘ

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ১৩: ৩৩
Thumbnail image
ছবি: সংগৃহীত

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসগাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে গুতেরেস বলেন, ‘গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের বিষয়ে ঘোষিত চুক্তিকে স্বাগত জানাই। এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের ভিত্তিতে সম্পন্ন হয়েছে।’

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন, ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজা চুক্তির প্রথম ধাপে সই করেছে।

গুতেরেস বলেন, ‘যুক্তরাষ্ট্র, কাতার, মিসর ও তুরস্কের কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এই বহু প্রতীক্ষিত অগ্রগতি সম্ভব হয়েছে। আমি সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছি, চুক্তির শর্তাবলি পুরোপুরি মেনে চলতে।’

জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ‘সব বন্দিকে মর্যাদার সঙ্গে মুক্তি দিতে হবে এবং একটি স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে। যুদ্ধ এখনই এবং চিরতরে থামাতে হবে। গাজায় মানবিক সহায়তা ও বাণিজ্যিক পণ্য প্রবেশে অবাধ সুযোগ দিতে হবে। এই অবর্ণনীয় কষ্টের অবসান ঘটাতে হবে।’

গুতেরেস জানান, জাতিসংঘ এই চুক্তি বাস্তবায়নে পূর্ণ সহায়তা দেবে এবং গাজায় টেকসই মানবিক সহায়তা, পুনরুদ্ধার ও পুনর্গঠন কার্যক্রম আরও জোরদার করবে।

তিনি বলেন, ‘এ মুহূর্তটি কাজে লাগিয়ে রাজনৈতিক সমাধানের পথে এগিয়ে যেতে হবে—যা দখলদারিত্বের অবসান ঘটাবে, ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকৃতি দেবে এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের শান্তি ও নিরাপত্তায় বসবাসের সুযোগ সৃষ্টি করবে।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিশ্ব নিয়ে আরও পড়ুন

বিতর্কের সূত্রপাত হয় যখন কংগ্রেস নেতা বিদ্যু ভূষণ দাস কংগ্রেস সেবা দলের এক সভায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গেয়ে শোনান। গানটি ১৯০৫ সালে বৃটিশ আমলে বঙ্গভঙ্গের বিরোধিতায় স্বদেশি আন্দোলনের সময় লেখা হয়েছিল এবং ১৯৭১ সালে বাংলাদেশ এটি জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করে

২১ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (২৯ অক্টোবর) রাতে ঘোষণা করেছেন, দেশটি আবার পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করছে

১ দিন আগে

৮০ থেকে ৯০ শতাংশ বাড়ির ছাদ উড়ে গেছে এবং সরকারি স্থাপনাগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। হাইতিতে ভয়াবহ বন্যায় আরও ২০ জন নিহত হয়েছেন, তাদের মধ্যে ১০ জন শিশু

১ দিন আগে

অস্ত্রবিরতি পুনরায় কার্যকর করার দাবি জানিয়েও নতুন করে গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার সন্ধ্যায় উত্তর গাজার বেইত লাহিয়ায় চালানো ওই হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে আল-শিফা হাসপাতাল কর্তৃপক্ষ

১ দিন আগে