মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের মানবেতর জীবন

পাসপোর্ট নবায়নে জটিলতা

প্রতিনিধি
আপডেট : ০৫ মার্চ ২০২৫, ১০: ১১
Thumbnail image
কাজ না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন বাংলাদেশি শ্রমিকরা

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় কাজ না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন বাংলাদেশি শ্রমিকরা। পাসপোর্ট নবায়ন প্রক্রিয়াটি জটিল হওয়ার কারণে দিন দিন বেড়েই চলছে অবৈধ শ্রমিকের সংখ্যা।

দেশটিতে বসবাসরত অসংখ্য বাংলাদেশি শ্রমিক নানা সমস্যায় দিন কাটাচ্ছেন। কাজ না পেয়ে মাসের পর মাস বেকার বসে আছেন। কেউ বা কাজ করেও বেতন পাচ্ছেন না সময়মতো। এ ছাড়া অনেকে আবার সময়মতো পাসপোর্ট নবায়ন করতে না পেরে অবৈধ তালিকায় নাম লেখাচ্ছেন।

দেশটিতে থাকা অন্যান্য দেশের নাগরিকরা খুব সহজে পাসপোর্ট নবায়ন করতে পারলেও বাংলাদেশি নাগরিকদের চিত্র পুরোটাই উল্টো।

বাংলাদেশিদের পাসপোর্ট নবায়ন করে হাতে পেতে সময় লেগে যায় সাত থেকে আট মাস।

এর ফলে বৈধ শ্রমিকও অবৈধ হয়ে পড়ছেন। ভালো কাজ থাকা সত্ত্বেও হারাতে হচ্ছে কাজের জায়গা। অন্যদিকে একটি ভালো কাজ খুঁজে পেতে মাসের পর মাস বসে থাকেত হচ্ছে।

তথ্যানুসন্ধানে জানা যায়, ২০২২ সালের কলিং ভিসায় মালয়েশিয়ায় গিয়ে হাজার হাজার বাংলাদেশি কাজ পাননি। কাজ না পেয়ে তারা এখন মানবেতর দিন কাটাচ্ছেন। কেউ কেউ দেশ থেকে টাকা এনে খাচ্ছেন। দেশে ফিরতে বিমান টিকিট ক্রয়ের জন্য পরিবারের কাছে হাত পাতছেন। টাকা না পেয়ে অপেক্ষার প্রহর লম্বা হচ্ছে।

এদিকে মালয়েশিয়ায় নেই পর্যাপ্ত কাজ, তার ওপর আবার অবৈধ বাংলাদেশিদের সংখ্যা প্রায় তিন লাখ। সংশ্লিষ্টরা বলছেন, আগামীতে কাজের সন্ধানে যারা মালয়েশিয়া আসার কথা ভাবছেন, তারা অবশ্যই দেশটিতে যাওয়ার আগে কোম্পানি সম্পর্কে সঠিক তথ্য যাচাই-বাছাই করে মালেশিয়ায় যাবেন। তা না হলে সঙ্গী হতে পারে এক দুর্বিষহ জীবন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

এশিয়া নিয়ে আরও পড়ুন

দুবাইতে ‘এন্ডিউরেন্স’মোটর রেসিংয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের মোটর রেসার অভিক আনোয়ার। অভিক আনোয়ারের সঙ্গে আরও তিনজন ক্রু (পিট ক্রু) ছিলেন এবং গাড়িতে ড্রাইভার হিসেবে অভিক আনোয়ার একাই ছিলেন। অতিরিক্ত পয়েন্ট সংগ্রহ করে অভিক আনোয়ার ও তাঁর দল গালফ প্রো চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান অর্জন করেন।

২ দিন আগে

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকরের পর ওড়িশা রাজ্যে নতুন করে ৩৫ জন বাংলাদেশি অভিবাসী ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। ভারতীয় দৈনিক দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে।

২ দিন আগে

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের এক পরীক্ষা কেন্দ্রে বন্দুকধারীর হামলায় দুইজন নিহত ও আটজন গুরুতর আহত হয়েছেন। হামলাকারী এখনও আটক হয়নি।

৩ দিন আগে

ওমান উপসাগরে ছয় মিলিয়ন লিটার চোরাচালানকৃত ডিজেল বহনকারী একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে ইরান। জাহাজটিতে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার মোট ১৮ জন নাবিক রয়েছেন বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।

৪ দিন আগে