বেইজিং-এ বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
ছবি: প্রতিনিধি

চীনে বর্ণাঢ্য আয়োজনে, বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। এই অনুষ্ঠানে দুই দেশের মধ্যকার গভীর বন্ধুত্ব ও কৌশলগত সহযোগিতার সম্পর্ককে আরও সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

এই অনুষ্ঠানটি বাংলাদেশ দূতাবাস, বেইজিং-এর আয়োজনে ও চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজ-এর সহযোগিতায় স্থানীয় একটি হোটেলে আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চীনের ১৪তম ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লুওসাং জিয়াংছুন।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজ-এর ভাইস-প্রেসিডেন্ট লু সিয়াংদং, সহকারী পররাষ্ট্র মন্ত্রী লিউ বিন এবং মেজর জেনারেল জাং বাওছুন সহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও, অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, চীনা সরকারি কর্মকর্তা, প্রাক্তন রাষ্ট্রদূত, ব্যবসায়ী, শিক্ষাবিদ, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে স্মারক খাম ও বিশেষ ম্যাগাজিন প্রকাশ করা হয়। এছাড়া, বিশিষ্ট অতিথিরা আনুষ্ঠানিকভাবে কেক কেটে এই ঐতিহাসিক মুহূর্তটি উদযাপন করেন।

বাংলাদেশে নিযুক্ত চীনের একজন প্রাক্তন রাষ্ট্রদূতসহ মোট তিনজন বিশিষ্ট চীনা নাগরিক ও দুইটি প্রতিষ্ঠানকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়।

সাংস্কৃতিক পর্বে বাংলাদেশের শিল্পী ইমন চৌধুরী ও তার দল 'বেঙ্গল সিম্ফনি' এবং 'ডি রকস্টার' তারকা শুভ ও অনি হাসান অংশ নেন। তারা লালন সাঁই, হাসন রাজা, শাহ আব্দুল করিম, আব্বাসউদ্দীন ও আইয়ুব বাচ্চুর গান পরিবেশন করে সকলকে মন্ত্রমুগ্ধ করেন। চীনের শিশু-কিশোররা নৃত্য পরিবেশন করে যা দর্শকদের প্রশংসা কুড়ায়।

অনুষ্ঠানে বাংলাদেশের পর্যটন, বিনিয়োগের সুযোগ ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয় ভিডিওচিত্র ও প্রদর্শনীর মাধ্যমে। অতিথিদের বাংলাদেশি পাটের তৈরি ব্যাগ, ম্যাগাজিন ও পর্যটন বিষয়ক প্রকাশনা উপহার দেওয়া হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিশ্ব নিয়ে আরও পড়ুন

দুবাইতে ‘এন্ডিউরেন্স’মোটর রেসিংয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের মোটর রেসার অভিক আনোয়ার। অভিক আনোয়ারের সঙ্গে আরও তিনজন ক্রু (পিট ক্রু) ছিলেন এবং গাড়িতে ড্রাইভার হিসেবে অভিক আনোয়ার একাই ছিলেন। অতিরিক্ত পয়েন্ট সংগ্রহ করে অভিক আনোয়ার ও তাঁর দল গালফ প্রো চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান অর্জন করেন।

২ দিন আগে

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকরের পর ওড়িশা রাজ্যে নতুন করে ৩৫ জন বাংলাদেশি অভিবাসী ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। ভারতীয় দৈনিক দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে।

২ দিন আগে

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের এক পরীক্ষা কেন্দ্রে বন্দুকধারীর হামলায় দুইজন নিহত ও আটজন গুরুতর আহত হয়েছেন। হামলাকারী এখনও আটক হয়নি।

৩ দিন আগে

ওমান উপসাগরে ছয় মিলিয়ন লিটার চোরাচালানকৃত ডিজেল বহনকারী একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে ইরান। জাহাজটিতে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার মোট ১৮ জন নাবিক রয়েছেন বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।

৪ দিন আগে