পাকিস্তানের ধাওয়া খেয়ে ৪ ভারতীয় রাফায়েল যুদ্ধবিমানের পিছুটান

প্রতিনিধি
নিখাদ বিশ্ব
Thumbnail image

চলমান ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে এবারে অধিকৃত কাশ্মিরের আকাশ থেকে পাকিস্তানের ধাওয়া খেয়ে পালিয়েছে ভারতীয় বিমান বাহিনীর চারটি রাফায়েল যুদ্ধবিমান। বুধবার (৩০ এপ্রিল) পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। জিও নিউজ

সূত্রটি জানিয়েছে, ‘পাকিস্তানি বিমান বাহিনী সময়মতো ও দক্ষতার সাথে পদক্ষেপ নেয়ায় ভারতীয় জেটগুলো পালিয়ে যায়।’ এ সময় পাকিস্তান যেকোনো ভারতীয় আগ্রাসনের জবাব দিতে সর্বদা প্রস্তুত বলেও জানানো হয়।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, পাকিস্তান নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য পেয়েছে, যা থেকে ইঙ্গিত মিলছে যে ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে সামরিক আগ্রাসন চালাতে পারে।

তারার বলেন, ‘পেহেলগাম হামলাকে ঘিরে ভিত্তিহীন অভিযোগ তুলে ভারত পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসন চালাতে চায়। তবে ভারতের যেকোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেয়া হবে।’

তিনি আরো বলেন, ‘পাকিস্তান এই অঞ্চলে ভারতের স্ব-আরোপিত বাদি, বিচারক ও জল্লাদের ভূমিকাকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে। পাকিস্তান নিজেই দুই দশকেরও বেশি সময় ধরে উগ্রবাদের শিকার। আমরা যেকোনো ধরনের উগ্রবাদের তীব্র নিন্দা করি।’

আইএসপিআরের পক্ষ থেকে ভারতীয় উগ্রবাদের প্রমাণ উপস্থাপন

পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী গতকাল এক সংবাদ সম্মেলনে পাকিস্তানে ভারতীয় রাষ্ট্রীয় উগ্রবাদের প্রমাণ তুলে ধরেন।

তিনি বলেন, ‘পেহেলগাম হামলার সাত দিন পেরিয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। বরং ভারত নিজেই উগ্রবাদে জড়িত।’

তিনি জানান, ২৫ এপ্রিল ঝিলামের কাছে একটি বাসস্ট্যান্ড থেকে ভারতীয় প্রশিক্ষিত উগ্রবাদী আব্দুল মাজিদকে গ্রেফতার করা হয়েছে। তার থেকে আড়াই কেজি বিস্ফোরক, একটি ভারতীয় তৈরি ড্রোন এবং ১০ লাখ রুপি উদ্ধার করা হয়েছে।

চৌধুরী বলেন, এই উগ্রবাদীর হ্যান্ডলার একজন ভারতীয় সেনাসদস্য। তাদের কথোপকথনের রেকর্ড উগ্রবাদীর মোবাইলে পাওয়া গেছে। জানা গেছে, তার যোগাযোগ ছিল ভারতের সুবেদার সুখবিন্দরের সাথে।

২২ এপ্রিল অধিকৃত কাশ্মিরের পেহেলগামের একটি পর্যটনকেন্দ্রে গুলিবর্ষণের ঘটনায় ২৬ জন নিহত হন। ঘটনার কয়েক মিনিটের মধ্যেই ভারত কোনো তদন্ত ছাড়াই পাকিস্তানকে দোষারোপ করে। তবে পাকিস্তান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, পেহেলগাম হামলার নিরপেক্ষ তদন্ত হলে তারা পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত।

এদিকে পেহেলগাম হামলার পর উদ্ভূত উত্তেজনার পরিপ্রেক্ষিতে ভারত ও পাকিস্তানকে সংযত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র টিমি ব্রুস এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘কাশ্মির পরিস্থিতি নিয়ে ভারত ও পাকিস্তানের উভয়ের সাথেই আমাদের যোগাযোগ রয়েছে। আমরা চাই না উত্তেজনা আরো বাড়ুক।’

এক প্রশ্নের উত্তরে তিনি জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আজ বা আগামীকাল পাকিস্তান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে কথা বলবেন। এছাড়া অন্যান্য বিশ্বনেতারও এই ইস্যুতে উভয় দেশের সাথে যোগাযোগে উৎসাহিত করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাকিস্তান নিয়ে আরও পড়ুন

বিতর্কের সূত্রপাত হয় যখন কংগ্রেস নেতা বিদ্যু ভূষণ দাস কংগ্রেস সেবা দলের এক সভায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গেয়ে শোনান। গানটি ১৯০৫ সালে বৃটিশ আমলে বঙ্গভঙ্গের বিরোধিতায় স্বদেশি আন্দোলনের সময় লেখা হয়েছিল এবং ১৯৭১ সালে বাংলাদেশ এটি জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করে

২০ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (২৯ অক্টোবর) রাতে ঘোষণা করেছেন, দেশটি আবার পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করছে

২০ ঘণ্টা আগে

৮০ থেকে ৯০ শতাংশ বাড়ির ছাদ উড়ে গেছে এবং সরকারি স্থাপনাগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। হাইতিতে ভয়াবহ বন্যায় আরও ২০ জন নিহত হয়েছেন, তাদের মধ্যে ১০ জন শিশু

২১ ঘণ্টা আগে

অস্ত্রবিরতি পুনরায় কার্যকর করার দাবি জানিয়েও নতুন করে গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার সন্ধ্যায় উত্তর গাজার বেইত লাহিয়ায় চালানো ওই হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে আল-শিফা হাসপাতাল কর্তৃপক্ষ

১ দিন আগে