কোন পথে হাটছে পাকিস্তান

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
ফাইল ছবি

ইসরাইল ইরানের ওপর আক্রমণ বন্ধ না করা পর্যন্ত কোনো পক্ষের সঙ্গে আলোচনা করবে না তেহরান। জার্মানি, যুক্তরাজ্য এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পরে এমনটিই জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

আরাঘচি জানান, আলোচনার টেবিলে সমঝোতা চাইলে পূর্বশর্ত হিসেবে ইসরাইল সরকারকে ইরানের ওপর তার অপরাধ এবং আগ্রাসন বন্ধ করতে হবে। আর তা না হওয়া পর্যন্ত ইরান কোনো পক্ষের সঙ্গে আলোচনা করবে না।

এদিকে ইরান ইসরাইল যুদ্ধকে কেন্দ্র করে নানা নাটকীয়তা শুরু হয়েছে। একের পর এক এ নাটক মঞ্চস্থ করছেন যুক্ত্ররাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ইশারায় এবার নাটকে অংশ্র গ্রহণ করছে পাকিস্তান।

তবে আয়রন ডোমের মতো সুরক্ষিত প্রতিরক্ষা ভেদ করে ইরানের ক্ষেপণাস্ত্রের ধ্বংসযজ্ঞ দেখে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েলিদের মধ্যে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বা প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের মতো রাজনৈতিক নেতারা হম্বিতম্বি করে মাঠ গরম করলেও চুপিসারে দেশ ছাড়ছে অনেক ইসরায়েলি। পলায়নপর ইসরায়েলিদের অন্যতম গন্তব্য পূর্ব দিকে থাকা গ্রিস-নিয়ন্ত্রিত সাইপ্রাস।

পাকিস্তান সরকার ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি ভারত-পাকিস্তান সংকটকালে তাঁর ‘নির্ণায়ক কূটনৈতিক হস্তক্ষেপ ও গুরুত্বপূর্ণ নেতৃত্বের’ স্বীকৃতি হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

পাকিস্তান সরকারের মতে, ট্রাম্প ‘একটি দ্রুত অবনতিশীল পরিস্থিতিতে হস্তক্ষেপ করে যুদ্ধবিরতি নিশ্চিত করেছেন এবং দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মধ্যে বড় ধরনের সংঘাত এড়াতে সক্ষম হয়েছেন, যা গোটা অঞ্চল ও তার বাইরেও কোটি কোটি মানুষের জন্য বিপর্যয় ডেকে আনতে পারত।’

পাকিস্তান সরকারের ভাষ্য অনুযায়ী, ‘দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি তখনই সম্ভব, যখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জম্মু ও কাশ্মীর সংক্রান্ত প্রস্তাবগুলো বাস্তবায়ন হবে।’ পোস্টে আরও বলা হয়েছে, ২০২৫ সালে ভারত-পাকিস্তান সংকটকালে ট্রাম্পের নেতৃত্ব ‘তাঁর বাস্তবধর্মী কূটনীতি ও কার্যকর শান্তি-প্রচেষ্টার উত্তরাধিকারকে’ স্পষ্টভাবে তুলে ধরে।

পোস্টের শেষে বলা হয়, মধ্যপ্রাচ্যে গাজা সংকট এবং ইরানকে ঘিরে চলমান উত্তেজনাসহ বৈশ্বিক সংকট মোকাবিলায় প্রেসিডেন্ট ট্রাম্পের ‘নিষ্ঠাবান প্রচেষ্টা’ ভবিষ্যতেও আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতায় অবদান রাখবে বলে পাকিস্তান আশা করে।

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর সাবেক পরিচালক লিওন প্যানেটা বলেছেন, দুই দশক আগে ইরাকে হামলা করে যুক্তরাষ্ট্র ‘ভয়ংকর ভুল’ করেছিল। এখন ইরানে আক্রমণ করলে যুক্তরাষ্ট্র আরেকটির ‘ভয়ংকর ভুল’ করে বসবে। জড়িয়ে পড়বে একটি আঞ্চলিক যুদ্ধে। প্যানেটা, এক সময় প্রতিরক্ষা মন্ত্রীও ছিলেন। তিনি সতর্ক করে দিয়েছেন, ইরান পাল্টা জবাব দিতে বাধ্য।

চলমান সংঘাতের মধ্যেই ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পর্কিত ৫৪ জন গুপ্তচরকে গ্রেফতার করেছে ইরান। শনিবার (২১ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু। গ্রেফতারকৃত ব্যক্তিরা ‘শত্রুর পক্ষ নিয়ে তথ্য সংগ্রহ, রাষ্ট্রবিরোধী প্রচারণা, মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার’ অভিযোগে অভিযুক্ত।

এদিকে গাজা উপত্যকায় খাদ্য ও ত্রাণ নিতে গিয়ে ইসরাইলের একের পর এক বিমান ও স্থল অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাকিস্তান নিয়ে আরও পড়ুন

হুতি শীর্ষ নেতা মাহদি আল-মাশাত এক ভিডিও বার্তায় বলেন, ‘আমরা প্রতিশোধ নেবো। আমাদের ক্ষতের গভীর থেকে আমরা বিজয় গড়ে তুলব।’

৪ ঘণ্টা আগে

অনুষ্ঠানে প্রবাসী নেতৃবৃন্দ ফেনী প্রবাসী ফোরামের ঐক্য ও ভ্রাতৃত্ব সুদৃঢ় করার আহ্বান জানান এবং প্রবাসীদের কল্যাণে সংগঠনের ভূমিকা আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন

৬ ঘণ্টা আগে

আগস্টের শুরু থেকে ইসরায়েলি সেনারা টানা হামলা চালাচ্ছে গাজা নগরীতে। শহর দখল ও প্রায় ১০ লাখ মানুষকে বাস্তুচ্যুত করার লক্ষ্যেই এই অভিযান— এমন আশঙ্কা জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ)

৬ ঘণ্টা আগে

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মূল্যায়ন হচ্ছে, প্রধানমন্ত্রীসহ হুতি মন্ত্রিসভার অন্য ১২ জন মন্ত্রী বৃহস্পতিবারের (২৮ আগস্ট) হামলায় নিহত হয়েছেন

৮ ঘণ্টা আগে