নিখাদ খবর ডেস্ক

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এক সাক্ষাৎকারে বলেন, যুদ্ধবিরতি কার্যকর থাকবে কি না, তা নির্ভর করছে তালেবানের ওপর—তারা পাকিস্তানে হামলা চালানো সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম কি না।
সাম্প্রতিক সময়ে দুই দেশের সীমান্তে টানা সংঘর্ষ ও প্রাণহানির পর কাতারের রাজধানী দোহায় একটি সমঝোতায় পৌঁছায় ইসলামাবাদ ও কাবুল। এই প্রেক্ষাপটেই মঙ্গলবার (২১ অক্টোবর)
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ বলেছেন, আফগানিস্তান থেকে যদি কোনো হামলা বা অনুপ্রবেশ ঘটে, সেটি যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। সবকিছুই এই একটি শর্তের ওপর নির্ভর করছে।
তিনি বলেন, আফগানিস্তান থেকে পরিচালিত সন্ত্রাসী হামলা বন্ধে ব্যর্থ হলে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যেতে পারে।
তিনি জানান, পাকিস্তান, আফগানিস্তান, তুরস্ক এবং কাতারের অংশগ্রহণে স্বাক্ষরিত এই লিখিত চুক্তিতে পরিষ্কার বলা হয়েছে—কোনো পক্ষ সীমান্ত অতিক্রম করতে পারবে না। প্রতিরক্ষামন্ত্রী বলেন, “যতক্ষণ না চুক্তি লঙ্ঘন হয়, ততক্ষণ যুদ্ধবিরতি বহাল থাকবে।”
আসিফ অভিযোগ করেন, আফগানিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) পাকিস্তানে হামলা চালাচ্ছে এবং এতে আফগান তালেবানের “নীরব সমর্থন” রয়েছে।
তবে এই অভিযোগ অস্বীকার করেছে কাবুল। আফগান তালেবান বলছে, তারা পাকিস্তানের বিরুদ্ধে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে না। বরং ইসলামাবাদ আফগানিস্তান নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে এবং নিজ ভূখণ্ডেই সন্ত্রাসীদের লালন করছে।
তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, দোহা বৈঠকে দুই দেশ সম্মত হয়েছে যে, তারা একে অপরের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক পদক্ষেপ নেবে না এবং কোনো পাকিস্তানবিরোধী গোষ্ঠীকে সমর্থনও করবে না।
পাক প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, যুদ্ধবিরতির বাস্তবায়ন নিয়ে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে ২৫ অক্টোবর, তুরস্কের ইস্তাম্বুলে।
২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত সন্ত্রাসী হামলায় ৩১১ সেনা সদস্যসহ মোট ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যার বেশিরভাগ হামলার জন্য দায়ী টিটিপি।
এ দিকে আফগান তালেবান শুধু পাকিস্তানের অভিযোগ অস্বীকার করেনি, বরং সম্প্রতি একটি যৌথ বিবৃতিতে কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে উল্লেখ করে, যা ইসলামাবাদকে ক্ষুব্ধ করে তোলে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এক সাক্ষাৎকারে বলেন, যুদ্ধবিরতি কার্যকর থাকবে কি না, তা নির্ভর করছে তালেবানের ওপর—তারা পাকিস্তানে হামলা চালানো সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম কি না।
সাম্প্রতিক সময়ে দুই দেশের সীমান্তে টানা সংঘর্ষ ও প্রাণহানির পর কাতারের রাজধানী দোহায় একটি সমঝোতায় পৌঁছায় ইসলামাবাদ ও কাবুল। এই প্রেক্ষাপটেই মঙ্গলবার (২১ অক্টোবর)
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ বলেছেন, আফগানিস্তান থেকে যদি কোনো হামলা বা অনুপ্রবেশ ঘটে, সেটি যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। সবকিছুই এই একটি শর্তের ওপর নির্ভর করছে।
তিনি বলেন, আফগানিস্তান থেকে পরিচালিত সন্ত্রাসী হামলা বন্ধে ব্যর্থ হলে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যেতে পারে।
তিনি জানান, পাকিস্তান, আফগানিস্তান, তুরস্ক এবং কাতারের অংশগ্রহণে স্বাক্ষরিত এই লিখিত চুক্তিতে পরিষ্কার বলা হয়েছে—কোনো পক্ষ সীমান্ত অতিক্রম করতে পারবে না। প্রতিরক্ষামন্ত্রী বলেন, “যতক্ষণ না চুক্তি লঙ্ঘন হয়, ততক্ষণ যুদ্ধবিরতি বহাল থাকবে।”
আসিফ অভিযোগ করেন, আফগানিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) পাকিস্তানে হামলা চালাচ্ছে এবং এতে আফগান তালেবানের “নীরব সমর্থন” রয়েছে।
তবে এই অভিযোগ অস্বীকার করেছে কাবুল। আফগান তালেবান বলছে, তারা পাকিস্তানের বিরুদ্ধে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে না। বরং ইসলামাবাদ আফগানিস্তান নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে এবং নিজ ভূখণ্ডেই সন্ত্রাসীদের লালন করছে।
তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, দোহা বৈঠকে দুই দেশ সম্মত হয়েছে যে, তারা একে অপরের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক পদক্ষেপ নেবে না এবং কোনো পাকিস্তানবিরোধী গোষ্ঠীকে সমর্থনও করবে না।
পাক প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, যুদ্ধবিরতির বাস্তবায়ন নিয়ে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে ২৫ অক্টোবর, তুরস্কের ইস্তাম্বুলে।
২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত সন্ত্রাসী হামলায় ৩১১ সেনা সদস্যসহ মোট ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যার বেশিরভাগ হামলার জন্য দায়ী টিটিপি।
এ দিকে আফগান তালেবান শুধু পাকিস্তানের অভিযোগ অস্বীকার করেনি, বরং সম্প্রতি একটি যৌথ বিবৃতিতে কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে উল্লেখ করে, যা ইসলামাবাদকে ক্ষুব্ধ করে তোলে।

দুবাইতে ‘এন্ডিউরেন্স’মোটর রেসিংয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের মোটর রেসার অভিক আনোয়ার। অভিক আনোয়ারের সঙ্গে আরও তিনজন ক্রু (পিট ক্রু) ছিলেন এবং গাড়িতে ড্রাইভার হিসেবে অভিক আনোয়ার একাই ছিলেন। অতিরিক্ত পয়েন্ট সংগ্রহ করে অভিক আনোয়ার ও তাঁর দল গালফ প্রো চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান অর্জন করেন।
১৩ ঘণ্টা আগে
ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকরের পর ওড়িশা রাজ্যে নতুন করে ৩৫ জন বাংলাদেশি অভিবাসী ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। ভারতীয় দৈনিক দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে।
১৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের এক পরীক্ষা কেন্দ্রে বন্দুকধারীর হামলায় দুইজন নিহত ও আটজন গুরুতর আহত হয়েছেন। হামলাকারী এখনও আটক হয়নি।
২ দিন আগে
ওমান উপসাগরে ছয় মিলিয়ন লিটার চোরাচালানকৃত ডিজেল বহনকারী একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে ইরান। জাহাজটিতে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার মোট ১৮ জন নাবিক রয়েছেন বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।
৩ দিন আগেদুবাইতে ‘এন্ডিউরেন্স’মোটর রেসিংয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের মোটর রেসার অভিক আনোয়ার। অভিক আনোয়ারের সঙ্গে আরও তিনজন ক্রু (পিট ক্রু) ছিলেন এবং গাড়িতে ড্রাইভার হিসেবে অভিক আনোয়ার একাই ছিলেন। অতিরিক্ত পয়েন্ট সংগ্রহ করে অভিক আনোয়ার ও তাঁর দল গালফ প্রো চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান অর্জন করেন।
ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকরের পর ওড়িশা রাজ্যে নতুন করে ৩৫ জন বাংলাদেশি অভিবাসী ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। ভারতীয় দৈনিক দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের এক পরীক্ষা কেন্দ্রে বন্দুকধারীর হামলায় দুইজন নিহত ও আটজন গুরুতর আহত হয়েছেন। হামলাকারী এখনও আটক হয়নি।
ওমান উপসাগরে ছয় মিলিয়ন লিটার চোরাচালানকৃত ডিজেল বহনকারী একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে ইরান। জাহাজটিতে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার মোট ১৮ জন নাবিক রয়েছেন বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।