ওয়াশিংটনে নেতানিয়াহু, কী আলোচনা হবে ট্রাম্পের সঙ্গে

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে ওয়াশিংটনে পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন ব্লেয়ার হাউসে নেতানিয়াহুকে স্বাগত জানানো হয়।

সোমবার(০৩ ফেব্রুয়ারি) দেশটির সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ও ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট এ খবর জানিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যমটি জানায়, প্রথম বিদেশি নেতা হিসেবে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে স্থানীয় সময় রবিবার বিকেলে ওয়াশিংটনে পৌঁছান নেতানিয়াহু। এই সপ্তাহে তিনি মধ্যপ্রাচ্যের জন্য এক গুরুত্বপূর্ণ মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

নেতানিয়াহুর বিমান অবতরণের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ বৈঠক যা ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে গভীর জোটকে শক্তিশালী করবে এবং আমাদের সহযোগিতা আরও বাড়িয়ে তুলবে।

জেরুজালেম পোস্ট জানায়, ওয়াশিংটনে পৌঁছে নেতানিয়াহু ব্লেয়ার হাউসে অবস্থান করছেন। হোয়াইট হাউসে বিশিষ্ট ব্যক্তিদের জন্য ঐতিহাসিক অতিথি ভবন এই ব্লেয়ার হাইস। একইসঙ্গে নেতানিয়াহু এই ব্লেয়ার হাউসে ১৪তম বারের মতো অতিথি হলেন।

ব্লেয়ার হাইসের জেনারেল ম্যানেজার ম্যাথিউ ওয়েন্ডেল নেতানিয়াহুকে ১৬৫১ পেনসিলভানিয়া অ্যাভিনিউতে স্বাগত জানান। ওয়েন্ডেলের মতে, নেতানিয়াহুর চেয়ে বেশিবার কোনো বিদেশি নেতা ব্লেয়ার হাইসের অতিথি হননি।

এর আগে উইং অব জায়ন বিমানে করে ওয়াশিংটন পৌঁছান নেতানিয়াহু। বিমানে ওঠার আগে নেতানিয়াহু বলেন, এবারের বৈঠকে ইসরায়েল ও এই অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে।

বৈঠকের বিস্তারিত

সোমবার ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকে গাজার যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা হবে।

এরপর মঙ্গলবার ট্রাম্পের সঙ্গে বসবেন নেতানিয়াহু; যার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত।

এক কূটনীতিক সূত্র জানান, পরবর্তী আলোচনায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন উইটকফ।

সূত্র জানান, গাজা প্রসঙ্গে সব আলোচনা ও দরকষাকষিতে বাইডেন প্রশাসনের মতো পরোক্ষ ভূমিকা রাখবে না বর্তমান প্রশাসন। আগের প্রশাসন সবকিছুর ওপর নজর রাখতো, আলোচনায় পৃষ্ঠপোষকের ভূমিকা রাখত, কিন্তু কোনো কিছু বাস্তবায়ন করতে পারত না।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ফিলিস্তিন-ইসরায়েল সংকট নিয়ে আরও পড়ুন

২২ বছর বয়সী মোহাম্মদ আজিমের বিয়ে নির্ধারিত ছিল শামলি জেলার ২১ বছর বয়সী মানতাশার সঙ্গে। দিনও চূড়ান্ত ছিল—৩১ মার্চ। সবকিছু পরিকল্পনামতো চললেও আচমকা মোড় নেয় পরিস্থিতি।

১৬ মিনিট আগে

ইরানের পারমাণবিক শক্তি অর্জনের প্রচেষ্টা যেন পশ্চিমাদের ঘুম হারাম করে দিয়েছে। একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে আটকানোর চেষ্টা করা হয়েছে। এরপরও যখন ইরানের সামরিক কর্মকর্তারা পারমাণবিক অস্ত্র অর্জনের ঘোষণা দিয়েছেন, তখন পশ্চিমা মোড়ল যুক্তরাষ্ট্র একটি চুক্তি করতে আহ্বান জানিয়েছে, না হলে আক্রমণ চালানো হবে বলে

২৭ মিনিট আগে

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ ঘিরে যখন অস্থিতিশীল বিশ্ব বাজার আর পাল্টাপাল্টি শুল্ক আরোপে অস্বস্তিতে রয়েছেন দুই দেশের ব্যবসায়ীরা, এমন সময়ে সুখবরের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্যমতে, চীনা পণ্যের ওপর শুল্ক কমাতে চান তিনি।

১৬ ঘণ্টা আগে

সম্প্রতি লোহিত সাগরে লাগাতার হুথি যোদ্ধাদের আক্রমণের শিকার হচ্ছে ইসরায়েলের দোসর দেশগুলোর বাণিজ্যিক জাহাজ। ২০২৩ সালের নভেম্বর থেকে এসব বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরানের মদতপুষ্ট হুথি গোষ্ঠী।

১ দিন আগে