৭ হাজার কর্মী ছাঁটাই করবে জাতিসংঘ

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image

বার্ষিক ৩৭০ কোটি ডলার বাজেটের ২০ শতাংশ কমানোর পরিকল্পনার অংশ হিসেবে প্রায় ৭ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে জাতিসংঘ।

বৃহস্পতিবার এএফপি’র হাতে আসা একটি অভ্যন্তরীণ নথির বরাতে এ তথ্য জানা যায়।

আগামী বছর পহেলা জানুয়ারি থেকে কর্মী ছাঁটাই কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি। মার্কিন মসনদে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের পর মানবিক উন্নয়ন সংস্থাগুলোর বরাদ্দ কমিয়েছে যুক্তরাষ্ট্র।

জাতিসংঘের হিসাব নিয়ন্ত্রক চন্দ্রমৌলি রামানাথন চলতি সপ্তাহে বিভাগীয় প্রধানের উদ্দেশ্যে এক বার্তায় লেখেন, ‘২০২৬ সালের নিয়মিত বাজেট ১৫ থেকে ২০ শতাংশ কমানোর উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছেন মহাসচিব।’ এর মধ্যে সচিবালয়ের মোট পদের ২০ শতাংশ কমিয়ে আনার প্রস্তাবও রয়েছে।

২০২৫ সালের জাতিসংঘ বাজেট মোট ৩৭০ কোটি মার্কিন ডলার।

২০২৩ সালের শেষ নাগাদ জাতিসংঘের সচিবালয়ে প্রায় ৩৫,০০০ জন কর্মী নিয়োজিত ছিল। নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত প্রধান অঙ্গগুলোর একটি এই সচিবালয়। এসব কর্মীদের অধিকাংশ নিউইয়র্কে কর্মরত। তবে জেনেভা, ভিয়েনা এবং নাইরোবিতেও অনেকে কাজ করেন।

গত মার্চ মাসে মহাসচিব আন্তোনিও গুতেরেসের শুরু করা জাতিসংঘের ৮০তম সংস্কার উদ্যোগের আওতায় এই প্রস্তাব আনা হয়েছে। ব্যয় সংকোচন ও কাঠামোগত সংস্কারের মাধ্যমে সংস্থাটির কার্যক্রমকে আরো গতিশীল করাই যার লক্ষ্য।

সম্প্রতি গুতেরেস সতর্ক করে বলেছেন, এই সংস্কার প্রক্রিয়া ‘বেদনাদায়ক’ হতে পারে। সে সময়ই তিনি ২০ শতাংশ পর্যন্ত কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছিলেন।

এএফপির হাতে আসা ২৭ মে তারিখের ওই স্মারকে জাতিসংঘের সব বিভাগীয় প্রধানকে আগামী ১৩ জুনের মধ্যে ছাঁটাইয়ের জন্য অপসারণযোগ্য পদের তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে। এতে বিশেষভাবে গুরুত্ব দিতে বলা হয়, ‘অপ্রয়োজনীয়, একাধিকবারের পুনরাবৃত্তিমূলক বা গুরুত্বপূর্ণ নয়’ এমন দায়িত্ব ও পদের ওপর।

রামানাথান স্মারকে বলেন, ‘আমরা জানি সময় খুবই সীমিত, তবুও আমি আপনাদের সম্মিলিত সহযোগিতার ওপর নির্ভর করছি’।

সাধারণ পরিষদ যদি ২০২৬ সালের বাজেট অনুমোদন করে, তাহলে আগামী বছর ১ জানুয়ারি থেকে শূন্য পদে ছাঁটাই কার্যকর হবে। আর কর্মরতদের ক্ষেত্রে জাতিসংঘের নিয়ম অনুযায়ী তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

ওই নথিতে আরও বলা হয়েছে, জাতিসংঘের নিয়মিত বাজেট থেকে অর্থায়ন পাওয়া শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর), ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা (ইউএনআরডব্লিউএ) এবং ইউএন উইমেন-এর মতো সংস্থাগুলোকে আলাদাভাবে নির্দেশনা দেওয়া হবে।

জাতিসংঘ বহু বছর ধরে তহবিল সংকটে ভুগছে। কারণ, অনেক সদস্য দেশ তাদের নির্ধারিত অনুদান সময়মতো বা পুরোপুরি পরিশোধ করে না।

জাতিসংঘের মোট বাজেটের ২২ শতাংশ আসে যুক্তরাষ্ট্র থেকে। কিন্তু তাদের ১৫০ কোটি বিলিয়ন ডলার অনুদান গত জানুয়ারি পর্যন্ত বকেয়া ছিল।

অন্যদিকে দ্বিতীয় বৃহত্তম অবদানকারী দেশ চীন জাতিসংঘের মোট বাজেটের ২০ শতাংশ অর্থ প্রদান করে।

কিন্তু ২০২৪ সালে তারাও বছর শেষে অর্থাৎ ডিসেম্বর মাসে এই অর্থ পরিশোধ করেছিলো।

তারল্য সংকটের বাইরে, কেউ কেউ আশঙ্কা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে জাতিসংঘের জন্য বরাদ্দ আরো কমতে পারে।

মার্কিন বৈদেশিক সাহায্যে ব্যাপক কাটছাঁটের ফলে ইতোমধ্যে বড় ধরনের চাপের মুখে পড়েছে জাতিসংঘের বেশ কয়েকটি সংস্থা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

যুক্তরাষ্ট্র নিয়ে আরও পড়ুন

ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে একজন সেনা আত্মহত্যা করেছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় হামলা শুরু হওয়ার পর থেকে দেশটিতে মোট ৬১ জন সেনা আত্মহত্যা করেছেন।

১৮ ঘণ্টা আগে

দুবাইতে ‘এন্ডিউরেন্স’মোটর রেসিংয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের মোটর রেসার অভিক আনোয়ার। অভিক আনোয়ারের সঙ্গে আরও তিনজন ক্রু (পিট ক্রু) ছিলেন এবং গাড়িতে ড্রাইভার হিসেবে অভিক আনোয়ার একাই ছিলেন। অতিরিক্ত পয়েন্ট সংগ্রহ করে অভিক আনোয়ার ও তাঁর দল গালফ প্রো চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান অর্জন করেন।

৪ দিন আগে

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকরের পর ওড়িশা রাজ্যে নতুন করে ৩৫ জন বাংলাদেশি অভিবাসী ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। ভারতীয় দৈনিক দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে।

৪ দিন আগে

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের এক পরীক্ষা কেন্দ্রে বন্দুকধারীর হামলায় দুইজন নিহত ও আটজন গুরুতর আহত হয়েছেন। হামলাকারী এখনও আটক হয়নি।

৫ দিন আগে