অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের এক গির্জায় বন্দুকধারীর গুলিতে দুই নারী নিহত হওয়ার পর পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়েছেন।
বন্দুকধারী প্রথমে স্থানীয় এক বিমানবন্দরের সামনে অঙ্গরাজ্যটির এক সেনাকে গুলিতে আহত করার কিছুক্ষণ পর ওই গির্জাটিতে হামলা চালায়।
রোববার বিকালে এক সংবাদ সম্মেলনে লেক্সিংটনের পুলিশ প্রধান লরেন্স ওয়েদারস জানান, গির্জায় আহতদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক। আর আহত সেনাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
রয়টার্স জানিয়েছে, কর্তৃপক্ষ সন্দেহভাজনকে শনাক্ত করলেও তার নাম ও বয়স প্রকাশ করেনি।
জানা গেছে, রোববার স্থানীয় সময় সকাল ১১টা ৩৫ মিনিটের দিকে ওই সেনা ফেইয়েট কাউন্টির ব্লুগ্রাস বিমানবন্দরের টার্মিনাল ড্রাইভে একটি গাড়ির লাইসেন্স প্লেট রিডারে সতর্কতা পাওয়ার পর গাড়িটি থামান। তখন সন্দেহভাজনের ওই সেনাকে গুলি করে পালিয়ে যায় আর একটি গাড়ি ছিনতাই করে।
ছিনতাই করা গাড়িটি নিয়ে সে ১৬ কিলোমিটার দূরে রিচমন্ড রোড ব্যাপ্টিস্ট গির্জায় গিয়ে হাজির হয়। সেখানে সে লোকজনের ওপর গুলি ছুড়তে শুরু করে।
পুলিশ ছিনতাই করা গাড়িটির অবস্থান শনাক্ত করে ওই গির্জায় গিয়ে হাজির হয়। তিন পুলিশ কর্মকর্তা সন্দেহভাজনকে গুলি করেন আর ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।
ওয়েদারসের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে ধারণা করা হচ্ছে সন্দেহভাজনের সঙ্গে ওই গির্জার লোকজনের সম্ভবত কোনো সম্পর্ক ছিল। তবে তিনি বিস্তারিত আর কিছু জানাননি। ওয়েদারস জানান, লেক্সিংটন পুলিশ বিভাগীয় নীতি অনুযায়ী এই গোলাগুলির ঘটনার একটি অভ্যন্তরীণ পর্যালোচনা পরিচালনা করবে।
ব্লুগ্রাস বিমানবন্দর সামাজিক মাধ্যম এক্স এ রোববার দুপুর ১টার দিকে এক পোস্টে জানিয়েছে, বিমানবন্দরের একটি সড়কের এক অংশে আইন প্রয়োগকারীদের তদন্তের কারণে কিছুটা বিঘ্ন ঘটেছে, কিন্তু সব ফ্লাইট ও কার্যক্রম এখন স্বাভাবিক আছে।
যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের এক গির্জায় বন্দুকধারীর গুলিতে দুই নারী নিহত হওয়ার পর পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়েছেন।
বন্দুকধারী প্রথমে স্থানীয় এক বিমানবন্দরের সামনে অঙ্গরাজ্যটির এক সেনাকে গুলিতে আহত করার কিছুক্ষণ পর ওই গির্জাটিতে হামলা চালায়।
রোববার বিকালে এক সংবাদ সম্মেলনে লেক্সিংটনের পুলিশ প্রধান লরেন্স ওয়েদারস জানান, গির্জায় আহতদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক। আর আহত সেনাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
রয়টার্স জানিয়েছে, কর্তৃপক্ষ সন্দেহভাজনকে শনাক্ত করলেও তার নাম ও বয়স প্রকাশ করেনি।
জানা গেছে, রোববার স্থানীয় সময় সকাল ১১টা ৩৫ মিনিটের দিকে ওই সেনা ফেইয়েট কাউন্টির ব্লুগ্রাস বিমানবন্দরের টার্মিনাল ড্রাইভে একটি গাড়ির লাইসেন্স প্লেট রিডারে সতর্কতা পাওয়ার পর গাড়িটি থামান। তখন সন্দেহভাজনের ওই সেনাকে গুলি করে পালিয়ে যায় আর একটি গাড়ি ছিনতাই করে।
ছিনতাই করা গাড়িটি নিয়ে সে ১৬ কিলোমিটার দূরে রিচমন্ড রোড ব্যাপ্টিস্ট গির্জায় গিয়ে হাজির হয়। সেখানে সে লোকজনের ওপর গুলি ছুড়তে শুরু করে।
পুলিশ ছিনতাই করা গাড়িটির অবস্থান শনাক্ত করে ওই গির্জায় গিয়ে হাজির হয়। তিন পুলিশ কর্মকর্তা সন্দেহভাজনকে গুলি করেন আর ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।
ওয়েদারসের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে ধারণা করা হচ্ছে সন্দেহভাজনের সঙ্গে ওই গির্জার লোকজনের সম্ভবত কোনো সম্পর্ক ছিল। তবে তিনি বিস্তারিত আর কিছু জানাননি। ওয়েদারস জানান, লেক্সিংটন পুলিশ বিভাগীয় নীতি অনুযায়ী এই গোলাগুলির ঘটনার একটি অভ্যন্তরীণ পর্যালোচনা পরিচালনা করবে।
ব্লুগ্রাস বিমানবন্দর সামাজিক মাধ্যম এক্স এ রোববার দুপুর ১টার দিকে এক পোস্টে জানিয়েছে, বিমানবন্দরের একটি সড়কের এক অংশে আইন প্রয়োগকারীদের তদন্তের কারণে কিছুটা বিঘ্ন ঘটেছে, কিন্তু সব ফ্লাইট ও কার্যক্রম এখন স্বাভাবিক আছে।
শিশুরা পানি আনতে লাইনে দাঁড়িয়ে ছিল, তখনই ওই স্থানে ক্ষেপণাস্ত্র হামলা
১২ ঘণ্টা আগেআশির দশকে সামরিক শাসক হিসেবে 'ইস্পাত কঠিন' হাতে দেশ শাসন করেন বুহারি
১২ ঘণ্টা আগেগত বৃহস্পতিবার মাহাথিরের ১০০তম জন্মদিন ছিল
১ দিন আগে১০ বছরে বিশ্বে মুসলিমদের জনসংখ্যা বেড়েছে ৩৪ দশমিক সাত কোটি
১ দিন আগেহামলাকারি একজন সেনাকে গুলি করে গাড়ি ছিনতাই করে
শিশুরা পানি আনতে লাইনে দাঁড়িয়ে ছিল, তখনই ওই স্থানে ক্ষেপণাস্ত্র হামলা
আশির দশকে সামরিক শাসক হিসেবে 'ইস্পাত কঠিন' হাতে দেশ শাসন করেন বুহারি
গত বৃহস্পতিবার মাহাথিরের ১০০তম জন্মদিন ছিল