গাজাবাসীর জন্য আরেকটি আঘাত, ভ্রমণভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে এক বিবৃতিতে ঘোষণা দেওয়া হয়েছে, গাজা থেকে আসা ব্যক্তিদের জন্য সব ধরনের ভিজিটর ভিসা স্থগিত । এর ফলে গাজার গুরুতর আহতরাও যেতে পারবেন না যুক্তরাষ্ট্রে।

এক্স (পূর্বে টুইটার)–এ দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে কিছু অস্থায়ী চিকিৎসা-মানবিক ভিসা প্রদানের পদ্ধতি ও প্রক্রিয়া নিয়ে পূর্ণাঙ্গ ও গভীর পর্যালোচনার জন্য এই বিরতি দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তটি কিছু ফিলিস্তিনি অধিকার সংস্থা থেকে তীব্র সমালোচনার মুখে পড়েছে।

প্যালেস্টাইন চিলড্রেন’স রিলিফ ফান্ড এক বিবৃতিতে বলেছে, এই সিদ্ধান্ত গাজার আহত ও গুরুতর অসুস্থ শিশুদের যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়ে জীবন রক্ষাকারী চিকিৎসা প্রদানের আমাদের সক্ষমতার ওপর ধ্বংসাত্মক এবং অপরিবর্তনীয় প্রভাব ফেলবে।

এই নীতিগত পরিবর্তন আসে ডানপন্থী কর্মী লরা লুমার–এর একাধিক পোস্টের পর, যেখানে তিনি ভিসা প্রোগ্রামটির সমালোচনা করে ট্রাম্প প্রশাসনকে এটি ‘বন্ধ করার আহ্বান জানান।

পরে শনিবার এক্স-এ দেওয়া পোস্টে, লুমার এই পরিবর্তনের কৃতিত্ব নিজের নামে দাবি করেন এবং সাময়িকভাবে ভিসা স্থগিত করায় পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ধন্যবাদ জানান।

প্যালেস্টাইন চিলড্রেন’স রিলিফ ফান্ড জানায়, তারা ২০২৪ সালে এখন পর্যন্ত গাজা থেকে ১৬৯ শিশুকে বিদেশে চিকিৎসার জন্য সরিয়ে নিয়েছে; যাদের মধ্যপ্রাচ্য, ইউরোপ, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাষ্ট্রে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

যুক্তরাষ্ট্র নিয়ে আরও পড়ুন

ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে একজন সেনা আত্মহত্যা করেছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় হামলা শুরু হওয়ার পর থেকে দেশটিতে মোট ৬১ জন সেনা আত্মহত্যা করেছেন।

১০ ঘণ্টা আগে

দুবাইতে ‘এন্ডিউরেন্স’মোটর রেসিংয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের মোটর রেসার অভিক আনোয়ার। অভিক আনোয়ারের সঙ্গে আরও তিনজন ক্রু (পিট ক্রু) ছিলেন এবং গাড়িতে ড্রাইভার হিসেবে অভিক আনোয়ার একাই ছিলেন। অতিরিক্ত পয়েন্ট সংগ্রহ করে অভিক আনোয়ার ও তাঁর দল গালফ প্রো চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান অর্জন করেন।

৩ দিন আগে

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকরের পর ওড়িশা রাজ্যে নতুন করে ৩৫ জন বাংলাদেশি অভিবাসী ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। ভারতীয় দৈনিক দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে।

৩ দিন আগে

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের এক পরীক্ষা কেন্দ্রে বন্দুকধারীর হামলায় দুইজন নিহত ও আটজন গুরুতর আহত হয়েছেন। হামলাকারী এখনও আটক হয়নি।

৪ দিন আগে