৬ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে আমেরিকা

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

৬ হাজারের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব শিক্ষার্থী আইন লঙ্ঘন করেছেন বা ভিসার মেয়াদ অতিরিক্ত সময় অবস্থান করেছেন। খবর বিবিসি।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, বাতিল হওয়া ভিসার অধিকাংশ ক্ষেত্রে অপরাধের অভিযোগ আছে। এসবের মধ্যে রয়েছে বিভিন্ন স্থানে হামলা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, চুরি এবং সন্ত্রাসবাদের পক্ষে সমর্থন দেওয়া। তবে সন্ত্রাসবাদের সমর্থন বিষয়টি মন্ত্রণালয় বিস্তারিত ব্যাখ্যা করেনি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর কঠোর দমননীতির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কিছু শিক্ষার্থী ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করার কারণে টার্গেট হয়েছে। প্রশাসনের দাবি, তাদের আচরণ ছিল ইহুদিবিরোধী।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ছয় হাজার ভিসার মধ্যে প্রায় চার হাজার ভিসা বাতিল হয়েছে মার্কিন আইন লঙ্ঘনের কারণে। এছাড়া ২০০–৩০০ ভিসা বাতিল করা হয়েছে সন্ত্রাসবাদের অভিযোগে। আইন অনুযায়ী, সন্ত্রাসী কার্যক্রম বলতে বোঝানো হয়েছে এমন কাজ যা মানবজীবনের জন্য হুমকি তৈরি করে বা মার্কিন আইন ভঙ্গ করে।

এ বছরের শুরুতে ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা সাক্ষাৎকার স্থগিত করেছিল। জুনে পুনরায় চালু হলেও, সকল আবেদনকারীকে সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট প্রদর্শন করতে বাধ্য করা হয়। এসময় তাদের বিশ্লেষণ করা হয় যে তারা কোনো বিদেশি সন্ত্রাসী সংগঠনকে সমর্থন করছে কিনা বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে কিনা।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, জানুয়ারি থেকে হাজার হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। তিনি বলেছেন, ‘যারা আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের ভিসা বাতিল করা হবে।’ তবে ডেমোক্রেটরা এই পদক্ষেপকে সমালোচনা করে বলেছে, এটি যথাযথ প্রক্রিয়ার ওপর আঘাত।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

যুক্তরাষ্ট্র নিয়ে আরও পড়ুন

দুবাইতে ‘এন্ডিউরেন্স’মোটর রেসিংয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের মোটর রেসার অভিক আনোয়ার। অভিক আনোয়ারের সঙ্গে আরও তিনজন ক্রু (পিট ক্রু) ছিলেন এবং গাড়িতে ড্রাইভার হিসেবে অভিক আনোয়ার একাই ছিলেন। অতিরিক্ত পয়েন্ট সংগ্রহ করে অভিক আনোয়ার ও তাঁর দল গালফ প্রো চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান অর্জন করেন।

৩ দিন আগে

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকরের পর ওড়িশা রাজ্যে নতুন করে ৩৫ জন বাংলাদেশি অভিবাসী ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। ভারতীয় দৈনিক দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে।

৩ দিন আগে

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের এক পরীক্ষা কেন্দ্রে বন্দুকধারীর হামলায় দুইজন নিহত ও আটজন গুরুতর আহত হয়েছেন। হামলাকারী এখনও আটক হয়নি।

৪ দিন আগে

ওমান উপসাগরে ছয় মিলিয়ন লিটার চোরাচালানকৃত ডিজেল বহনকারী একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে ইরান। জাহাজটিতে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার মোট ১৮ জন নাবিক রয়েছেন বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।

৫ দিন আগে