ফিলিস্তিনি ভেবে দুই ইসরায়েলি পর্যটককে গুলি, মার্কিন যুবক গ্রেপ্তার

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ০৯
Thumbnail image
অভিযুক্ত মার্কিন যুবক মর্ডেচাই ব্রাফম্যান। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি ভেবে দুই ইসরাইলি পর্যটককে গুলি করে হত্যার চেষ্টা করেছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক নাগরিক। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এরই মধ্যে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি বিচে এ ঘটনা ঘটে

সংবাদমাধ্যম সিএনএনকে মিয়ামি বিচ পুলিশ বিভাগের মুখপাত্র কর্মকর্তা ক্রিস্টোফার বেস জানান, ওই মার্কিন নাগরিকের নাম মর্ডেচাই ব্রাফম্যান। ২৭ বছর বয়সী এই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মিয়ামি বিচ পুলিশ জানিয়েছে, শনিবার রাতে মিয়ামি বিচে ট্রাক চালানোর সময় দুই ব্যক্তিকে দেখে ফিলিস্তিনি ভেবেছিলেন ব্রাফম্যান। তারপর তাদের হত্যা করতে গুলি চালান তিনি। ওই দুই পর্যটক একটি গাড়িতে ছিলেন। গাড়িতে ১৭ বার গুলি চালান ব্রাফম্যান। গাড়িতে থাকা চালক ও যাত্রী উভয়েই আহত হন।

আহতেদর মধ্যে একজনের বাম কাঁধে এবং অন্যজনের বাম কনুইয়ে গুলি লাগে।

এক ভিডিও ফুটেজে দেখা যায়, দুই আহত দ্রুত একটি ড্রাইভওয়েতে প্রবেশ করে গাড়ি থেকে লাফিয়ে বের হয়ে একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের দরজায় জোরে জোরে নক করছেন।

ভুক্তভোগী আরি রেভে জানান, তিনি ও তাঁর ছেলে গাড়িতে ছিলেন। হঠাৎ একটি গাড়ির চালক তাদের গাড়ির দিকে গুলি বর্ষণ শুরু করে।

এ ঘটনায় মতামতের জন্য মিয়ামিতে ইসরায়েলের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে সিএনএন।

মিয়ামি বিচে গুলি করার ঘটনা নিয়ে এরই মধ্যে আরব দেশগুলোতে উত্তেজনার সৃষ্টি হয়েছে। গাজা যুদ্ধ পরবর্তী সময়ের পরিকল্পনা নিয়ে কাজ করছে মধ্যপ্রাচ্য। এর মধ্যে যুক্তরাষ্ট্রে এমন হামলার ঘটনা তাদের মধ্যে আতঙ্ক তৈরি করছে।

ফ্লোরিডার মুসলিম সিভিল রাইটস সংস্থা কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) ‘পুলিশে দেওয়া বক্তব্যে যে ফিলিস্তিনবিরোধী উদ্দেশ্যের ইঙ্গিত রয়েছে’ তার ভিত্তিতে ব্রাফম্যানের বিরুদ্ধে ঘৃণা-অপরাধের অভিযোগ আনার আহ্বান জানিয়েছে।

গত বছর সিএআইআর এক প্রতিবেদনে জানায়, ২০২৩ সালে ৮ হাজারেরও বেশি অভিযোগ পেয়েছিল সংগঠনটি, যা সংস্থাটির ৩০ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক অভিযোগ। এর মধ্যে বেশিরভাগই ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে এসেছে।

এর আগে টেক্সাসে তিন বছর বয়সী এক ফিলিস্তিনি-মার্কিন কন্যাশিশুকে পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা করা হয়। ইলিনয়ে ছয় বছর বয়সী এক ফিলিস্তিনি-মার্কিন বালককে ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত করা হয়। এছাড়াও নিউইয়র্কে এক মুসলিম ব্যক্তিকে মারধর এবং ক্যালিফোর্নিয়ায় ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের ওপর সহিংস হামলার ঘটনা ঘটে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

যুক্তরাষ্ট্র নিয়ে আরও পড়ুন

গাজায় ইসরায়েলের হামলার সময় গ্রেপ্তার এক ফিলিস্তিনি বন্দীর ওপর সৈন্যদের নির্যাতনের ভিডিও ফাঁস হওয়ার ফৌজদারি তদন্তের পর শুক্রবার (৩১ অক্টোবর) ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান আইন কর্মকর্তা ইয়িফাত টোমার-ইয়েরুশালমি পদত্যাগ করেছেন

১১ ঘণ্টা আগে

সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্যবস্তু করে হামলা চালানো হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, বিমান হামলায় বেসামরিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে

১৪ ঘণ্টা আগে

এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং আগুন লাগার সঠিক কারণ উদঘাটনের জন্য তদন্ত শুরু করা হয়েছে

১৬ ঘণ্টা আগে

বিতর্কের সূত্রপাত হয় যখন কংগ্রেস নেতা বিদ্যু ভূষণ দাস কংগ্রেস সেবা দলের এক সভায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গেয়ে শোনান। গানটি ১৯০৫ সালে বৃটিশ আমলে বঙ্গভঙ্গের বিরোধিতায় স্বদেশি আন্দোলনের সময় লেখা হয়েছিল এবং ১৯৭১ সালে বাংলাদেশ এটি জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করে

৩ দিন আগে