এবার সশস্ত্রবাহিনী প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১১: ৪০
Thumbnail image
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার বরখাস্ত করলেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান চেয়ারম্যান অব জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল চার্লস কিউ ব্রাউনকে। একইদিন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল লিসা ফ্রাঙ্কচেট্টি ও বিমান বাহিনীর উপপ্রধান জেনারেল জেমস স্লিফকে বরখাস্তের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও সিএনএন।

জেনারেল চার্লস কিউ ব্রাউনের জায়গায় বিমান বাহিনীর (অব.) লেফটেন্যান্ট জেনারেল জন ডান কেইনকে দায়িত্ব দিয়েছেন ট্রাম্প। এটি একটি নজিরবিহীন ঘটনা। কারণ এই সামরিক কর্মকর্তাকে অবসর থেকে ফিরিয়ে আনা হয়েছে এবং তিনি চার স্টার জেনারেলও না।

ট্রাম্প তার সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথে গতকাল শুক্রবার একটি পোস্টে জেনারেল ব্রাউনকে ‘ভালো ভদ্রলোক’ এবং ‘অসাধারণ নেতা’ বলে উল্লেখ করেন। তবে তিনি এও ইঙ্গিত দেন যে সামরিক বাহিনীতে আরও কিছু পরিবর্তন আসতে পারে। তিনি লিখেছেন, আমি প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে আরও পাঁচজন উচ্চপদস্থ কর্মকর্তার মনোনয়ন চূড়ান্ত করতে নির্দেশ দিয়েছি, যা খুব শীঘ্রই ঘোষণা করা হবে।

উল্লেখ্য, অ্যাডমিরাল লিসা ফ্রাঙ্কচেট্টি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী জয়েন্ট চিফ অব স্টাফ এবং নৌবাহিনীর প্রথম নারী প্রধান ছিলেন। ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী ২০২৪ সালে তার বইয়ে ফ্রাঙ্কচেট্টির সমালোচনা করে লিখেছিলেন, যদি নৌ কর্মকর্তারা ব্যর্থ হন, আমরা অন্তত মাথা উঁচু রাখতে পারব, কারণ আমাদের প্রথম নারী জয়েন্ট চিফ অব স্টাফ রয়েছে।

ট্রাম্প গত ২০ জানুয়ারি শপথ নেওয়ার আগেই সশস্ত্র বাহিনীতে ব্যাপক রদবদল আনার ঘোষণা দিয়েছিলেন। জেনারেল ব্রাউনকে বরখাস্তের মাধ্যমে তিনি সেই প্রক্রিয়া শুরু করেছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

যুক্তরাষ্ট্র নিয়ে আরও পড়ুন

এর আগে বুধবার (৩ সেপ্টেম্বর) ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ইয়েমেনি সশস্ত্র বাহিনী দুটি ভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরাইলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র অভিযান শুরু করেছে

৩ দিন আগে

ভয়াবহ এ দুর্ঘটনার পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পর্তুগালে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে এবং রাজধানী লিসবনে তিনদিনের শোক পালিত হবে বলে ঘোষণা দিয়েছেন লিসবনের সিটি মেয়র কার্লোস মোয়েদা

৩ দিন আগে

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, অপ্রতিরোধ্য চীন কখনও কাউকে ভয় পাবে না এবং সর্বদা এগিয়ে যাবে। চীনে বিজয় দিবসের অন্যতম বৃহত্তম সামরিক কুচকাওয়াজের আগে এ কথা বলেন শি জিনপিং।

৪ দিন আগে

বাকিদের মধ্যে ২৩৫ জন মিয়ানমার, ৭২ জন নেপাল, ৫৮ জন ভারত ও ১৭ জন ইন্দোনেশিয়ার নাগরিক। এ ছাড়া বিভিন্ন দেশের আরো ৯ জনকে গ্রেফতার করা হয়েছে

৪ দিন আগে