নাইন-ইলেভেন হামলার ২৪তম বার্ষিকী আজ

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

আজ ১১ সেপ্টেম্বর। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৪তম বার্ষিকী। ২০০১ সালের এই দিনে সন্ত্রাসীরা ছিনতাই করেছিল চারটি যাত্রীবাহী বিমান, আর সেই দিন বদলে দিয়েছিল গোটা বিশ্বের ইতিহাস।

দুটি বিমান আছড়ে পড়ে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে। মুহূর্তেই আগুনে ঘিরে যায় শত শত তলা ভবন। আর মাত্র দুই ঘণ্টার মধ্যেই ধসে পড়ে প্রতীকী সেই টাওয়ারদ্বয়।

আরেকটি বিমান আঘাত করে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে। চতুর্থ বিমানটি বিধ্বস্ত হয় পেনসিলভানিয়ার এক ফাঁকা মাঠে-যাত্রীদের প্রতিরোধেই ছিনতাইকারীরা লক্ষ্যচ্যুত হয়েছিল।

সে দিন প্রাণ হারান প্রায় তিন হাজার মানুষ। আহত হন আরও প্রায় ২৫ হাজার। বাংলাদেশসহ ৭৮টি দেশের নাগরিক নিহত হন এই হামলায়। অথচ ২৪ বছর পেরিয়েও এখনও শনাক্ত করা যায়নি এক হাজার ১০০ জন নিহতের পরিচয়।

হামলার পর ধ্বংসস্তূপের জায়গায় গড়ে তোলা হয়েছে স্মৃতিসৌধ ও জাদুঘর। প্রতিবছর এই দিনে নিহতদের পরিবারের সদস্যরা এসে উচ্চারণ করেন প্রিয়জনদের নাম, জ্বালান মোমবাতি, আর ভেসে ওঠে অশ্রুসিক্ত স্মৃতিচারণ।

হামলার দায় স্বীকার করে সন্ত্রাসী সংগঠন আল-কায়েদা। এরপরই শুরু হয় যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধ। আফগানিস্তান থেকে মধ্যপ্রাচ্য-বছরের পর বছর চলেছে রক্তক্ষয়ী অভিযান। অবশেষে ২০১১ সালে পাকিস্তানে মার্কিন অভিযানে নিহত হয় আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেন।

৯/১১ হামলার ২৪ বছর পরও রয়ে গেছে শোক আর অমোচনীয় ক্ষত। নিহতদের প্রতি শ্রদ্ধা আর স্মৃতির মাঝে বেঁচে থাকবে সেই ভয়াল দিন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

যুক্তরাষ্ট্র নিয়ে আরও পড়ুন

দুবাইতে ‘এন্ডিউরেন্স’মোটর রেসিংয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের মোটর রেসার অভিক আনোয়ার। অভিক আনোয়ারের সঙ্গে আরও তিনজন ক্রু (পিট ক্রু) ছিলেন এবং গাড়িতে ড্রাইভার হিসেবে অভিক আনোয়ার একাই ছিলেন। অতিরিক্ত পয়েন্ট সংগ্রহ করে অভিক আনোয়ার ও তাঁর দল গালফ প্রো চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান অর্জন করেন।

৩ দিন আগে

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকরের পর ওড়িশা রাজ্যে নতুন করে ৩৫ জন বাংলাদেশি অভিবাসী ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। ভারতীয় দৈনিক দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে।

৩ দিন আগে

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের এক পরীক্ষা কেন্দ্রে বন্দুকধারীর হামলায় দুইজন নিহত ও আটজন গুরুতর আহত হয়েছেন। হামলাকারী এখনও আটক হয়নি।

৪ দিন আগে

ওমান উপসাগরে ছয় মিলিয়ন লিটার চোরাচালানকৃত ডিজেল বহনকারী একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে ইরান। জাহাজটিতে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার মোট ১৮ জন নাবিক রয়েছেন বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।

৫ দিন আগে