সুযোগ পেয়েও অধরাই হাজারো শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে পড়াশোনার সুযোগ পেয়েও হাজারো শিক্ষার্থী উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে পারছেন না। ১৯টি দেশের নাগরিকদের ওপর এই নিষেধাজ্ঞা জারি হওয়ায় ভর্তি ও ভিসা পাওয়া শিক্ষার্থীরা এখন অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। এবিসি নিউজ রোববার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছর মে থেকে সেপ্টেম্বরের মধ্যে ১৯টি দেশের শিক্ষার্থীদের মধ্যে ৫ হাজার ৭০০ জনের বেশি এফ-১ ও জে-১ ভিসা পেয়েছিলেন। এর অর্ধেকের বেশি ভিসা গেছে ইরান ও মিয়ানমারের শিক্ষার্থীদের কাছে। তবে নতুন ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে অনেকে ভর্তি হয়েও যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পারছেন না।

ট্রাম্প প্রশাসন জানায়, উচ্চ ভিসা ওভারস্টে হার ও অস্থিতিশীল দেশের নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যেসব দেশের ভিসা যাচাই প্রক্রিয়াকে ‘অপর্যাপ্ত’ মনে করা হয়েছে, সেসব দেশের ত্রুটি দূর না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

যুক্তরাষ্ট্র নিয়ে আরও পড়ুন

দুবাইতে ‘এন্ডিউরেন্স’মোটর রেসিংয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের মোটর রেসার অভিক আনোয়ার। অভিক আনোয়ারের সঙ্গে আরও তিনজন ক্রু (পিট ক্রু) ছিলেন এবং গাড়িতে ড্রাইভার হিসেবে অভিক আনোয়ার একাই ছিলেন। অতিরিক্ত পয়েন্ট সংগ্রহ করে অভিক আনোয়ার ও তাঁর দল গালফ প্রো চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান অর্জন করেন।

১ দিন আগে

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকরের পর ওড়িশা রাজ্যে নতুন করে ৩৫ জন বাংলাদেশি অভিবাসী ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। ভারতীয় দৈনিক দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে।

২ দিন আগে

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের এক পরীক্ষা কেন্দ্রে বন্দুকধারীর হামলায় দুইজন নিহত ও আটজন গুরুতর আহত হয়েছেন। হামলাকারী এখনও আটক হয়নি।

৩ দিন আগে

ওমান উপসাগরে ছয় মিলিয়ন লিটার চোরাচালানকৃত ডিজেল বহনকারী একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে ইরান। জাহাজটিতে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার মোট ১৮ জন নাবিক রয়েছেন বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।

৪ দিন আগে