তুরস্কে যেতে পারেন ট্রাম্প

যোগ দিতে পারেন রাশিয়া–ইউক্রেন শান্তি আলোচনায়

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
ফাইল ছবি

ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে অনেক দিন ধরেই জোর তৎপরতা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি–ইউক্রেন শান্তি আলোচনায় যোগ দিতে তুরস্কে যেতে আগ্রহ প্রকাশ করেছেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গতকাল সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, আগামী বৃহস্পতিবার তিনি মধ্যপ্রাচ্য সফর করবেন। এ সময় রাশিয়া–ইউক্রেন শান্তি আলোচনায় যোগ দিতে তিনি তুরস্কে যেতে পারেন।

ট্রাম্প বলেন, ‘অনেক বৈঠক জমে গেছে। আমি আসলে তুরস্ক যাওয়ার কথা ভাবছি। সম্ভবত যেতে পারি- যদি মনে হয় কিছু একটা হতে পারে। আমাদের এই আলোচনাটা করতেই হবে।’

ইস্তাম্বুলের আলোচনা ইউক্রেন যুদ্ধ বন্ধে সহায়ক হবে বলেও আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনায় যোগ দেওয়ার প্রস্তাব ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত শক্তিধর দেশগুলোর মধ্যে নতুন কূটনৈতিক তৎপরতা সৃষ্টি করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী এই সংঘাতের সম্ভাব্য পথ খুঁজে বের করার চেষ্টা চলছে।

রোববার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দেন। ট্রাম্প প্রকাশ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে এই প্রস্তাব মেনে নেওয়ার কথা বলার পর জেলেনস্কি রাজি হন। তবে তিনি শর্ত দেন যে, পুতিনকেও ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে হবে। এরপর গতকাল সোমবার আকস্মিকভাবে ট্রাম্প নিজেও এই আলোচনায় যোগ দেওয়ার প্রস্তাব দেন।

মধ্যপ্রাচ্য সফর শুরু আগে ট্রাম্প বলেন, ‘আমার অনেক মিটিং আছে, কিন্তু আমি আসলে সেখানে (ইস্তাম্বুলে) উড়ে যাওয়ার কথা ভাবছিলাম। এটা সম্ভব হতে পারে, যদি আমি মনে করি কিছু ঘটতে পারে। আমাদের এটা শেষ করতে হবে।’ ট্রাম্প আরও বলেন, ‘বৃহস্পতিবার তুরস্কে কী হয়, তাকে ছোট করে দেখবেন না।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

যুক্তরাষ্ট্র নিয়ে আরও পড়ুন

বিতর্কের সূত্রপাত হয় যখন কংগ্রেস নেতা বিদ্যু ভূষণ দাস কংগ্রেস সেবা দলের এক সভায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গেয়ে শোনান। গানটি ১৯০৫ সালে বৃটিশ আমলে বঙ্গভঙ্গের বিরোধিতায় স্বদেশি আন্দোলনের সময় লেখা হয়েছিল এবং ১৯৭১ সালে বাংলাদেশ এটি জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করে

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (২৯ অক্টোবর) রাতে ঘোষণা করেছেন, দেশটি আবার পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করছে

১ দিন আগে

৮০ থেকে ৯০ শতাংশ বাড়ির ছাদ উড়ে গেছে এবং সরকারি স্থাপনাগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। হাইতিতে ভয়াবহ বন্যায় আরও ২০ জন নিহত হয়েছেন, তাদের মধ্যে ১০ জন শিশু

১ দিন আগে

অস্ত্রবিরতি পুনরায় কার্যকর করার দাবি জানিয়েও নতুন করে গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার সন্ধ্যায় উত্তর গাজার বেইত লাহিয়ায় চালানো ওই হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে আল-শিফা হাসপাতাল কর্তৃপক্ষ

১ দিন আগে