বিমানবন্দরে সোনাসহ গ্রেফতার ২

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কেজি ৫৭৭ গ্রাম সোনাসহ দুজনকে গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার (১৯ জুলাই) সকালে তাদের গ্রেফতার করা হয় বলে এপিবিএন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. শরীফুল আলম (৩০) ও মো. জুবায়ের (৩৬)। তারা দীর্ঘদিন যাবৎ বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল সাড়ে ৯টা ২৫ মিনিটে বিমানবন্দরের আগমনী এক ও দুই নম্বর ক্যানোপি এলাকার মাঝখান থেকে ওই দুজন পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকার নিয়ে পালানোর চেষ্টা করে। তবে এয়ারপোর্ট এপিবিএন ফোর্স গাড়িটির গতিরোধ করে তাদেরকে আটক করে। এরপর ওই গাড়ি তল্লাশি করে সিটের মাঝখানে টুলবক্স থেকে ১৩টি কফি কালারের ছোট ব্যাগের ভেতর থেকে মোট এক কেজি ৫৭৭ গ্রাম স্বর্ণালংকার জব্দ করে।

এতে আরও বলা হয়, জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য এক কোটি ৯২ লাখ ৩৯ হাজার টাকা। স্বর্ণালংকারগুলোর ২২ ক্যারেটের।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অজ্ঞাতনামা যাত্রীদের সহযোগিতায় পরস্পর যোগসাজসে অবৈধ পন্থায় সরকারকে রাজস্ব কর ফাঁকি দিয়ে স্বর্ণালংকার আনছে। তারা বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫ বি এর ১ (বি)/২৫-ডি ধারায় অপরাধ করেছে।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, স্বর্ণ চোরাচালানের অপতৎপরতা আগের চেয়ে বেড়েছে। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে এয়ারপোর্ট এপিবিএন কাজ করে যাচ্ছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

রাজধানী নিয়ে আরও পড়ুন

খাগড়াছড়ি জেলা প্রশাসক এবি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন,জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থান বর্ষপূর্তি পালন ও ২৪-এর শহীদ দিবস উপলক্ষ্যে দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দিয়েছে সরকার।

১ ঘণ্টা আগে

ব্যাংকের চেয়ে উচ্চ মুনাফার লোভ দেখিয়ে প্রায় ১৩/১৪ হাজার গ্রাহকের কাছ থেকে বিপুল পরিমান টাকা আমানত সংগ্রহ করে

১ ঘণ্টা আগে

জলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে খাগড়াছড়ি জেলা বিএনপির উদ্যোগে ৫০ হাজার বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন হয়েছে।

২ ঘণ্টা আগে

শহীদদের স্মরণে এক মিনিট দাড়িয়ে নিরাবতা পালন করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ শিক্ষার্থীদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।

২ ঘণ্টা আগে