অবিলম্বে বন্যা নিয়ন্ত্রণ ও পুনর্বাসনের রোডম্যাপ না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ঢাকাস্থ ফেনীবাসীর

প্রতিনিধি
ফেনী
Thumbnail image
ছবি: প্রতিনিধি

ফেনীসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে ভারতীয় উজানের পানিতে সৃষ্ট বন্যা পরিস্থিতি নিরসনে স্থায়ী ও কার্যকর পদক্ষেপ এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে ঢাকাস্থ ফেনীবাসী নামে একটি নাগরিক সংগঠন। এই দাবি বাস্তবায়নে ব্যর্থ হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা।

শনিবার (১২ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়। মানববন্ধনে ঢাকায় অবস্থানরত ফেনীর বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনরা অংশগ্রহণ করেন এবং বক্তব্য রাখেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ব্যবসায়ী ও ছাগলনাইয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি দিদারুল আলম মজুমদার। সঞ্চালনায় ছিলেন ফেনী কমিউনিটির মুখপাত্র বুরহান উদ্দিন ফয়সল।

এতে আরও বক্তব্য রাখেন:

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জেএসডির সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, জাতীয়তাবাদী সমবায় দলের সাধারণ সম্পাদক ড. নিজামউদ্দিন, হাবের পরিচালক ও দাগনভূঁইয়া উন্নয়ন ফোরামের সভাপতি মেসবাহ উদ্দিন সাঈদ, ফেনী ফোরামের সহসভাপতি সাখাওয়াত হোসেন ও অ্যাডভোকেট জসিম উদ্দিন তালুকদার, উন্নয়ন গবেষক নাজমুল হক, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটওয়ারি, সাংবাদিক শাহ মহিউদ্দিন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতা মনির উদ্দিন মনি, পরশুরাম ফোরামের সেক্রেটারি মহিউদ্দিন পলাশ, ফেনী সদর অ্যাসোসিয়েশনের সেক্রেটারি নাসির উদ্দিন রুমেল, শ্রমিক নেতা আবদুর রহিম, ফেনী এলিট ক্লাবের সভাপতি ফয়জুল্লাহ নোমানি, মনিপুর স্কুলের শিক্ষক রিয়াজুদ্দিন ও দেলোয়ার হোসেন, ফেনী সোসাইটি উত্তরার সহ-সাধারণ সম্পাদক এমরানুল হক, সোনালী ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংকের সিবিএ নেতৃবৃন্দ ইউসুফ আলী ও নাসিরউদ্দিন প্রমুখ।

মানববন্ধনে উত্থাপিত ৭ দফা দাবি:

১. উজানের পানির কারণে ভাটি এলাকায় বারবার বন্যার কবল থেকে রক্ষা পেতে স্থায়ী ও কার্যকর বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা নিতে হবে।

২. ফেনী, কুমিল্লা, নোয়াখালীসহ উপকূলীয় অঞ্চলের জন্য বল্লামুখা বাঁধ ও মুছাপুর ক্লোজার অবিলম্বে পুনঃনির্মাণ করতে হবে।

৩. শহর ও গ্রামে জলাবদ্ধতা নিরসনে জলাধার উদ্ধার, পানি নিষ্কাশনের ব্যবস্থা, নদী খনন এবং যত্রতত্র স্থাপনা নির্মাণ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

৪. ২০২৪ সালের বন্যার পর ঘোষিত ১,০০০ কোটি টাকার পুনর্বাসন প্রকল্পের ব্যয় ও পরিকল্পনা জনসমক্ষে প্রকাশ করতে হবে। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠান, বাড়িঘর, ফসল, গবাদি পশু ও মাছ চাষিদের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।

৫. বন্যাকবলিত এলাকায় সকল শিক্ষাপ্রতিষ্ঠানে তিনতলা ভবন নির্মাণ করতে হবে, যেন বন্যাকালে তা আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়।

৬. পানি উন্নয়ন বোর্ডের গাফিলতি ও অনিয়মের কারণে বাঁধ নির্মাণে ব্যাঘাত ঘটেছে—যা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।

৭. ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে অবস্থান নিতে হবে এবং ফেনী নদীর পানি ভারতকে দেওয়া বন্ধ করতে হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

রাজধানী নিয়ে আরও পড়ুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া ৯ বছর বয়সী শিশু ফারিয়া রহমান নীহার মরদেহ উদ্ধার করা হয়েছে।

১ ঘণ্টা আগে

ফেনী জেলায় সাম্প্রতিক বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। ফেনী-পরশুরাম আঞ্চলিক মহাসড়ক থেকে পানি নেমে যাওয়ায় যান চলাচল কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। তবে ক্ষয়ক্ষতির চিত্র এখন স্পষ্ট হতে শুরু করেছে।

১ ঘণ্টা আগে

উত্তরের বেকার যুবদের কর্মসংস্থানের লক্ষ্যে ইউসেপ আয়োজিত রংপুরে হয়েছে দিনব্যাপী চাকরি মেলা।

২ ঘণ্টা আগে

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ফরিদপুর -০২(সালথা -নগরকান্দা) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা শাহ মোঃ জামাল উদ্দিন এর নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা‌ অনুষ্ঠিত হয়েছে।

২ ঘণ্টা আগে