শিক্ষাবিদ সিরাজুল হকের স্মরণসভা অনুষ্ঠিত

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: প্রতিনিধি

শিক্ষাবিদ, গবেষক, লেখক, অনুবাদক ও সাংবাদিক অধ্যাপক সিরাজুল হকের স্মরণে স্মরণসভার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হয় ।

অনন্য সাহিত্য সংস্কৃতি সংসদের আয়োজনে সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ নিউইয়র্ক প্রেস ক্লাব উপদেষ্টা এবিএম সালেহ উদ্দীন ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের গবেষক ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন নজরুল ইনস্টিটিউটের শিক্ষক ওস্তাদ সালাউদ্দিন আহমেদ ।

স্মরণসভায় আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আব্দুস সবুর খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মুমিত আল রশিদ, প্রবীণ সাংবাদিক এলাহী নেওয়াজ খান এবং লেখক ও গবেষক শেলি পারভীন।

সভায় দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন। তারা অধ্যাপক সিরাজুল হকের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। তার শিক্ষা, গবেষণা, সাহিত্য ও সাংবাদিকতায় অবদানের কথা তুলে ধরেন। সব শেষে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

অনন্য সাহিত্য সংস্কৃতি সংসদের সভাপতি বলেন, অধ্যাপক সিরাজুল হক ছিলেন একাধারে শিক্ষক, গবেষক ও সাংস্কৃতিক অঙ্গনের আলোকবর্তিকা। তার চিন্তাধারা ও কর্ম নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

অধ্যাপক সিরাজুল হক চলতি বছরের ২৬ জুন নিউইয়র্ক সিটির কুইন্স হাসপাতালে মারা যান।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

রাজধানী নিয়ে আরও পড়ুন

স্থানীয়রা জানান, নৌকা বাইচ শুধু একটি খেলাধুলা নয়; এটি গ্রাম বাংলার ঐতিহ্যের অংশ, যা গ্রামীণ সমাজে ঐক্য ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

৪ মিনিট আগে

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ধরলা নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালু বিক্রির উদ্দেশ্যে পরিবহণ করার অভিযোগে এক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

২ ঘণ্টা আগে

কোন প্রকার পূর্বে নোটিশ ছাড়া দুপুরে আনসারসহ একজন ম্যাজিস্ট্রেট এসে জিলা স্কুলের সামনে মাইক্রো স্ট্যান্ডে পার্কিং এ থাকা কয়েকটি গাড়ি ভেকু মেশিন দিয়ে ভেঙে দেয়। পরে তারা পৌর বাজারের সামনে দোকানপাট উচ্ছেদ করে। এ সময় পরিবহন শ্রমিক ও হকার-ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে

২ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনো দল বা ব্যক্তিকে সমর্থন করে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স) ট্র্যাসি অ্যান জ্যাকবসন।

৩ ঘণ্টা আগে