এসইউবিতে খাদ্য ব্যবস্থায় যুব নেতৃত্ব প্রশিক্ষণ সফলভাবে শেষ

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: প্রতিনিধি

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) স্কলার্স লাউঞ্জে অনুষ্ঠিত হয়েছে “ফুড সিস্টেমস ইউথ লিডারশিপ ট্রেনিং”-এর সমাপনী অনুষ্ঠান।

রোববার (১২ অক্টোবর) তিন দিনব্যাপী ট্রেনিং শেষে এই সমাপনী অনুষ্ঠানের মাধমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত তরুণ নেতৃত্ব, শিক্ষাবিদ ও পরিবর্তনসাধকরা বাংলাদেশের টেকসই, স্থিতিশীল ও পুষ্টিসম্মত খাদ্য ব্যবস্থা গঠনের অঙ্গীকারকে উদযাপন করতে উপস্থিত হন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. নওজিয়া ইয়াসমিন এবং রেজিস্ট্রার ড. আহমেদ হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পর্যবেক্ষণ ইউনিট গবেষণা পরিচালক (পুষ্টি) মোস্তফা ফারুক আল বান্না; কৃষি মন্ত্রণালয়ের বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড নিউট্রিশন রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের (বিআইআরটিএএন) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুর রাজ্জাক; গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের চেয়ারপারসন ও সহযোগী অধ্যাপক ড. হাবিব মুহাম্মদ আলী; গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশনের (গেইন) কনসালট্যান্ট, যুব ও কিশোর পুষ্টি জাওয়াদ আলম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্টেট ইউনিভার্সিটির ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড নিউট্রিশন সায়েন্স বিভাগের চেয়ারপারসন ও সহযোগী অধ্যাপক ড. ফারজানা সুলতানা বারী।

অনুষ্ঠানটি সফলভাবে শেষ করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয় সকল সম্মানিত অতিথি, আয়োজক প্রতিষ্ঠান — বিশেষ করে গেইন ও সান ইয়ুথ নেটওয়ার্ক বাংলাদেশ এবং অংশগ্রহণকারী তরুণ নেতৃত্বদের প্রতি, যাদের উদ্দীপনা ও সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মসূচি এক স্মরণীয় শিক্ষণ, নেতৃত্ব ও সহযোগিতার মঞ্চে পরিণত হয়েছে।তিন দিন ব্যাপী এই ট্রেনিং-এ ফেসিলিটেটর হিসেবে ছিলেন শানজানা আফরিন, মিনহাজুল ইসলাম বাপ্পী, লামিয়া তাসনীম ও গাজী আশিকুল ইসলাম আশিক।

সমাপনী বক্তব্যে বক্তারা বলেন, বাংলাদেশের পুষ্টি পরিস্থিতির উন্নয়ন একটি ধারাবাহিক ও সচেতন প্রক্রিয়া, যা গড়ে তুলতে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা, সচেতনতা ও অধ্যবসায়। তরুণরাই এই পরিবর্তনের মূল চালিকা শক্তি — যারা পুষ্টি সচেতনতা ছড়িয়ে দিচ্ছে, নেতৃত্ব দিচ্ছে এবং জাতীয় ও বৈশ্বিক পুষ্টি লক্ষ্যমাত্রা অর্জনের পথে অগ্রসর হচ্ছে।

এমন যুব-নেতৃত্বাধীন কর্মসূচি প্রকৃত অর্থে সক্ষমতা বিকাশের প্রতীক — যেখানে তরুণরা তরুণদেরই অনুপ্রাণিত করছে, নেতৃত্ব দিচ্ছে এবং পরিবর্তনের সূচনা করছে।

একসাথে এগিয়ে চলি — উন্নত খাদ্য ব্যবস্থার জন্য, সুস্থ ভবিষ্যতের পথে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

রাজধানী নিয়ে আরও পড়ুন

নীলফামারীতে অবস্থিত নীলসাগরের সৌন্দর্য বর্ধণের কাজ শুরু হয়েছে

৯ ঘণ্টা আগে

১১ অক্টোবর সিনিয়র সহকারী জজ আদালতের নাজিরের মাধ্যমে ডিক্রিদার উপস্থিতিতে ৪ শতাংশ নালিশীয় জমির ওপর ৩টি টিনের চালাঘর উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছিল

৯ ঘণ্টা আগে

সাতক্ষীরার কলারোয়া সরকারী হাইস্কুলে ২-৪ নভেম্বর তাফসির মাহফিল আয়োজনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা অবনতির শঙ্কা দেখা দিয়েছে

৯ ঘণ্টা আগে

ওই দুই শিশু পরিবারের অজান্তে খেলা করতে করতে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর পাশে নবগঙ্গা নদীতে গোসল করতে নেমে ডুবে যায়

৯ ঘণ্টা আগে