ফরিদপুর
ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামপাশা গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে মৌখিক তালাক দিয়ে আট মাস বয়সী শিশুকন্যাকে জোরপূর্বক নিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে কাইয়ুম বিশ্বাস (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শিশুটির মা পপি বেগম আদালত ও থানা-পুলিশে ছুটোছুটি করেও এখনও ফিরে পাননি নিজের সন্তান।
জানা গেছে, তিন বছর আগে মুকসুদপুর উপজেলার পপি বেগমের সঙ্গে নগরকান্দার কাইয়ুম বিশ্বাসের বিয়ে হয়। বিয়ের পর থেকেই নানা বিষয় নিয়ে কলহ চলছিল। একপর্যায়ে পাঁচ মাস আগে মৌখিক তালাক দেন কাইয়ুম। তবে সেই সময় জোর করে আট মাস বয়সী শিশুকন্যা তানহাকে রেখে দেন তিনি।
পপি বেগম অভিযোগ করেন, তাঁর অজান্তে শিশুকে দেড় লাখ টাকায় বিক্রি করে দেন কাইয়ুম। শিশুটিকে কেনেন শাখরাইল গ্রামের কোহিনুর বেগম, যার মা-কে ধরেও বাচ্চাকে দেখতে পাননি বলে জানান পপি। এ ঘটনায় ফরিদপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে কাইয়ুমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন তিনি।
বিষয়টি নিয়ে পপি বেগম বলেন, “আমার বাঁচ্চাডারে দেখবার জন্য রাতে ঘুম হয় না, খাবার পারি না। আমার কলিজাডা শুকায় গেছে। যার কাছে বাঁচ্চা বিক্রি করা হয়েছে তাঁর মায়ের পা পর্যন্ত জড়ায় ধরছি, তবুও দেখতে দেন নাই। ওরা বলছে—আমরা দেড় লাখ টাকা দিয়ে কিনেছি, যে বিক্রি করছে তার কাছে যাও।”
অভিযুক্ত কাইয়ুম বিশ্বাসের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর বোনের মোবাইল নম্বরে কল করে একজন মিতার স্বামী পরিচয় দিয়ে ফোন কেটে দেন।
এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ সফর আলী বলেন, “আদালতের নির্দেশে আমরা তদন্ত করছি। অভিযোগে দেওয়া ঠিকানায় গিয়ে শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি। পাওয়া গেলে আদালতে পাঠানো হবে এবং সেখান থেকে সিদ্ধান্ত হবে মা না বাবা—কে শিশুটিকে পাবেন।”
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা শিশুটির দ্রুত সন্ধান ও মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।
ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামপাশা গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে মৌখিক তালাক দিয়ে আট মাস বয়সী শিশুকন্যাকে জোরপূর্বক নিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে কাইয়ুম বিশ্বাস (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শিশুটির মা পপি বেগম আদালত ও থানা-পুলিশে ছুটোছুটি করেও এখনও ফিরে পাননি নিজের সন্তান।
জানা গেছে, তিন বছর আগে মুকসুদপুর উপজেলার পপি বেগমের সঙ্গে নগরকান্দার কাইয়ুম বিশ্বাসের বিয়ে হয়। বিয়ের পর থেকেই নানা বিষয় নিয়ে কলহ চলছিল। একপর্যায়ে পাঁচ মাস আগে মৌখিক তালাক দেন কাইয়ুম। তবে সেই সময় জোর করে আট মাস বয়সী শিশুকন্যা তানহাকে রেখে দেন তিনি।
পপি বেগম অভিযোগ করেন, তাঁর অজান্তে শিশুকে দেড় লাখ টাকায় বিক্রি করে দেন কাইয়ুম। শিশুটিকে কেনেন শাখরাইল গ্রামের কোহিনুর বেগম, যার মা-কে ধরেও বাচ্চাকে দেখতে পাননি বলে জানান পপি। এ ঘটনায় ফরিদপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে কাইয়ুমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন তিনি।
বিষয়টি নিয়ে পপি বেগম বলেন, “আমার বাঁচ্চাডারে দেখবার জন্য রাতে ঘুম হয় না, খাবার পারি না। আমার কলিজাডা শুকায় গেছে। যার কাছে বাঁচ্চা বিক্রি করা হয়েছে তাঁর মায়ের পা পর্যন্ত জড়ায় ধরছি, তবুও দেখতে দেন নাই। ওরা বলছে—আমরা দেড় লাখ টাকা দিয়ে কিনেছি, যে বিক্রি করছে তার কাছে যাও।”
অভিযুক্ত কাইয়ুম বিশ্বাসের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর বোনের মোবাইল নম্বরে কল করে একজন মিতার স্বামী পরিচয় দিয়ে ফোন কেটে দেন।
এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ সফর আলী বলেন, “আদালতের নির্দেশে আমরা তদন্ত করছি। অভিযোগে দেওয়া ঠিকানায় গিয়ে শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি। পাওয়া গেলে আদালতে পাঠানো হবে এবং সেখান থেকে সিদ্ধান্ত হবে মা না বাবা—কে শিশুটিকে পাবেন।”
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা শিশুটির দ্রুত সন্ধান ও মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।
লাইট-ফ্যান পেয়ে উচ্ছ্বসিত শিশু ও অভিভাবকরা। স্কুলের প্রধান শিক্ষক রিংখারা ত্রিপুরা বলেন, ‘পাহাড় চূড়ায় স্কুল বলে তীব্র গরমে ক্লাস করতে গিয়ে ঘেমে-নেয়ে হাঁপিয়ে উঠত শিশুরা। অন্ধকার হয়ে এলে ক্লাস করানো মুশকিল হয়ে পড়ত। এখন আমাদের কষ্ট লাঘব হবে
১১ ঘণ্টা আগেশ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজশাহী-ঢাকা রুটে প্রায় এক দশক ধরে প্রতি ট্রিপে চালক পান ১ হাজার ১০০ টাকা, সুপারভাইজার ৫০০ টাকা এবং চালকের সহকারী পান ৪০০ টাকা। উপরন্তু প্রতিদিন চালক, সুপারভাইজার ও সহকারীর ট্রিপ হয় না
১১ ঘণ্টা আগের্যাব-৯ গোপন সংবাদের ভিত্তিতে সালুটিকর ছালিয়া এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচ থেকে দেড় লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার করেছে। পাথরগুলো তারা একটি ক্রাশার মেশিন রেডি করে ভেঙ্গে সেগুলো পাচার করতে চেয়েছিল
১১ ঘণ্টা আগে১৯ আগস্ট বাদিসহ স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনকারীরা নগরীর ফজলুল হক অ্যাভিনিউ সড়কের নগর ভবনের সামনে জড়ো হয়। এ সময় পুলিশ তাদের ওপর হামলা করে বাদিসহ কয়েকজনকে আটক করে। পরে মহানগর পুলিশ কমিশনার কার্যালয় সংলগ্ন ওয়াপদা কলোনিতে নিয়ে আটক করে বাদিকে মারধর ও শ্লীলতাহানি করে
১৩ ঘণ্টা আগেলাইট-ফ্যান পেয়ে উচ্ছ্বসিত শিশু ও অভিভাবকরা। স্কুলের প্রধান শিক্ষক রিংখারা ত্রিপুরা বলেন, ‘পাহাড় চূড়ায় স্কুল বলে তীব্র গরমে ক্লাস করতে গিয়ে ঘেমে-নেয়ে হাঁপিয়ে উঠত শিশুরা। অন্ধকার হয়ে এলে ক্লাস করানো মুশকিল হয়ে পড়ত। এখন আমাদের কষ্ট লাঘব হবে
শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজশাহী-ঢাকা রুটে প্রায় এক দশক ধরে প্রতি ট্রিপে চালক পান ১ হাজার ১০০ টাকা, সুপারভাইজার ৫০০ টাকা এবং চালকের সহকারী পান ৪০০ টাকা। উপরন্তু প্রতিদিন চালক, সুপারভাইজার ও সহকারীর ট্রিপ হয় না
র্যাব-৯ গোপন সংবাদের ভিত্তিতে সালুটিকর ছালিয়া এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচ থেকে দেড় লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার করেছে। পাথরগুলো তারা একটি ক্রাশার মেশিন রেডি করে ভেঙ্গে সেগুলো পাচার করতে চেয়েছিল
১৯ আগস্ট বাদিসহ স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনকারীরা নগরীর ফজলুল হক অ্যাভিনিউ সড়কের নগর ভবনের সামনে জড়ো হয়। এ সময় পুলিশ তাদের ওপর হামলা করে বাদিসহ কয়েকজনকে আটক করে। পরে মহানগর পুলিশ কমিশনার কার্যালয় সংলগ্ন ওয়াপদা কলোনিতে নিয়ে আটক করে বাদিকে মারধর ও শ্লীলতাহানি করে