চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) দুই ঘণ্টা আটকে রাখে স্থানীয় জনতা। ছিনতাইয়ের অভিযোগ ওঠায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সদর উপজেলার হোসেনডাইং এলাকায় গতকাল বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ওই পুলিশ কর্মকর্তার নাম ফিরোজ রানা। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত।
স্থানীয়রা জানান, বুধবার রাত ৯টার কিছু পরে দিকে এএসআই ফিরোজ আরও দুজনকে সঙ্গে নিয়ে হোসেনডাইং এলাকায় একটি মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করেন। সে সময় ওই মোটরসাইকেল চালক পালিয়ে এসে গ্রামের লোকজনকে জানান। পরে গ্রামের লোকজন জড়ো হয়ে ফিরোজসহ তিনজনকে চারদিক থেকে ঘিরে ফেলেন। তবে বাকি দুজন পালিয়ে গেলেও এএসআই ফিরোজকে ধরে ফেলেন স্থানীয়রা।
ঝিলিম ইউনিয়নের সদস্য মনিরুল ইসলাম মনি বলেন, ‘সাদা পোশাকে ছিলেন এএসআই ফিরোজ। স্থানীয় লোকজন তাকে ধরে ফেলার পর নিজেকে পুলিশ সদস্য পরিচয় দেন এবং সঙ্গে থাকা পরিচয়পত্র দেখান। পরে খবর পেয়ে থানা ও গোয়েন্দা পুলিশের সদস্যরা এসে রাত সোয়া ১১টার দিকে তাকে উদ্ধার করে নিয়ে যায়।’
ইউপি সদস্য আরও বলেন, ‘এর আগেও হোসেডাইং এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তাই স্থানীয় জনতা প্রচণ্ড ক্ষুব্ধ ছিলেন। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে তিন শতাধিক মানুষ জড়ো হয়ে যায়।’
বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) এএমএম ওয়াসিম ফিরোজ বলেন, ‘বুধবার রাতে ফিরোজ রানা ডিউটি অফিসার ছিলেন। ডিউটি অফিসার থাকা অবস্থায় কোনো অভিযানে যাওয়ার সুযোগ নেই। তারপরও তিনি (ফিরোজ রানা) দাবি করেছেন দুই সোর্স নিয়ে মাদক উদ্ধারে গিয়েছিলেন। তবে মাদক উদ্ধারে যাওয়ার আগে তার ঊর্ধ্বতন কোনো কর্মকর্তাকে জানাননি।’
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘তার (ফিরোজ) বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ ওঠায় তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ঘটনার তদন্তের জন্য একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন সাপেক্ষে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
চাঁপাইনবাবগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) দুই ঘণ্টা আটকে রাখে স্থানীয় জনতা। ছিনতাইয়ের অভিযোগ ওঠায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সদর উপজেলার হোসেনডাইং এলাকায় গতকাল বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ওই পুলিশ কর্মকর্তার নাম ফিরোজ রানা। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত।
স্থানীয়রা জানান, বুধবার রাত ৯টার কিছু পরে দিকে এএসআই ফিরোজ আরও দুজনকে সঙ্গে নিয়ে হোসেনডাইং এলাকায় একটি মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করেন। সে সময় ওই মোটরসাইকেল চালক পালিয়ে এসে গ্রামের লোকজনকে জানান। পরে গ্রামের লোকজন জড়ো হয়ে ফিরোজসহ তিনজনকে চারদিক থেকে ঘিরে ফেলেন। তবে বাকি দুজন পালিয়ে গেলেও এএসআই ফিরোজকে ধরে ফেলেন স্থানীয়রা।
ঝিলিম ইউনিয়নের সদস্য মনিরুল ইসলাম মনি বলেন, ‘সাদা পোশাকে ছিলেন এএসআই ফিরোজ। স্থানীয় লোকজন তাকে ধরে ফেলার পর নিজেকে পুলিশ সদস্য পরিচয় দেন এবং সঙ্গে থাকা পরিচয়পত্র দেখান। পরে খবর পেয়ে থানা ও গোয়েন্দা পুলিশের সদস্যরা এসে রাত সোয়া ১১টার দিকে তাকে উদ্ধার করে নিয়ে যায়।’
ইউপি সদস্য আরও বলেন, ‘এর আগেও হোসেডাইং এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তাই স্থানীয় জনতা প্রচণ্ড ক্ষুব্ধ ছিলেন। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে তিন শতাধিক মানুষ জড়ো হয়ে যায়।’
বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) এএমএম ওয়াসিম ফিরোজ বলেন, ‘বুধবার রাতে ফিরোজ রানা ডিউটি অফিসার ছিলেন। ডিউটি অফিসার থাকা অবস্থায় কোনো অভিযানে যাওয়ার সুযোগ নেই। তারপরও তিনি (ফিরোজ রানা) দাবি করেছেন দুই সোর্স নিয়ে মাদক উদ্ধারে গিয়েছিলেন। তবে মাদক উদ্ধারে যাওয়ার আগে তার ঊর্ধ্বতন কোনো কর্মকর্তাকে জানাননি।’
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘তার (ফিরোজ) বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ ওঠায় তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ঘটনার তদন্তের জন্য একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন সাপেক্ষে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
স্বামী রেভিলিয়াম রোয়াজার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি(জিডি) করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
৩ ঘণ্টা আগেনীলফামারীর সৈয়দপুরে দুইজন গুণী প্রধান শিক্ষককে অবসর ও বদলিজনিত কারণে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগেমাদক ব্যাবসা ও চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নবাসী প্রতিবাদ করায় সন্ত্রাসীরা প্রতিবাদকারীদের কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ উঠেছে।
৬ ঘণ্টা আগেভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে অপপ্রচার করায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ও সরকারী কেসি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বখতিয়ার মাহমুদ।
৬ ঘণ্টা আগেস্বামী রেভিলিয়াম রোয়াজার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি(জিডি) করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
নীলফামারীর সৈয়দপুরে দুইজন গুণী প্রধান শিক্ষককে অবসর ও বদলিজনিত কারণে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
মাদক ব্যাবসা ও চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নবাসী প্রতিবাদ করায় সন্ত্রাসীরা প্রতিবাদকারীদের কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ উঠেছে।
ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে অপপ্রচার করায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ও সরকারী কেসি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বখতিয়ার মাহমুদ।