দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা: উদ্বিগ্ন অভিভাবক

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
প্রতীকী ছবি

দেশে নারী ও শিশু নির্যাতন বেড়েই চলেছে। ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত গত পাঁচ বছরে দেশে অন্তত ৬ হাজার ৩০৫ জন নারী-শিশু ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৪৭১ জন ১৮ বছরের কম বয়সী শিশু রয়েছে। চলতি বছরের গত দুই মাসে দেশে ধর্ষণের শিকার হয়েছে কমপক্ষে ১০৭ জন।

যাদের মধ্যে ৬৬ জন ১৮ বছরের কম বয়সী শিশু রয়েছে। এ সময় ২২৪ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে।

গত কয়েকদিন ধরে ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে, যা নারীদের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে।

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার ৮ বছরের শিশু। ধর্ষণের এ ঘটনার চার দিনেও জ্ঞান ফেরেনি শিশুটির। ওই ঘটনায় শিশুটির দুলাভাই ও তার বাবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শিশুটির অবস্থা ‘সংকটাপন্ন’ থাকায় শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। লাইফ সাপোর্টে কৃত্রিম যন্ত্রের সাহায্যে শ্বাস-প্রশ্বাস চলছে তার।

মামলার এজাহারে বলা হয়, গত বুধবার (৫ মার্চ) রাত ১০টার দিকে খাবার খেয়ে বড় বোন ও তার স্বামীর সঙ্গে একই কক্ষে ঘুমায় শিশুটি। রাত আড়াইটার দিকে বড় বোন ঘুম থেকে জেগে দেখেন, ছোট বোন পাশে নেই, মেঝেতে পড়ে আছে। তখন শিশুটি বড় বোনকে জানায়, তার যৌনাঙ্গে জ্বালাপোড়া হচ্ছে। কিন্তু বড় বোন মনে করে, শিশুটি ঘুমের মধ্যে আবোলতাবল বলছে। এরপর সকাল ৬টার দিকে শিশুটি আবার বোনকে যৌনাঙ্গে জ্বালাপোড়ার কথা বলে। কারণ জিজ্ঞেস করলে সে বোনকে জানায়, রাতে দুলাভাই (বোনের স্বামী) দরজা খুলে দিলে তার বাবা (শ্বশুর) তার মুখ চেপে ধরে তার কক্ষে নিয়ে ধর্ষণ করে। সে চিৎকার করতে গেলে তার গলা চেপে ধরা হয়। পরে তাকে আবার বোনের কক্ষের মেঝেতে ফেলে রেখে যায়।

অন্যদিকে, গাজীপুরের শ্রীপুরে শালবনে আট বছরের শিশুকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মো. আরমান আলী (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের দরগাচালা গ্রামের শালবনে এ ঘটনা ঘটে। ইয়াবা সেবন করে শিশুটিকে ধর্ষণ করে আরমান আলী। এ সময় সে ভিডিও ধারণ করে সোশ্যাল হ্যান্ডেল ইমোর মাধ্যম বন্ধুদের পাঠায় বলেও প্রমাণ মিলেছে।

শনিবার সন্ধ্যায় বনের ভেতর থেকে চিৎকারের শব্দ শুনে এগিয়ে গিয়ে ওই শিশুকে উদ্ধার করেন স্থানীয়রা। এ সময় ধর্ষক আরমান আলীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন তারা।

অন্যদিকে, গাজীপুরের মাওনা উত্তরপাড়া এলাকায় বাবে জান্নাত মাদ্রাসা নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাত বছরের এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে আব্দুল মালেক নামে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার আব্দুল মালেক নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার শিবপুর গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে।

এ বিষয়ে মাওনার ফাঁড়ির ইনচার্জ হাসমত উল্লাহ গণমাধ্যমকে জানান, অভিযুক্তকে থানায় নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। শিশুর পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও ঋষিপাড়া এলাকায় ৪ মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে (২০) ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় তিন-চারজন জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান দক্ষিণ কেরানীগঞ্জ থানার এক নারী কনস্টেবল। পরে স্বাস্থ্য পরীক্ষায় দেখা যায় ওই নারী চার মাসের অন্তঃসত্ত্বা।

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়েছে। এই মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। জাজিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. মোশাররফ হোসেন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলো আশরাফুল ইসলাম সিয়াম ও জিৎ সরকার।

অন্যদিকে, নরসিংদীর সদর উপজেলার পাঁচদোনায় সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে একটি বাসায় দুদিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

শনিবার রাতে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে পাঁচজনের বিরুদ্ধে মাধবদী থানায় মামলাটি করেন বলে মাধবদী থানার ওসি মো. নজরুল ইসলামর জানান।

গত ১৯ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ওই গৃহবধূকে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার পাঁচদোনা মোড়ে অবস্থিত একটি সাততলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে আটকে রেখে ওই নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। ভুক্তভোগী ওই নারী শুক্রবার রাতে মাধবদী থানায় হাজির হয়ে পুলিশকে ঘটনাটি জানান।

এ ঘটনায় গ্রেপ্তার ইকবাল হোসেন পাঁচদোনা ইউনিয়নের আসমান্দীচর এলাকার জয়নালের ছেলে। আরেক আসামি হলো একই এলাকার আব্দুল মোতালেবের ছেলে পাপ্পু মিয়া (২৯)।

বেসরকারি মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। সংস্থাটি দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নিজস্ব অনুসন্ধানে এসব তথ্য সংগ্রহ করে।

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে দেশে ৪০১ জন নারী ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন।

পুলিশ সদর দপ্তরের ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে দেশে নারী-শিশু নির্যাতনের ঘটনায় ১৭ হাজার ৫৭১টি মামলা হয়েছে। এর মধ্যে গত জানুয়ারি মাসে মামলা হয়েছে ২৪১টি।

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশুকে গত বুধবার রাতে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরাধ বিশ্লেষকরা বলছেন, সমাজের প্রতিটি স্তরে নারীর অবদান অপরিসীম। কিন্তু এখনো অনেক ক্ষেত্রে তারা বৈষম্য এবং প্রতিনিয়ত বিভিন্ন ধরনের নির্যাতন ও সহিংসতার শিকার হচ্ছেন। কর্মক্ষেত্র, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনপরিসরে নারীরা প্রায়ই বৈষম্য ও নির্যাতনের সম্মুখীন হন। বিশেষ করে নারীর প্রতি সহিংসতা, যৌন হয়রানি, বাল্যবিবাহ, যৌতুকপ্রথা এবং পারিবারিক নির্যাতন আজও আমাদের সমাজে গভীরভাবে প্রোথিত।

বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যালএইড উপপরিষদের দেওয়া তথ্য মতে, গত ফেব্রুয়ারি মাসে ৭২ জন কন্যাশিশু ও ১১৭ জন নারীসহ ১৮৯ জন নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৩০ জন কন্যাশিশুসহ ৪৮ জন। আর তিনজন কন্যাসহ ১১ জন দলবদ্ধ ধর্ষণের শিকার এবং একজন কন্যাশিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

এ বিষয়ে মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, ধর্ষণ ছাড়াও নারীকে হেনস্তা ও নারীর প্রতি সহিংসতার ঘটনা প্রতিনিয়ত ঘটছে। পাশাপাশি গণপরিসরে নারীরা নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন হচ্ছে। এসব ঘটনা নারীর মর্যাদা, নিরাপত্তা, স্বাধীন চলাচল ও ব্যক্তিগত সিদ্ধান্তের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। যার মাধ্যমে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে ও স্বাভাবিক জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

স্বামী রেভিলিয়াম রোয়াজার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি(জিডি) করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

৪ ঘণ্টা আগে

নীলফামারীর সৈয়দপুরে দুইজন গুণী প্রধান শিক্ষককে অবসর ও বদলিজনিত কারণে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

৭ ঘণ্টা আগে

মাদক ব্যাবসা ও চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নবাসী প্রতিবাদ করায় সন্ত্রাসীরা প্রতিবাদকারীদের কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ উঠেছে।

৭ ঘণ্টা আগে

ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে অপপ্রচার করায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ও সরকারী কেসি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বখতিয়ার মাহমুদ।

৭ ঘণ্টা আগে