অপহৃত তিন শ্রীলঙ্কান নাগরিক উদ্ধার, আটক ৪

প্রতিনিধি
বাগেরহাট
Thumbnail image
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোল্লাহাটে মুক্তিপণের জন্য আটক করে রাখা শ্রীলঙ্কার তিন নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে।গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দক্ষিণ আমবাড়ি গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শ্রীলঙ্কান নাগরিকরা হলেন—মালাভি পাথিরানা, পাথিরানা থুপ্পি মুদিইয়ানসেল্যাগ এবং নীল। তাঁদের মধ্যে একজন নারী রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

আটকরা হলেন—দক্ষিণ আমবাড়ি এলাকার কাজী এমদাদ হোসেন (৫২), সবুর শেখের ছেলে শহিদুল শেখ (২৪), গোপালগঞ্জের জনি শেখ (৩৮) ও চরকুলিয়ার এস এম সামসুল আলম (৪৫)। তাঁদের মধ্যে সামসুল আলমকে আজ বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে আটক করা হয়।

বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বলেন, ‘মুক্তিপণের উদ্দেশ্যে তিন শ্রীলঙ্কান নাগরিককে একটি বাড়িতে আটকে রাখা হয়েছিল। গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করেছি। এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’’

পুলিশ জানায়, শ্রীলঙ্কান ওই তিন নাগরিকের মধ্যে দুজন গত ২২ এপ্রিল বাগেরহাটের শহিদুল শেখের ‘ব্যবসায়িক আমন্ত্রণে’ বাংলাদেশে আসেন। ঢাকা পৌঁছানোর পর তাঁদের দক্ষিণ আমবাড়ির একটি বাড়িতে নেওয়া হয় এবং শ্রীলঙ্কায় তাঁদের পরিবারের কাছে একটি বাংলাদেশি নম্বর থেকে মুক্তিপণ দাবি করা হয়।

এ বিষয়ে মোল্লাহাট থানার ওসি কেএম আজিজুল ইসলাম জানান, ‘‘উদ্ধারকৃতরা এখন পুলিশের নিরাপত্তায় রয়েছেন। তাঁদের শারীরিক অবস্থা ভালো রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।’’

ঘটনার সঙ্গে আন্তর্জাতিক অপহরণচক্র জড়িত কি না, সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কুকুরের আক্রমণ থেকে বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। প্রাণীটি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজলের কাছে হস্তান্তর করা হয়েছে।

২ ঘণ্টা আগে

ভারতে উগ্রবাদী সন্ত্রাসী হিন্দু সম্প্রদায় কর্তৃক মুসলমানদের উপর নির্যাতন- হত্যা, পথে- ঘাটে বস্ত্রহরণ সহ মসজিদ-মাদ্রাসা, বাড়ী-ঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে মুসল্লিরা। শুক্রবার (২৫ এপ্রিল) জুম্মার নামাজের পর এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

৬ ঘণ্টা আগে

খাগড়াছড়ির রামগড় পৌরসভার নজিরটিলা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. শামসু ও বাবুল মিয়া নামে দুই ব্যক্তিকে পৃথক দুই মামলায় ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

১ দিন আগে