অফিস কক্ষে বসেই ধূমপান প্রধান শিক্ষকের, পেলেন শোকজ

প্রতিনিধি
ময়মনসিংহ
Thumbnail image
ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের কাটাখালী উমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফাজ উদ্দিন বিদ্যালয়ের অফিস কক্ষে ধূমপান করছেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। আর তার এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয়রা।

এ নিয়ে এলাকাজুড়ে সমালোচনার ঝড় বইছে। উপজেলা মাধ্যমিক অফিস প্রধান শিক্ষককে কারন দর্শানোর নোটিশ দিয়েছেন।

জানা যায়, প্রধান শিক্ষক আফাজ উদ্দিন প্রায় সময় শিক্ষা প্রতিষ্ঠানে বসেই ধূমপান করেন। এতে বিব্রতকর অবস্থায় পড়েন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকরাও। কাণ্ডজ্ঞানহীন এমন ঘটনায় তার নীতি-নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলছেন অভিভাবক ও সচেতন মহল।

প্রধান শিক্ষক আফাজ উদ্দিন ধূমপানের বিষয়টি স্বীকার করে বলেন, ‘ছবিগুলো ২০২১-২২ সালের। ওই সময়ে যার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল সে ধারণ করে। এখন আমার সাথে বিরোধ সৃষ্টি হওয়ায় ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিয়েছে।’

স্থানীয় রুবায়েত মিল্লাত বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন, ‘একজন প্রধান শিক্ষক যদি এমন কাজ করেন, তাহলে ছাত্র-ছাত্রীরা কি শিখবে উনার কাছ থেকে। দ্রুত প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি’।

এ বিষয়ে ত্রিশাল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিষয়টি ছবিতে দেখেছি। শিক্ষাপ্রতিষ্ঠানে এমন কাজ গর্হিত অপরাধ। বিষয়টি অধিকতর অপরাধ জেনে তাকে কারন দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। ২৭ এপ্রিল থেকে তিন দিনের মধ্যে স্বশরীরে হাজির হয়ে তাকে জবাব দেয়ার জন্য বলা হয়েছে। জবাব পাওয়ার পর তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

অন্যদিকে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী জানান, তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রকাশ্যে ধূমপান করার কোন সুযোগ নেই। কেউ প্রকাশ্যে ধূমপান করলে তাকে আইন অনুযায়ী শাস্তির আওতায় আসতে হবে। দায়িত্বশীল জায়গায় থেকে একজন প্রধান শিক্ষক হচ্ছেন শিক্ষার্থী ও জনসাধারণের কাছে আইডল। কোন শিক্ষক বিদ্যালয়ে প্রকাশ্যে ধূমপান করলে তিনি অন্যায় করেছেন। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:

ময়মনসিংহ
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

টাঙ্গাইলের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) চার প্রকৌশলী ও দুই ঠিকাদারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নাগরপুর উপজেলায় দুটি রাস্তার উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে এ মামলা দায়ের করেছে দুদক।

১ ঘণ্টা আগে

আশাশুনি উপজেলার একসোর গ্রামের মাটির নিচে থেকে যশোরের এক ব্যবসায়ীর লাশ উত্তোলন করেছে পুলিশ। রবিবার বিকালে এ লাশ উত্তোলন করা হয়।

১ ঘণ্টা আগে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা বাজারে মহাশশ্মানের নির্মাণাধীন মন্দির ভাংচুর ও জায়গা দখল করে গরু হাট নির্মাণ করার অভিযোগে মানববন্ধন বিক্ষোভ মিছিল সড়ক অবরোধ করেছেন সনাতন ধর্ম্মাবলম্বীরা।

৩ ঘণ্টা আগে

টাঙ্গাইলের মির্জাপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শ্রমিকদল নেতা ফজল হক (৫৫) নিহত হওয়ার ঘটনা ঘটেছে। হামলায় আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন নিহতের স্ত্রী মরিয়ম বেগম (৪৫) এবং ছেলে মনিরুজ্জামান (২৫)।

৪ ঘণ্টা আগে