গাছ কাটতে বাধা দেওয়ায় স্বামীকে কুপিয়ে হত্যা, স্ত্রী হাসপাতালে

প্রতিনিধি
ময়মনসিংহ
Thumbnail image
প্রতীকী ছবি

ময়মনসিংহের নান্দাইলের পল্লীতে গাছ কাটার ঘটনা নিয়ে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম করেছে তার প্রতিবেশী। হাসপাতালে নেওয়া হলে স্বামীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন স্ত্রী।

এ ঘটনার পর হত্যায় অভিযুক্তকে পুলিশে ধরিয়ে দেয় এলাকবাসী।

বৃহস্পতিবা (১ মে) বিকেলে এ ঘটনা ঘটে উপজেলার রাজগাতি ইউনিয়নের শুভখিলা গ্রামে।

স্থানীয় সুত্র ও পুলিশ জানায়, দেলোয়ার হোসেন দেলু (৩৫) দীর্ঘ দিন ধরে ঢাকায় বসবাসের পর সম্প্রতি নিজ গ্রামে আসেন। এর মধ্যে নিজেদের অনেক সম্পত্তি প্রতিবেশীরা জোরপূর্বক দখলে নিয়ে নেয়। এতে বেশ কয়েকটি সালিশ দরবারে জমি ফেরতের সিদ্ধান্ত হলেও দখলদাররা মানেনি।

এ অবস্থায় বেশ কয়েকদিন ধরে প্রতিবেশী হামিদুল হকের ছেলে এনামুল হক (৪২) দেলোয়ার হোসেন দেলুর জায়গার বেশ কয়েকটি গাছ কাটতে থাকে। এতে বাধা দিলে গত বুধবার সকাল থেকে দুইজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই সময় এনামুল উত্তেজিত হয়ে বলেন—আগামীকাল ( বৃহস্পতিবার) গাছ কাটবে এতে বাধা দিলে কুপিয়ে হত্যা করবে। বৃহস্পতিবার দুপুরে এনামুল গাছ কাটতে গেলে বাধা দেন দেলোয়ার।

এ সময় দুইজনেই তর্কে লিপ্ত হলে হঠাৎ এনামুল দা এনে কোপ দেয়। এ সময় স্ত্রী রুমা আক্তার বাধা দিলে তাকেও কোপাতে থাকে। পরে লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দেলোয়ার হোসেন দেলুকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, ঘটনার সাথে জড়িত এনামুলকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

সৈয়দপুর শহরের কাজীপাড়া এলাকার সামিউল (১০) নামে ওই শিশু বর্তমানে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এর সুষ্ঠু বিচার দাবি করেছেন ওই শিশুর বাবা মো. আনারুল ইসলাম ও মা সাথী বেগম

৩ ঘণ্টা আগে

রোগীবাহি অ্যাম্বুলেন্স ছাড়া চলাচল করতে দেওয়া হয়নি কোনো ধরনের যানবাহন। পাবলিক ট্রান্সপোর্ট না থাকার কারণে বিপাকে পড়েছেন যাত্রীরা। কখনও পায়ে হেঁটে কখনও ভ্যান রিক্সায় তাদেরকে দূর দূরান্তে পৌঁছাতে হচ্ছে

৪ ঘণ্টা আগে

টাইফয়েড টিকায় কোন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া নেই। টিকা নেওয়ার পরে বমিভাব, টিকা গ্রহণের স্থানে লালচে রং ধারণ ও জ্বর হতে পারে। এটি কোন স্বাস্থ্য ঝুঁকির কারণ নয়। তবে যে কোন ধরনের অসুস্থতা, গর্ভবতী ও দুগ্ধদানকারী মা টাইফয়েড টিকা গ্রহণ করতে পারবেন না বলে জানানো হয়

৪ ঘণ্টা আগে

যাত্রীদের ভোগান্তির দিকে লক্ষ্য করে আমরা প্রতিদিন সকাল-সন্ধ্যা অবরোধের ডাক দিয়েছি। দাবি একটাই, গেজেট বাতিল করে আমাদেরকে ফেরত না দেওয়া পর্যন্ত আমরা দুই ইউনিয়নবাসী ঘরে ফিরে যাব না

৫ ঘণ্টা আগে