দূর্বৃত্তদের ছুরিকাঘাতে মাদ্রাসা সুপার গুরুতর আহত, ২ হামলাকারী আটক

প্রতিনিধি
ময়মনসিংহ
Thumbnail image
প্রতীকী ছবি

ময়মনসিংহ সদরের মধ্যবাড়েরার পাড় এলাকার আলকারীমূল বারী রহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শাহাবুদ্দিনকে দূর্বৃত্তরা ছুরিকাঘাত করে মারাত্মক ভাবে রক্তাক্ত জখম করেছে। তার শারীরিক অবস্থা খুবই গুরুতর। বাম চোখের অবস্থা জটিল হওয়ায় ঢাকায় জাতীয় চক্ষু হাসপাতালে প্রেরন করা হয়েছে। চিকিৎসক জানান, গুরুতর অস্ত্রাঘাতের কারণে বাম চোখের মারাত্মক ক্ষতি হয়েছে। অস্ত্রপচারে সফল না হলে অন্ধত্ব বরণ করতে হবে।

জানা গেছে , আজ সোমবার সকাল অনুমান সাড়ে ৯ টায় নিত্যদিনের ন্যায় শহরের মাসকান্দা জবান সাহেবের মসজিদের সামনে থেকে অটোতে চড়ে মাদ্রাসায় যাবার উদ্দেশ্যে রওনা দেন।আকুয়া খালেক সরকারের ইটখোলার কাছাকাছি যাওয়া মাত্রই অটোতে থাকা দুই অস্ত্রধারী সুপার শাহাবুদ্দিনকে টেনে হেঁচড়ে অটো থেকে নামানোর চেষ্টা করে এবং হত্যার উদ্দেশ্যে উপর্যুপরি আঘাত করতে থাকে। ডাকচিৎকারে আশপাশে থাকা লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে সুপারকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে এবং ২ জন হামলাকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

মাওলানা শাহাবুদ্দিনকে রক্তাক্ত জখমী অবস্থায় ময়মনসিংহের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । চিকিৎসকের ভাষ্যমতে চোখের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। জানা গেছে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছে।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলাম খান জানান, হামলাকারী ২ জন দূর্বৃত্তকে আটক করা হয়েছে।এ ঘটনায় থানায় মামলা রুজু করা হচ্ছে।ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলা হয়েছে আলকারীমূল বারী রহমানিয়া দাখিল মাদ্রাসার চাকুরীচ্যুত সাবেক সুপার আব্দুস সোবহানের নির্দেশে ও পরিকল্পনায় তার ছেলে বদরুল ইসলাম মোহিম তার সঙ্গী সাদিকুর রহমান চৌধুরীকে সাথে নিয়ে হত্যার উদ্দেশ্যে সুপার মাওলানা শাহাবুদ্দিন উপর এ বর্বরোচিত হামলা চালায়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার আরামনগর বাজার শাখার রূপালী ব্যাংকের দুই কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে ভুয়া হাজিরা এবং জাল স্বাক্ষরের মাধ্যমে বেতনের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

১ ঘণ্টা আগে

খুলনার পাইকগাছা উপজেলার বিভিন্ন এলাকা‌ থেকে আওয়ামী লীগ ও শ্রমিক লীগ নেতাসহ নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার ৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

১ ঘণ্টা আগে

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ‘নজরুল উৎসব’ অনুষ্ঠিত হয়।

২ ঘণ্টা আগে

দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ১৫ বছরে আমাদের প্রতি যে জুলুম করেছে ফ্যাসিস্ট হাসিনা এবং ভারতের সাম্রাজ্যবাদ, এর থেকে মুক্তি আমরা পেয়েছি। জুলুম থেকে মুক্তি পেয়েছি জুলাই বিপ্লবের শহীদদের মাধ্যমে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে মাত্র ৯ মাসের মধ্যে যেন আমরা সেই শহীদদের ভুলতে বসেছি।

২ ঘণ্টা আগে