সংখ্যালঘু পরিবারের বসতঘরে ধারাবাহিক অগ্নিসংযোগ

দোষীদের ধরিয়ে দিলে পুরস্কারের ঘোষণা রাউজান পুলিশের

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

রাউজানে সংখ্যালঘু পরিবারের বসতঘরে ধারাবাহিক অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্তে তথ্যদাতাকে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ বলেন, দোষীদের ধরতে সহায়তামূলক তথ্য দিলে নগদ অর্থসহ উপযুক্ত পুরস্কার দেওয়া হবে, তবে অঙ্ক নির্দিষ্ট করা হয়নি।

বুধবার (২৪ ডিসেম্বর) সুলতানপুর পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি বাড়ি পরিদর্শন শেষে তিনি এ ঘোষণা দেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করা হচ্ছে এবং দ্রুত জড়িতদের আইনের আওতায় আনা হবে।

পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার ভোরে কাতারপ্রবাসী সুখ শীলের মালিকানাধীন বসতঘরে বাইরে থেকে দরজা আটকে আগুন দেওয়া হয়। এতে ঘরের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৮ থেকে ১০ লাখ টাকা। ঘটনাস্থল থেকে রাজনৈতিক নেতা ও প্রশাসনের কর্মকর্তাদের নাম-নম্বর লেখা হাতে লেখা কাগজ উদ্ধার করা হয়েছে, যা তদন্তে গুরুত্ব পাচ্ছে।

পুলিশ আরও জানায়, ক্ষতিগ্রস্ত পরিবারের ঘর পুনর্নির্মাণে আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। স্থানীয়দের মতে, সম্প্রতি রাউজানে একই কায়দায় একাধিক সংখ্যালঘু পরিবারের ঘরে অগ্নিসংযোগ হয়েছে। পুলিশ ধারণা করছে, এসব ঘটনায় একটি সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে। তদন্ত জোরদার ও অভিযান অব্যাহত রয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

রাউজানে সংখ্যালঘু পরিবারের বসতঘরে ধারাবাহিক অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্তে তথ্যদাতাকে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ বলেন, দোষীদের ধরতে সহায়তামূলক তথ্য দিলে নগদ অর্থসহ উপযুক্ত পুরস্কার দেওয়া হবে, তবে অঙ্ক নির্দিষ্ট করা হয়নি।

৪ ঘণ্টা আগে

নীলফামারীর সৈয়দপুরে গ্রীন হার্ট ফাউন্ডেশন অসহায় ও শীতার্ত মানুষের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ করেছে। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে শহরের দারুল উলুম মোড় এলাকায় ফাউন্ডেশনের কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

১৯ ঘণ্টা আগে

দেওয়ানগঞ্জের ঝাউডাংগা বিজিবি আউট পোস্ট বুধবার (২৪ ডিসেম্বর) সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি পিকআপ গাড়ি থেকে ৪৭ বান্ডেল ভারতীয় থান কাপড় জব্দ করেছে।

২০ ঘণ্টা আগে

নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা ও বাংলা চলচ্চিত্রের সোনালি যুগের অভিনেতা, একুশে পদকপ্রাপ্ত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের ৬৯তম জন্মদিনে কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে শোলাকিয়া বাগে রহমত মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২০ ঘণ্টা আগে