গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
বকেয়া বেতন ও ঈদের বোনাসের দাবিতে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা

গাজীপুরের কালিয়াকৈরে তিন মাসের বকেয়া বেতন ও ঈদের বোনাসের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। পরে তারা ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখেন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার টপস্টার এলাকার হ্যাগ নীট ওয়্যার নামের কারখানার শ্রমিকরা এক ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে যৌথ বাহিনীর হস্তক্ষেপে শ্রমিকরা সড়ক থেকে সরে যান।

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই কারখানায় তিন শতাধিক শ্রমিক কাজ করেন। তারা কয়েক দিন ধরে বকেয়া বেতন ও ঈদের বোনাসের দাবি জানিয়ে আসছেন। কিন্তু কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে টালবাহানা করে আসছে। এ অবস্থায় সকাল ৭টার দিকে শ্রমিকরা কাজে গিয়ে কারখানার ফটকে তালা ঝোলানো দেখতে পান। এতে উত্তেজিত হয়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন। এতে সকাল সাড়ে ৮টা থেকে ফের যানবাহন চলাচল শুরু হয়।

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন যানবাহন চলাচল স্বাভাবিক আছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড় এবার ভূমি সেবার ক্ষেত্রে সৃষ্টি করেছে নতুন দৃষ্টান্ত। দেশের প্রথম জেলা হিসেবে এখানে চালু করা হয়েছে ভূমি কর্পোরেট সেবা কার্যক্রম, যার ফলে সেবা প্রার্থীদের জন্য খুলে গেছে হয়রানিমুক্ত, স্বচ্ছ ও সময়সাশ্রয়ী সেবার দ্বার।

১৪ মিনিট আগে

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। দাবি পূরণ না হলে আগামীকাল সোমবার (২১ এপ্রিল) দুপুর ৩টা থেকে তাঁরা আমরণ অনশন কর্মসূচি শুরু করবেন বলে ঘোষণা দিয়েছেন।

২২ মিনিট আগে

খোলা জায়গায় বিপজ্জনকভাবে পেট্রল-অকটেন বিক্রির পরিণতি এবার ভয়াবহ চিত্রে ধরা পড়লো। রোববার ভোরে ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক দোকানে আগুন লেগে পুড়ে মারা গেছেন আমির হোসেন (৪০) নামে এক ব্যবসায়ী।

২৫ মিনিট আগে

খুলনার ডুমুরিয়ায় ভ্যানচালক মো. মহিদুল শেখ মিলন (৩৮) হত্যা মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। খুলনা জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (১৮ এপ্রিল) রাতে ডুমুরিয়া থানা পুলিশের দুটি পৃথক দল খুলনা, চট্টগ্রাম ও যশোরে বিশেষ অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে।

২৭ মিনিট আগে