উদ্বোধনের অপেক্ষায় ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ভবন

সংকট জনবল-সরঞ্জামের

প্রতিনিধি
ফেনী
Thumbnail image
ফাইল ছবি

৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত হয়েছে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে কাঙ্ক্ষিত জনবল ও আধুনিক সরঞ্জামের অভাবে সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার লক্ষাধিক মানুষ।

১৯৯৭ সালে ফুলগাজী উপজেলার মুন্সিরহাট এলাকায় ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটি চালু হয়। জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে ২০১৭ সালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনে প্রায় ১৬ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে একটি ছয় তলা ভবন নির্মাণের কাজ শুরু হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এমএস ডালি কনস্ট্রাকশন লিমিটেড’-এর মাধ্যমে ভবনটি ২০১৯ সালে হস্তান্তরের কথা থাকলেও প্রায় ছয় বছর পর নির্মাণকাজ শেষ হয়।

ফেনী জেলা সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম জানান, নবনির্মিত ভবনে আগামী জুলাই মাসের শুরুতে বহির্বিভাগ ও প্রশাসনিক কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে আসবাবপত্র স্থানান্তরের কাজ চলছে।

তবে শুধু অবকাঠামোগত উন্নয়নেই সীমাবদ্ধ ফুলগাজী স্বাস্থ্য কমপ্লেক্স। বাস্তব চিত্র হলো, এখানে চিকিৎসক, নার্স, সহকারী কর্মী থেকে শুরু করে নিরাপত্তা প্রহরী ও যন্ত্রপাতির অভাব চরমে।

জনবল সংকটে সেবা ব্যাহত

সংশ্লিষ্ট সূত্র জানায়, ৫০ শয্যার কাঠামো অনুযায়ী চিকিৎসক ও জনবল সরবরাহের কথা থাকলেও তা বহুদিন ধরে অপূর্ণ। মেডিকেল অফিসার থাকার কথা ২ জন, সেখানে মাত্র একজন দায়িত্ব পালন করছেন। আবাসিক মেডিকেল অফিসার (আরএমও), গাইনি ও সার্জারি কনসালটেন্ট পদও শূন্য। অনুমতি ছাড়াই দুই চিকিৎসক বর্তমানে বিদেশে রয়েছেন।

উপজেলার তিনটি উপ-স্বাস্থ্য কেন্দ্রে ৩ জন মেডিকেল অফিসার পদের মধ্যে ১টি খালি এবং তিনটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ১টি পদ শূন্য রয়েছে।

নার্স, মিডওয়াইফ, আয়া, ওয়ার্ড বয়, পরিচ্ছন্নতা কর্মী, সিকিউরিটি গার্ড, অফিস সহকারী, পরিসংখ্যানবিদ, স্টোর কিপারসহ অধিকাংশ পদই শূন্য। নতুন অ্যাম্বুলেন্স থাকলেও চালকের অভাবে ব্যবহার করা যাচ্ছে না।

যন্ত্রপাতি থাকলেও নেই কার্যকারিতা

হাসপাতালে আল্ট্রাসনোগ্রাম মেশিন থাকলেও নেই সংশ্লিষ্ট চিকিৎসক। পুরোনো একটি এক্সরে মেশিন রয়েছে, তবে সেটি অকার্যকর অবস্থায় পড়ে আছে। এক্সরে পরিচালনার জন্য নেই কোনো রেডিওগ্রাফার।

বেসরকারি ক্লিনিকের দালালচক্র সক্রিয়

সেবা না পেয়ে অনেকে স্থানীয় বেসরকারি ক্লিনিকগুলোতে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালের সামনে অবস্থিত ক্লিনিকগুলোর দালালচক্র রোগীদের প্রভাবিত করে ক্লিনিকে নিতে ব্যস্ত থাকে। এতে রোগীরা অতিরিক্ত অর্থ ব্যয় করেও অনেক সময় অপচিকিৎসার শিকার হচ্ছেন।

স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্য

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম কিবরিয়া জানান, “চিকিৎসকসহ বিভিন্ন পদে জনবল সংকট প্রকট। পরিষ্কার-পরিচ্ছন্নতা, ওষুধ সরবরাহ ও যন্ত্রপাতির কার্যকারিতার বিষয়গুলোও গুরুত্বপূর্ণ। তবে সীমিত সম্পদের মধ্যেও আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি।”

জনগণের প্রত্যাশা

স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা নিতে আসা অনেকেই জানান, গাইনি, সার্জারি, মেডিসিন—এই তিনটি গুরুত্বপূর্ণ বিভাগে সিনিয়র কনসালট্যান্ট নিয়োগ এখন সময়ের দাবি।

স্থানীয়রা বলছেন, অবকাঠামো সম্প্রসারণ হলেও জনবল ও যন্ত্রপাতির ঘাটতির কারণে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই এখন একপ্রকার রোগীতে পরিণত হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

অতিরিক্ত মদ্যপানের কারণে হার্ট অ্যাটাকে রুবেলের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে

১ ঘণ্টা আগে

দুর্ঘটনাকবলিত গাড়িটিতে খুলনা ও যশোর অঞ্চলের অন্তত ১০ জন নেতাকর্মী ছিলেন। ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই অংশে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

২ ঘণ্টা আগে

কারফিউ জারির আগে গোপালগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি করেছিল প্রশাসন

২ ঘণ্টা আগে

রাজশাহীতে বরেন্দ্র গবেষণা জাদুঘরে শুরু হয়েছে “স্থানীয় ঐতিহ্য সংরক্ষণ প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় ধাপ”। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়ের মধ্যকার সমঝোতা চুক্তির আলোকে এই প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।

১৬ ঘণ্টা আগে