শখের জালে ৩০ কেজির বাগাড়

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

যমুনা নদীতে শখ করে জাল ফেলেছিলেন মানিকগঞ্জের ঝালমুড়ি বিক্রেতা ইব্রাহিম মোল্লা (৩২)। আর তাতেই ধরা পড়ে বিশাল এক বাগাড় মাছ! ওজন প্রায় ৩০ কেজি। পরে মাছটি ৩২ হাজার টাকায় বিক্রি করেন তিনি।

ঘটনাটি সোমবার সন্ধ্যায়, শিবালয়ের দাসকান্দি গ্রামের ইব্রাহিম বাড়ির পাশের যমুনায় খইয়া জাল ফেলেন। কয়েকবার তুলেও ছোটখাটো মাছ পেয়ে হতাশ ছিলেন। কিন্তু ফেরার আগে শেষবার জাল ফেলতেই ভারী কিছু আঁটে। তীরে তুলে দেখেন, বিশাল এক বাগাড়!

উৎসুক লোকজন ছুটে আসেন মাছ দেখতে। ভোরে আরিচা আড়তে নিয়ে এক আড়তদারের কাছে মাছটি বিক্রি করেন তিনি।

ইব্রাহিম বলেন, “এত বড় মাছ জালে ধরা পড়বে ভাবিই নাই। কপালের জোর না থাকলে হয়?”

স্থানীয়দের মতে, এবার মৌসুমের শুরু থেকে এমন অর্ধশতাধিক বড় বাগাড় ধরা পড়েছে পদ্মা-যমুনায়। তবে নদীতে পানি কমে যাওয়ায় মাছের অভয়ারণ্য সংকুচিত হচ্ছে।

মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা জানান, বাগাড় মাছ প্রায় বিলুপ্তপ্রায়। আইন অনুযায়ী এটি ধরা নিষিদ্ধ। এ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

কুয়েট ক্যাম্পাসে চলমান আমরণ অনশনে এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকাল সিস্টেম ইঞ্জিনিয়ারিং (এমটিই) বিভাগের ২৩ ব্যাচের ওই শিক্ষার্থী টানা সাড়ে ২১ ঘণ্টা অনশন পালনের পর মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে অসুস্থ হয়ে পড়েন।

৭ মিনিট আগে

ফুলতলা বাজারে সোমবার রাতে যৌথ বাহিনী দেশি-বিদেশি অস্ত্রসহ সেলিম শেখ (৩৭) নামের এক যুবককে আটক করেছে। সোমবার (২১ এপ্রিল) ফুলতলা বাজারের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাঈদ শেখের ছেলে সেলিম শেখকে রাত ৩টার দিকে আটক করা হয়।

২১ মিনিট আগে

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার অবশ্যই দৃশ্যমান হতে হবে। তিনি বলেন, "হেলিকপ্টার দিয়ে নিরস্ত্র ছাত্র-জনতার উপর গুলি করার নির্দেশ দিয়েছেন হাসিনা, যার জন্য তাকে বিচারবিদ্ধ করতে হবে।"

৩৩ মিনিট আগে

কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকায় মধ্যরাতে আওয়ামী লীগের পক্ষে মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। তাদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর বাবুল মুহুরি রয়েছেন।

৩৮ মিনিট আগে