ব্রাকসু নির্বাচন উপলক্ষ্যে ৬ সদস্যের নির্বাচন কমিশন গঠন

প্রতিনিধি
রংপুর ব্যুরো
Thumbnail image
ছবি: প্রতিনিধি

আসন্ন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচন উপলক্ষ্যে ছয় সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১শ' ১৬তম সিন্ডিকেট সভা শেষে এ তথ্য নিশ্চিত করেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের উপদেষ্টা অধ্যাপক ড. ইলিয়াছ প্রামানিক।

ব্রাকসু নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ফেরদৌস রহমান। এ ছাড়া কমিশনের অন্যান্য সদস্যরা হলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদ রানা, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক হাসান আলী, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সিফাত রুমানা, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. শাহজামান এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার সরকার।

এর আগে, একই দিন সকাল সাড়ে ১০টায় এক সংবাদ সম্মেলনে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন ও তফশিল ঘোষণা করে আগামী এক মাসের মধ্যে ব্রাকসু নির্বাচন সম্পন্ন করার দাবি জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সে সময়, তাঁরা অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের একটি মহল গঠনতন্ত্রের কিছু অংশ সংশোধনীর দাবি তুলে আদতে নির্বাচন পেছানো বা বানচালের পাঁয়তারা করছে। এসবের বিপরীতে অবিলম্বে নির্বাচন কমিশন গঠন এবং তফশিল ঘোষণা করে ব্রাকসু প্রতিষ্ঠার আনুষ্ঠানিক কর্মকাণ্ড শুরুর আহ্বান জানান তাঁরা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

গাজীপুরের কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ি এলাকায় ইয়াসিন এন্টারপ্রাইজ নামক ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

১৭ ঘণ্টা আগে

কুড়িগ্রামের রৌমারীতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের মিথ্যা অপবাদ সইতে না পেরে বিষপান করেছেন ভাইবোন। এ ঘটনায় বোনের মৃত্যু হয়েছে। আর আশঙ্কাজনক অবস্থায় আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

১৭ ঘণ্টা আগে

সাতক্ষীরার ব্রক্ষ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন ধুলিহর (সানাপাড়া) এলাকার মোঃ ইমদাদুল ইসলাম (২৭), রহমত (৪৩) ও মোঃ আশিকুজ্জামান (২৫)।

১ দিন আগে

ঝালকাঠির নলছিটি উপজেলার লঞ্চঘাটকে শহীদ শরীফ ওসমান বিন হাদি-এর নামে নামকরণ করা হয়েছে, যিনি শৈশব ও কৈশোরের অমলিন স্মৃতিগুলো এই এলাকার নদীর তীর ও ঘাটের সঙ্গে জড়িয়ে ছিলেন। বরিশাল বিআইডব্লিউটি-এর নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন।

২ দিন আগে