চট্টগ্রামের-সন্দ্বীপ রুটে প্রথমবারের মতো সামুদ্রিক ফেরি সার্ভিস চালু

প্রতিনিধি
চট্টগ্রাম
Thumbnail image

চট্টগ্রামের-সন্দ্বীপ রুটে প্রথমবারের মতো সামুদ্রিক ফেরি সার্ভিস চালু হয়েছে। প্রত্যন্ত দ্বীপ উপজেলা সন্দ্বীপের চার লাখ বাসিন্দার দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। সকাল সাড়ে ৮টায় সীতাকুন্ডের বাঁশবাড়িয়ায় নবনির্মিত ফেরি টার্মিনাল ও বিআরটিসি বাস স্টেশন উদ্বোধন করেন নৌপরিবহণ মন্ত্রণালয়ের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। নৌপরিবহণ মন্ত্রণালয়ের উদ্যোগে ফেরি সার্ভিসটি চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার বাঁশবাড়িয়ায় এবং সন্দ্বীপের গুপ্তাছড়ার মধ্যে চলাচল করবে। সোমবার সকাল ৯টায় সন্দ্বীপের উদ্দেশ্যে প্রথম ফেরি যাত্রা শুরু করে। এ উপলক্ষ্যে সন্দ্বীপ উপজেলা পরিষদ চত্বরে আয়েজিত ভার্চুয়াল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস।

উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানসহ বেশ কয়েকজন বিশিষ্ট অতিথি উপস্থিত ছিলেন। তারা হলেন-পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মুক্তিযুদ্ধ বিষয়ক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ফরিদা আখতার।

ফেরি সার্ভিসের সাথে একত্রে, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (বিআরটিসি) চট্টগ্রাম বিমানবন্দর, সি বিচ, নিমতলা, নয়াবাজার, কুমিরা, বাঁশবাড়িয়ায় ফেরি ঘাট এবং সন্দ্বীপ এনাম নাহার মোড়ের সাথে সংযোগকারী একটি এসি বাস সার্ভিস চালু করেছে। ফেরি সার্ভিসের জন্য উভয় প্রান্তে নতুন রাস্তা, পার্কিং সুবিধা এবং ফেরি পিয়ার নির্মাণ করা হয়েছে।

এই উন্নয়নের ফলে, বাস, ট্রাক, ট্যাংক লরি, মিনিবাস এবং প্রাইভেট কার সহ সব ধরনের যানবাহন এখন সরাসরি সন্দ্বীপে যেতে পারবে। এই মাইলফলকটি জীবনযাত্রার মান উন্নত করবে এবং দ্বীপের বাসিন্দাদের অর্থনৈতিক কার্যকলাপকে অংশগ্রহণ বাড়াবে বলে আশা করা হচ্ছে।

বিআইডব্লিউটিএ চট্টগ্রামের উপ-পরিচালক মো. কামরুজ্জামান ফেরি সার্ভিসের অপারেশনাল দিকগুলো তুলে ধরে বলেন, চট্টগ্রাম ও সন্দ্বীপের মধ্যে যাত্রা প্রায় এক ঘণ্টা দশ মিনিট সময় নেয়। জোয়ারভাটা সাপেক্ষে প্রতিদিন চারটি ফেরি ট্রিপ দিবে। প্রতিটি ফেরিতে বিভিন্ন আকারের প্রায় ৩৫টি যানবাহন চলাচল করতে পারে।

ফেরিটিতে সাধারণ যাত্রীর জন্য ১০০ টাকা, মোটরসাইকেল ২০০ টাকা, সিএনজি অটোরিকশা ৫০০, প্রাইভেট কার ৯০০ টাকা, বাস ৩৩০০ টাকা, ট্রাক ৩৩৫০ টাকা এবং ১০ চাকার লড়ির ৭১০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

নীলফামারীর সৈয়দপুরে দুইজন গুণী প্রধান শিক্ষককে অবসর ও বদলিজনিত কারণে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

১ ঘণ্টা আগে

মাদক ব্যাবসা ও চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নবাসী প্রতিবাদ করায় সন্ত্রাসীরা প্রতিবাদকারীদের কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ উঠেছে।

২ ঘণ্টা আগে

ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে অপপ্রচার করায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ও সরকারী কেসি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বখতিয়ার মাহমুদ।

২ ঘণ্টা আগে

সুন্দরবনে অভিযান চালিয়ে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সহযোগীকে আটক করার পাশাপাশি জিম্মি থাকা দুই জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিমজোন। এই অভিযানে উদ্ধার হয়েছে বিভিন্ন ধরনের অস্ত্র ও গুলি।

২ ঘণ্টা আগে