তিনতলা থেকে লাফিয়েও পালাতে পারলো না ইমরান তৌহিদী

প্রতিনিধি
সৈয়দপুর, নীলফামারি
Thumbnail image
ছবি: প্রতিনিধি

পুলিশের উপস্থিতি টের পেয়ে তিন তলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে নাশকতা মামলার আসামি ইমরান তৌহিদী (৪০)।

শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টায় পুলিশের অভিযানে শহরের বাঁশবাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। ইমরান তৌহিদী ওই এলাকার বাসিন্দা নওশাদ গুল ফ্যাক্টরীর মালিক নওশাদ তৌহিদীর ছেলে।

গত ২০২৪ সালে ৩১ আগস্ট সৈয়দপুর থানায় দায়ের হওয়া ২০ নং মামলার ৫৭ নং আসামি সে। মামলার পর থেকে পলাতক ছিল ইমরান তৌহিদী। বর্তমানে পুলিশি হেফাজতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সে।

জানা যায়, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গত বছর ৩১ আগস্ট সৈয়দপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ আশিকুর রহমান বাবলু থানায় একটি মামলা করেন। ওই মামলায় এজাহারভুক্ত আসামী হয়েও দীর্ঘদিন থেকে পলাতক ছিল ইমরান তৌহিদী। শনিবার রাতে গোপন সংবাদে পুলিশ জানতে পারে সে তার নিজ বাড়িতে অবস্থান করছে।

এমন সংবাদ পেয়ে এস আই আমিনুল ইসলাম ও মনিরুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স রাত দেড়টায় তার বাড়ি ঘিরে ফেলে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সে তার বাসভবনের তিনতলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করে। এতে সে পা ও কোমড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।

পরে আহতাবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ আসামি ইমরান তৌহিদীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

গাজীপুরের কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ি এলাকায় ইয়াসিন এন্টারপ্রাইজ নামক ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

৪ ঘণ্টা আগে

কুড়িগ্রামের রৌমারীতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের মিথ্যা অপবাদ সইতে না পেরে বিষপান করেছেন ভাইবোন। এ ঘটনায় বোনের মৃত্যু হয়েছে। আর আশঙ্কাজনক অবস্থায় আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

৪ ঘণ্টা আগে

সাতক্ষীরার ব্রক্ষ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন ধুলিহর (সানাপাড়া) এলাকার মোঃ ইমদাদুল ইসলাম (২৭), রহমত (৪৩) ও মোঃ আশিকুজ্জামান (২৫)।

১ দিন আগে

ঝালকাঠির নলছিটি উপজেলার লঞ্চঘাটকে শহীদ শরীফ ওসমান বিন হাদি-এর নামে নামকরণ করা হয়েছে, যিনি শৈশব ও কৈশোরের অমলিন স্মৃতিগুলো এই এলাকার নদীর তীর ও ঘাটের সঙ্গে জড়িয়ে ছিলেন। বরিশাল বিআইডব্লিউটি-এর নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন।

১ দিন আগে