সাংবাদিকের নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রতিনিধি
পঞ্চগড়
Thumbnail image
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের দেবীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি ও মানহানির মামলা দায়েরের প্রেক্ষিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় পৌর শহরের বিজয় চত্বর সংলগ্ন এশিয়ান হাইওয়েতে ‘দেবীগঞ্জের সর্বস্তরের সাধারণ নাগরিক’ ব্যানারে এই মানববন্ধের আয়োজন করা হয়।

ভুক্তভোগী সাংবাদিক লালন সরকার আজকের বসুন্ধরা পত্রিকায় উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। গত ৮ এপ্রিল পঞ্চগড় আদালতে হওয়া দুইটি মামলায় প্রধান আসামী করা হয় লালনকে। মামলার অপর দুই আসামী শাকিল ইসলাম ও হালিম। এর মধ্যে দেবীগঞ্জ সদর ইউনয়নের ইউপি সদস্য নুরজ্জামান মামলার বিবরণে উল্লেখ করেন, সম্প্রতি সাংবাদিক লালন ইউপি সদস্যের বিরুদ্ধে উপচৌকি ভাজনী আশ্রয়নের ঘর ও জমি বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ করেন। ইউপি সদস্যের অভিযোগ সংবাদ না করার শর্তে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন লালন। মামলায় আশ্রয়ন প্রকল্পের আরেক নারীকে ধর্ষণের অভিযোগে হালিম নামে একজনের বিরুদ্ধে গত ২৯ মার্চ মামলা হয় দেবীগঞ্জ থানায়। সেই ঘটনায় লালন পুনরায় দুইলাখ টাকা চাঁদা দাবি করে তা না পেয়ে ভুক্তভোগীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে শেয়ার করেন।

আশ্রয়নের অপর বাদী তার মামলায় উল্লেখ করেন, আশ্রয়ন প্রকল্পের হালিমের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে দেবীগঞ্জ থানায় মামলা দায়েরের পর সাংবাদিক লালন অভিযুক্তের এবং ভুক্তভোগীর একটি সাক্ষাৎকার ফেসবুকে পোস্ট করেন। যেখানে এই নারী দাবি করেন তার নাম পরিচয় প্রকাশ করে পরিকল্পিত ভাবে তার সম্মানহানি করা হয়েছে।

মঙ্গলবার আশ্রয়নের প্রায় দেড় শতাধিক নারী-পুরুষ মামলা দুইটি প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে সাংবাদিক লালন জানান, একই নারীর ভিডিও একাধিক ব্যক্তি ফেসবুকে পোস্ট করলেও মামলা হয়েছে শুধু আমার বিরুদ্ধে। আর ইউপি সদস্যের যে ঘটনার প্রেক্ষিতে চাঁদাবাজির যে অভিযোগ আনা হয়েছে তা প্রায় দুই মাস পূর্বের ঘটনা। এতদিন পরে মামলা করা হলো। এতেই বুঝা যায় মামলা দুইটি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে করা হয়েছে। ইউপি সদস্য ওই নারীকে মামলা করতে প্ররোচিত করেছেন বলেও দাবি করেন তারা।

মামলার অপর আসামী শাকিল ইসলাম বলেন, মেম্বারের বিভিন্ন অনিয়ম নিয়ে এলাকার সরব থাকি বলে আমাকে দুই মামলায় আসামী করা হয়েছে।

মানববন্ধনে ইউসুফ আলী নামে এক ব্যক্তি যাকে ওই নারীর দায়েরকৃত মামলায় সাক্ষী করা হয়েছে। তিনি বলেন, ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না। তাকে যে সাক্ষী করা হয়েছে সে সম্পর্কেও তিনি অবগত নন।

ইউপি সদস্যের মামলার সাক্ষী হেলাল বলেন, ঘটনার কিছু আমার জানা নেই। মামলার বিষয়টি শোনার পর এই বিষয়ে আমি মেম্বারকে জিজ্ঞাসা করেছিলাম যে কেন আমাকে সাক্ষী করা হলো।

উভয় মামলার প্রথম সাক্ষী কদম জানান, উভয় ঘটনার ব্যাপারে তিনি কিছু জানেন না। মামলা হওয়ার পর তিনি জানতে পারেন যে তাকে সাক্ষী করা হয়েছে।

এই বিষয়ে ইউপি সদস্য নুরুজ্জামান বলেন, লালন সাংবাদিক আমার কাছে চাঁদা চেয়েছে এটা সত্য। মানব বন্ধনে যারা বক্তব্য দিয়েছেন তারা আসামির বাবা, মা, ভাই। মামলার সাক্ষী বাদীর বিপক্ষে বক্তব্য দেওয়ার বিষয়ে তিনি বলেন, তিনি (ইউসুফ) সবার আগে ফেসবুকে লালনের ভিডিও আমাকে দেখিয়েছিলেন। সেজন্য তাকে সাক্ষী করেছি। তবে সাক্ষী হিসেবে নাম দেওয়ার আগে তাকে বলিনি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

যাত্রাবাড়ী থানার এক হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের তিনদিন ও যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেনের পাঁচদিনের ভাটারা থানার আরেক মামলায় ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের তিনদিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত।

১ ঘণ্টা আগে

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশ সীমানায় প্রবেশ করে একদল নিরীহ জেলের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সীমান্তবর্তী কালিন্দি নদীর বয়ারসিং সংলগ্ন উলোখালীর চর এলাকায় মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

২ ঘণ্টা আগে

বাগেরহাটের মোরেলগঞ্জে এসএসসি পরীক্ষা চলাকালীন কক্ষে বই, খাতা ও মোবাইল ফোন পাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৯ জন শিক্ষককে দুই বছরের জন্য পরীক্ষা কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।

২ ঘণ্টা আগে

চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ‘প্রবাল এক্সপ্রেস’ ট্রেনে চলন্ত অবস্থায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত প্রায় পৌনে ৮টার দিকে লোহাগাড়া উপজেলার পদুয়া এলাকায় ট্রেনটি পৌঁছালে এক বগিতে হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। ভয়ে এক দম্পতি তাদের আট মাস বয়সী সন্তানকে নিয়ে চলন্ত ট্রেন

২ ঘণ্টা আগে